Industrial Engineers Association Of Bangladesh (IEAB)

 

সিলেট বিভাগ, আইইএবি

০৪ (চার) টি শিল্প বিভাগ এবং ১০ (দশ) টি সাধারণ বিভাগ মোট ১৪ (চৌদ্দ) টি সাংগঠনিক বিভাগের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ব্যাপী আইইএবি এর সাংগঠনিক কার্যক্রম পরিব্যাপ্ত / পরিচালিত হচ্ছে। আইইএবি এর ১০ (দশ) টি সাধারণ সাংগঠনিক বিভাগের মধ্যে সিলেট বিভাগ আইইএবি এর অন্যতম ০১ (এক) টি সাধারণ সাংগঠনিক বিভাগ।

আইইএবি এর ১৪ ( চৌদ্দ) টি সাংগঠনিক বিভাগে আইইএবি এর জাতীয় প্রেসিডিয়াম কাউন্সিল থেকে ০১ (এক) জন করে সদস্য দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছেন। সেই মোতাবেক, সিলেট বিভাগের জন্য জাতীয় প্রেসিডিয়াম কাউন্সিল থেকে ০১ ( এক ) জন সদস্য দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছেন। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য এবং সিলেট বিভাগের ০৬ (ছয়) টি সাংগঠনিক কাঠামো থেকে নির্বাচিত কাউন্সিলরগণের সমন্বয়ে সিলেট বিভাগের বিভাগীয় কমিটি (Divisional Committee) গঠিত হয়েছে / হবে। কাউন্সিলরদের মধ্যে একজন চীফ কাউন্সিলর থাকবে। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য সিলেট বিভাগীয় কমিটির সভাপতির ভুমিকা পালন করবেন এবং সিলেট বিভাগের চীফ / প্রধান কাউন্সিলর সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদকের ভুমিকা পালন করবেন। সিলেট বিভাগের বিভাগীয় কমিটির সদস্য সংখ্যা ০৭ (সাত) জন। উল্লেখ্য যে, সিলেট বিভাগের সাংগঠনিক কার্যক্রম বিশেষ তদারকি ও ত্বরান্বিত করতে আইইএবি এর জাতীয় স্টিয়ারিং কমিটি থেকে ০১ ( এক) জন সদস্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছেন / থাকবেন।  

সংগঠনের পারম্ভিক অবস্থায় সিলেট বিভাগকে প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার তাঁর নিজ নেতৃত্বে গুছিয়ে সিলেট বিভাগকে আইইএবি এর সাংগঠনিকভাবে শক্তিশালী একটি বিভাগে রূপান্তর করেন। পরবর্তীতে কাজের সুষম বন্টরে জন্য আইইএবি এর ১৪(চৌদ্দ) টি সাংগঠনিক বিভাগে বিশেষ সাংগঠনিক তদারকি করতে জাতীয় স্টিয়ারিং কমিটির ০৫ (পাচঁ) জন সদস্যকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত করে তাদের (জাতীয় স্টিয়ারিং কমিটির সদস্যদের) মধ্যে বিভাগগুলো বন্টন করে দেওয়া হয়। জাতীয় স্টিয়ারিং কমিটির ০৪ (চার) সদস্যকে তিনটি করে বিভাগের বিশেষ দায়িত্ব দেওয়া হয় এবং একজন সদস্যকে দুইটি বিভাগের বিশেষ দায়িত্ব দেওয়া হয়। জাতীয় স্টিয়ারিং কমিটির সদস্যদের মধ্যে বিভাগগুলোর বিশেষ দায়িত্ব বন্টনের সময় প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার তার নিজ হাতে / নিজ নেতৃত্বে গুচ্ছানো সিলেট বিভাগ এর বিশেষ দাযিত্ব ছেড়ে দেন এবং এই বিশেষ দায়িত্ব জাতীয় স্টিয়ারিং কমিটির অপর সদস্য প্রকৌঃ আলমগীর আহমেদকে প্রদান করেন এবং প্রকৌঃ আলমগীর আহমেদকে সিলেট বিভাগ এর বিশেষ দায়িত্ব অর্পন করে প্রজ্ঞাপন জারি করা হয়। উল্লেখ্য যে, প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার সিলেট বিভাগের বিভিন্ন সাংগঠনিক কাঠামো থেকে কাউন্সিলর গঠন করা পর্যন্ত বিশেষ দায়িত্বপ্রাপ্ত ছিলেন। 

সিলেট বিভাগ সাংগঠনিকভাবে শক্তিশালী একটি বিভাগ। প্রকৌঃ আহমেদ শাহীন আইইএবি এর একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং তিনি আইইএবি এর সিলেট বিভাগের একজন গর্বিত সদস্য। প্রকৌঃ মোঃ নূরুদ্দীন সিলেট বিভাগ থেকে নির্বাচিত / মনোনীত প্রথম প্রেসিডিয়াম মেম্বার এবং প্রকৌঃ মোঃ নূরুল ইসলাম সিলেট বিভাগ থেকে নির্বাচিত / মনোনীত প্রথম চীফ কাউন্সিলর। প্রকৌঃমোঃ নুরুল ইসলাম, প্রকৌঃ মোঃ সাদিকুর রহমান সুমন, প্রকৌঃ মোঃ আসাদুজ্জামান রেজা, প্রকৌঃ সাইফুর রহমান তুহিন, প্রকৌঃ আর টি আর মোহাম্মদ ফয়েজ এবং প্রকৌঃ আলামিন আহমেদ হলো আইইএবি এর ইতিহাসে সিলেট বিভাগের বিভিন্ন কাঠামো থেকে নির্বাচিত / মনোনীত প্রথম কাউন্সিলর।

২০২২ইং সালে সিলেটে স্বরণকালের / ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বণ্যা হয়। উক্ত বণ্যায় সিলেটের লাখ লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়ে। বণ্যার্ত মানুষগুলো দূর্বিসহ, নির্মম ও মানবেতর জীবন-যাপন করে। যেহেতু আইইএবি একটি জাতীয় সংগঠন; তাই, আইইএবি পরিবার শুধু ইঞ্জিনিয়ারদের কল্যাণে নয়, যেকোন প্রাকৃতিক ও মানবিক দূর্যোগে আর্ত-মানবতার সেবায় মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করে। সেই দৃষ্টিকোন থেকে / সেই অভিপ্রায় থেকে আইইএবি পরিবার সিলেটের বণ্যার্তদের পাশে দাড়াঁয়। উক্ত বণ্যায় আইইএবি পরিবারের একটি টিম কেন্দ্রীয়ভাবে স্বশরীরে উপস্থিত থেকে সিলেটের বণ্যার্তদের জরুরী মানবিক সহায়তা প্রদান করে। আইইএবি এর ইতিহাসে মানবিক, জনকল্যাণ, স্বেচ্ছাশ্রম,  আত্মতৃপ্তির ও আত্মসন্তুষ্টির মতো  সফল একটা প্রোগ্রাম ছিল “সিলেটের বণ্যার্তদের জরুরী মানবিক সহায়তা প্রোগ্রামটি”। ভয়াবহ বণ্যা পরিস্থিতিতে প্রোগ্রামটি ব্যাস্তবায়ন করা ছিলো খুবই চ্যালেঞ্জিং। তারপরও আইইএবি পরিবার  সাহসী ভুমিকা নিয়ে প্রোগ্রামটি সফল ব্যাস্তবায়ন করেছিলো ও মানবতার জয় হয়েছিলো। উক্ত কার্যক্রমটি আইইএবি এর কেন্দ্রীয় কার্মসূচী /কার্যক্রম হলেও বণ্যার্তদের জরুরী মানবিক সহায়তা কার্যক্রমটি সিলেট বিভাগে অনুষ্ঠিত হওয়ায় সিলেট বিভাগের ভুমিকা ছিলো সবচেয়ে বেশী অর্থ্যাৎ অনস্বীকার্য এবং চোখে পড়ার মতো ।

মহান সাধক হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহপরাণ (রাঃ) সহ ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেট একটি প্রাচীন জনপদ। সিলেট বিভাগ বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল যা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ এই চারটি জেলা নিয়ে গঠিত। প্রাচীনকালে এটি শ্রীহট্টের কেন্দ্রীয় প্রদেশ ছিল। বাংলাদেশের স্বাধীনতার পূর্বে সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালে সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় ১৯৯৫ সালে চারটি জেলা নিয়ে সিলেট বিভাগ গঠিত হয়। প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এ অঞ্চলকে আধ্যাত্মিকতার রাজধানী বলা হয় । সিলেট জেলা পূর্বে জালালাবাদ নামে পরিচিত ছিল। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ সিলেট, পর্যটন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংস্কৃতিতে  হাছন রাজা, রাধারমণ, দূর্বীণ শাহ, শাহ আব্দুল করিম সিলেট অঞ্চলকে নিয়ে গেছেন আরো উচ্চ শিখরে। জনপ্রিয় অভিনেতা সালমান শাহ এর জন্মভিটাও এই পূর্ণ্য ভুমি সিলেটে। সিলেট জেলা বাংলাদেশের পূণ্য ভূমি গুলোর মধ্যে একটা, কারণ এখানে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার রয়েছে। মুসলমানদের জন্য এটা খুব পবিত্র স্থান।

সিলেটের ঐতিহাসিক ‘সুরমা’ নদী অনেক ইতিহাস ও ঐতিহ্যের অংশ। দেওয়ান হাসন রাজার

বিথঙ্গল আখড়া, কমলারানীর সাগর দীঘি, প্রাচীন রাজবাড়ির ধংসাবশেষ, মহারত্ন জমিদার বাড়ি, কালেঙ্গা অভয়ারণ্য, সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (র:) এর মাজার, রশিদপুর গ্যাস ক্ষেত্র (১৯৬০), বিবিয়ানা গ্যাস ক্ষেত্র, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ গ্যাস ক্ষেত্র, সুরমা চা বাগান – তেলিয়াপাড়া,শাহ সোলেমান ফতেহগাজী-এর, শাহজীবাজার তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র – শাহজীবাজার, শাহজীবাজার রাবার বাগান – শাহজীবাজার, তামাবিল – গোয়াইনঘাট; হাকালুকি হাওড়, ক্বীন ব্রীজ – সিলেট সদর; হযরত শাহজালালের মাজার শরীফ , হযরত শাহ পরাণের মাজার শরীফ, মহাপ্রভু শ্রী চৈত্যনো দেবের বাড়ী, হাছন রাজার মিউজিয়াম,  ওসমানী জাদুঘর; ওসমানী শিশু পার্ক; জাফলং – গোয়াইনঘাট; মাধবকুন্ড জলপ্রপাত, টাংগুয়ার হাওর, লোভাছড়া, হাম হাম জলপ্রপাত, পরীকুন্ড ঝর্ণা, সাতছড়ি জাতীয় উদ্যান, বরাক নদীর তিন মোহনা,শাহ মোস্তফা-এর মাজার; ঐতিহাসিক কমলারানীর দিঘি, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান-এর কবর – কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম আমবাসা; চা বাগানসমূহ; হাকালুকি হাওড়;হাসন রাজার বাড়ি ইত্যাদি সিলেট বিভাগের আকর্ষণীয় স্থান।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, এম.সি কলেজ এবং সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সহ অনেক নতুন ও প্রাচীন উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান এই বিভাগে রয়েছে।

সিলেট বিভাগ একটি প্রবাসী অধ্যুসিত জনপদ। যুক্ররাজ্য, যুক্তরাষ্ট্র,অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় দেশসমুহ ছাড়াও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে সিলেট বিভাগের মানুষের বসবাস রয়েছে। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা এই বিভাগের প্রধান উৎস। বাংলাদেশের অর্থনীতিতে সিলেট জেলা সবচেয়ে বেশি অবদান রাখছে।

শিল্পক্ষেত্রে সিলেটঃ হস্ত ও কারুশিল্পের দিক দিয়ে প্রতিটি জেলার প্রতিটি কোন  বৈচিত্র্যময় এবং ঐতিহ্যে সমৃদ্ধ । ইউনেস্কো বাংলাদেশের সিলেট অঞ্চলের শীতল পাটি বুননের ঐতিহ্যগত হস্তশিল্পকে বিশ্বের গুরুত্বপূর্ণ নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে ২০১৭ খ্রিস্টাব্দে। এছাড়াও সিলেটের বেত শিল্প বর্তমানে বাংলাদেশের বেতের আসবাপত্রের চাহিদার সিংহভাগ পূরণ করছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বর্তমানে সিলেটের বেত সামগ্রী আমেরিকা, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।  সিলেট অঞ্চলে মণিপুরী জনগোষ্ঠীর লোক বাস করে, যা আরও সমৃদ্ধ করেছে সিলেট কে। মনিপুরীদের তাঁত শিল্প  আলাদা করে পরিচিত করবার মত একটি শিল্প। 

সিলেট বিভাগের উল্লেখযোগ্য শিল্প কারখানা গুলোর মধ্যে সার কারখানা, সিমেন্ট কারখানা, সিলেট পাল্প এন্ড পেপার মিলস লিমিটেড ইত্যাদি উল্লেখযোগ্য। সিলেট বিভাগে প্রাকৃতিক এবং খনিজ সম্পদও রয়েছে যেমন -তেল, গ্যাস, পাথর, চুনাপাথর ইত্যাদি। সিলেট বিভাগ চা শিল্পের জন্য বিখ্যাত। সিলেটকে চায়ের দেশ বলা হয়। সিলেট বিভাগের চারটি জেলার মধ্যে তিনটিই মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সিলেট চা উৎপাদনকারী জেলা। বাংলাদেশের অর্থনীতিতে এই বিভাগের ভূমিকা অপরিসীম।

উন্নত যোগাযোগ, পর্যাপ্ত গ্যাস-বিদ্যুৎ, সহজলভ্য জনবল আর কম মূল্যের জমির কারণে আমূল পাল্টে যাচ্ছে হবিগঞ্জের চিত্র। দেশের বড় বড় শিল্পপ্রতিষ্ঠান তাদের কলকারখানা স্থাপনের জন্য বেছে নিচ্ছে হবিগঞ্জকে। ফলে পাহাড়, টিলা, হাওর, বনের দেশ পরিচিতি পাচ্ছে শিল্পনগরী হিসেবে। হবিগঞ্জ এর ৮৫ কিলোমিটার এলাকা জুড়ে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে বিশাল বিশাল শিল্প কারখানা। পাশাপাশি সরকারি উদ্যোগে চুনারুঘাটে ৫ শ ১১ একর জমিতে ও শেরপুর এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়াও সিলেটের মৌলভীবাজারে শ্রীহট্ট ইকোনমিক জোন, সিলেটের গোয়াইঘাটে সিলেট স্পেশাল ইকোনমিক জোন, সিলেটের ছাতকে সুনামগঞ্জ ইকোনমিক জোন। বেসরকারি উদ্যোগে সিলেটের হবিগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে “ ইষ্ট-কোষ্ট ইকোনমিক জোন”। 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর থেকে মাধবপুর উপজেলা সদর পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে তাকালেই চোখে পড়বে বড় বড় অট্টালিকা। মাত্র কয়েক বছরের মধ্যে এই সড়কের পাশেই গড়ে উঠেছে শতাধিক শিল্পকারখানা। এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে লক্ষাধিক মানুষের।

দেশের অন্যতম গ্যাসক্ষেত্র হবিগঞ্জ গ্যাস ফিল্ড ও শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটি জেলার মাধবপুর উপজেলার শাহজিবাজারে অবস্থিত। গ্যাস, বিদুৎ ও যোগাযোগ, এই তিন খাত শিল্পকারখানা গড়ার উপযোগীসহ শিল্পবান্ধব পরিবেশের কারণে এই জেলা বেছে নিচ্ছে বহুজাতিক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো । এখানে গ্যাসের সুবিধা থাকায় গ্যাসভিত্তিক শিল্পকারখানার আধিক্য একটু বেশি। সবচেয়ে বেশি শিল্পকারখানা গড়ে উঠেছে এই মহাসড়কের ওলিপুর এলাকায়। এই জেলায় রয়েছে কর্মক্ষম বিশাল এক জনগোষ্ঠী। শিল্পবান্ধব এমন পরিবেশের কারণেই শিল্পপতিদের কাজে জনপ্রিয় হয়ে উঠেছে হবিগঞ্জ।

মাত্র সাত থেকে আট বছরের মধ্যে হবিগঞ্জ এসে কারখানা করেছে বিভিন্ন শিল্পগ্রুপ। এর মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার ডেনিমস লিমিটেড, স্কয়ার টেক্সটাইল, যমুনা গ্রুপ, রূপায়ন গ্রুপ, স্টার সিরামিক, স্টার পরসোলিন, আর কে পেইন্ট, চারু সিরামিক, পাইওনিয়ার বাদশা টেক্সটাইল, বাদশা টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, যমুনা তাফরিদ কটন মিলস, সিপি বাংলাদেশ লিমিটেড উল্লেখযোগ্য।

দেশের শীর্ষ স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ হবিগঞ্জের ওলিপুরে ২১৭ একর এলাকাজুড়ে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলে। কারখানায় বর্তমানে ক্যান্ডি, লিকুইড গ্লুকোজ, বিস্কুট, ফ্রুট ড্রিংক, বেভারেজ, কনফেকশনারি, ইলেকট্রিক ক্যাবলস, ফ্যান, মেলামাইন, বাইসাইকেল, পিভিসি, মল্ডেড প্লাস্টিক, এমএস ও জিআই পাইপ, টেক্সটাইল, টয়লেট্রিজ ও চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন পণ্যসামগ্রী উৎপাদিত হচ্ছে।  একই এলাকায় স্কয়ার গ্রুপ ডেনিম কাপড় উৎপাদনের জন্য কারখানা নির্মাণ করেছে। এখানে নির্মিত স্কয়ার ডেনিম কারখানা ও স্কয়ার টেক্সটাইলে বর্তমানে পুরোদমে চলছে উৎপাদন। এসব শিল্পকারখানায় কর্মসংস্থানের সুযোগ থাকায় স্থানীয় স্বল্পশিক্ষিত ও অদক্ষ নারী-পুরুষেরাও এখানে চাকরি করছেন এবং উন্নত জীবন যাপন করছেন। হবিগঞ্জে শিল্পপার্ক স্থাপনের সাত বছরের মাথায় এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। হবিগঞ্জে শিল্পপার্ক হওয়াতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে। কারখানায় কর্মরত লোকবলের প্রায় ৮০ ভাগই স্থানীয়।

মাধবপুর উপজেলার কররা গ্রামে গড়ে উঠেছে শতভাগ রপ্তানিমুখী ও স্বয়ংক্রিয় এসএম স্পিনিং মিল। এ মিলে প্রতিদিন উৎপাদিত হয় ৩২ থেকে ৩৫ মেট্রিক টন সুতা। এ মিলে কর্মসংস্থান হয়েছে প্রায় ২ হাজার লোকের। এ ছাড়া যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও রূপায়ন গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলো নানা রকম পণ্য উৎপাদন করে আসছে এই এলাকায়।

হবিগঞ্জের শিল্প বিপ্লবের প্রধান কারণ হলো হবিগঞ্জ গ্যাস ফিল্ড, বিবিয়ানা আর রশিদপুর গ্যাসক্ষেত্র থেকে জাতীয় সঞ্চালন লাইনে ৫৫ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছে এবং একইভাবে হবিগঞ্জের ৪টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে এক হাজার তিনশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে শিল্প প্রতিষ্ঠানগুলোকে। তাই দ্রুত সময়ের মধ্যে ঘটে গেছে হবিগঞ্জের শিল্প বিপ্লব। হবিগঞ্জ সদর ও মাধবপুর উপজেলা এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের দুপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বেসরকারি উদ্যোগে গড়ে উঠছে শিল্প কারখানা।

সিলেটের হবিগঞ্জের পাশাপাশি সিলেটের সুনামগঞ্জ জেলায়ও শিল্প বিস্তার ঘটে চলছে। ইতিমধ্যে সুনামগঞ্জে বেশ কয়েকটি শিল্প গ্রুপের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যেমনঃ ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প, লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি, ছাতক পাল্প এন্ড পেপার মিলস এবং আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ ইত্যাদি।

ক্রমাগতভাবে শিল্প প্রসারণকে প্রাধান্য দিয়ে আইইএবি এর সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে সিলেট বিভাগের অধীনে কয়েকটি শিল্প ইউনিট গঠন করা হয়েছে। বিভিন্ন শিল্প ইউনিটের অধীনে বিভিন্ন উপ-শিল্প ইউনিট গঠন করা হয়েছে। শিল্প ইউনিট গুলো জেলা কাঠামোর সমমান এবং উপ-শিল্প ইউনিটগুলো উপজেলা কাঠামোর সমমান।

আইইএবি এর সিলেট বিভাগের অধীনস্ত সাংগঠনিক কাঠামোগুলো নিন্মে বর্ণিত হলো যেমনঃ ১। সিলেট জেলা ২। সিলেট মহানগর ৩। হবিগঞ্জ শিল্প ইউনিট ৪। হবিগঞ্জ জেলা ৫। মৌলভীবাজার জেলা এবং ৬। সুনামগঞ্জ জেলা।

আইইএবি এর সিলেট বিভাগের জেলা / মহানগর / শিল্প ইউনিটগুলোর এর অধীনস্ত সাংগঠনিক কাঠামোগুলো নিন্মে বর্ণিত হলো। যেমনঃ-

সিলেট জেলা এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ

১। সিলেট সদর উপজেলা ২। বিয়ানীবাজার উপজেলা ৩। বিয়ানীবাজার পৌরসভা ৪। গোলাপগঞ্জ উপজেলা ৫। গোলাপগঞ্জ পৌরসভা ৬। কোম্পানীগঞ্জ উপজেলা ৭। ফেঞ্চুগঞ্জ উপজেলা ৮। বিশ্বনাথ উপজেলা ৯। গোয়াইনঘাট উপজেলা ১০। জৈন্তিয়াপুর উপজেলা ১১। কানাইঘাট উপজেলা ১২। কানাইঘাট পৌরসভা ১৩। বালাগঞ্জ উপজেলা ১৪। দক্ষিণ শুরমা উপজেলা ১৫। জকিগঞ্জ উপজেলা এবং ১৬। জকিগঞ্জ পৌরসভা।  

সিলেট মহানগর এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ

১। জোন-১ (কাতুয়ালী থানা, বিমানবন্দর থানা), ২। জোন-২ (ওসমানী নগর থানা, জালালাবাদ থানা), ৩। জোন-৩ (মগলাবাজার থানা, দক্ষিণ সুরমা থানা), ৪। জোন-৪ (শাহপরান থানা)।

হবিগঞ্জ শিল্প ইউনিট এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ

১। হবিগঞ্জ উপ-শিল্প ইউনিট-১, এবং ২। হবিগঞ্জ উপ-শিল্প ইউনিট-২।

হবিগঞ্জ জেলা এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ

১। হবিগঞ্জ সদর উপজেলা, ২। লাখাই উপজেলা ৩। মাধবপুর উপজেলা ৪। নবীগঞ্জ উপজেলা ৫। চুনারুঘাট উপজেলা ৬। বানিয়াচং উপজেলা ৭। বাহুবল উপজেলা ৮। আজমিরীগঞ্জ উপজেলা ৯। হবিগঞ্জ পৌরসভা ১০। মাধবপুর পৌরসভা ১১। চুনারুঘাট পৌরসভা ১২। নবীগঞ্জ পৌরসভা ১৩। সায়েস্তাগঞ্জ পৌরসভা এবং ১৪। আজমিরীগঞ্জ পৌরসভা। ।

মৌলভীবাজার জেলা এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ

১। মৌলভীবাজার সদর উপজেলা ২। শ্রীমঙ্গল উপজেলা ৩। কুলাউড়া উপজেলা ৪। কমলগঞ্জ উপজেলা ৫। জুড়ী উপজেলা ৬। বড়লেখা উপজেলা ৭। রাজনগর উপজেলা ৮। মৌলভীবাজার পৌরসভা ৯। শ্রীমঙ্গল পৌরসভা ১০। কুলাউড়া পৌরসভা ১১। বড়লেখা পৌরসভা এবং ১২। কমলগঞ্জ পৌরসভা।

সুনামগঞ্জ জেলা এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ

১। সুনামগঞ্জ সদর উপজেলা ২। সুনামগঞ্জ পৌরসভা ৩। সুনামগঞ্জ পৌরসভা ৪। সুনামগঞ্জ দক্ষিণ উপজেলা ৫। ছাতক উপজেলা ৬। ছাতক পৌরসভা ৭। জগন্নাথপুর উপজেলা ৮। জগন্নাথপুর পৌরসভা ৯। বিশ্বম্ভরপুর উপজেলা ১০। তাহিরপুর উপজেলা ১১। দেরাই উপজেলা ১২। দেরাই পৌরসভা ১৩। ধরমপাশা উপজেলা ১৪। সুল্লা উপজেলা ১৫। দোয়ারাবাজার উপজেলা এবং ১৬। জামালগঞ্জ উপজেলা।

 

Sylhet Division, IEAB.

The organizational activities of IEAB are being carried out all over Bangladesh through 04 (four) industrial divisions and 10 (ten) general divisions totaling 14 (fourteen) organizational divisions. Among the 10 (ten) General Organizational Divisions of IEAB, Sylhet Division is one of the important General Organizational Divisions of IEAB.

14 (fourteen) organizational divisions of IEAB have 01 (one) members as incumbents from the National Presidium Council of IEAB. Accordingly, 01 (one) member from National Presidium Council for Sylhet division is in charge. The Divisional Committee of Sylhet Division has been/will be formed by the presidium members in charge of Sylhet Division and councilors selected from 06 (six) organizational structures of Sylhet Division. Among the Councilors there will be a Chief Councilor. The presidium member in charge of Sylhet Division will play the role of President of Sylhet Divisional Committee and Chief/Principal Councilor of Sylhet Division will play the role of General Secretary of Sylhet Divisional Committee. The number of members of the Divisional committee of Sylhet division is 7 (Seven). It is noted that 01 (one) member from the National Steering Committee of IEAB is/will be specially assigned to supervise and accelerate the organizational activities of Sylhet Division.

In the initial stages of the organization, Engr. Jahangir Alam Tushar organized Sylhet Division under his own leadership and transformed Sylhet Division into an organizationally strong division of IEAB. Later, 05 (five) members of the National Steering Committee were given special responsibility to carry out special organizational supervision in the 14 (fourteen) organizational divisions of IEAB for a balanced distribution of work and the divisions were distributed among them (members of the National Steering Committee). 04 (four) members of the National Steering Committee are given special responsibility for three divisions each and one member is given special responsibility for two divisions. During the distribution of special responsibilities of the divisions among the members of the National Steering Committee, Engr. Jahangir Alam Tushar left the special responsibility of the Sylhet division arranged under his own hands / under his own leadership and gave this special responsibility to another member of the National Steering Committee, Engr. Alamgir Ahmed and an office circular was issued assigning him (Engr. Alamgir Ahmed) the special responsibility of Sylhet Division. It should be noted that Engr. Jahangir Alam Tushar was in charge of various organizational structures of Sylhet Division until the formation of Councilors.

Sylhet division is an organizationally strong division. Engr. Ahmed Shahin is a founder member of IEAB and is a proud member of IEAB Sylhet Division. Engr. Md. Nuruddin is the first elected / nominated Presidium Member from Sylhet Division and Engr. Md. Nurul Islam is the first elected / nominated Chief Councilor from Sylhet Division. Engr. Md. Nurul Islam, Engr. Md. Sadikur Rahman Sumon, Engr. Md. Asaduzzaman Reza, Engr. Saifur Rahman Tuhin, Engr. Rtr. Mohammod Foyaj, Engr. Alamin Ahmod are the first elected / nominated Councilors from various structures of Sylhet Division in the history of IEAB.

The worst flood of History happened in 2022 in Sylhet. Millions of people in Sylhet were trapped by water in the rains. Outcasts live a brutal, inhuman life. As IEAB is a national organization; Therefore, the IEAB family works with the conviction of not only for the welfare of engineers but also for the service of humanity in any natural and man-made calamity. From that point of view / from that intention the IEAB family stands by the people of Sylhet. A team of the IEAB family is centrally present in person to provide emergency humanitarian assistance to refugees in Sylhet. A successful program in the history of IEAB in terms of humanitarian, public welfare, voluntary work, self-sufficiency and self-satisfaction was the “Emergency Humanitarian Assistance Program for Refugees of Sylhet”. Implementing the program in extreme flood conditions was very challenging. Still the IEAB family played a brave role in implementing the program successfully and humanity won. Although the said program is the central program / activity of IEAB, the role of Sylhet Division was the most, i.e., undeniable and visible, as the emergency humanitarian assistance program for the refugees was held in Sylhet Division.

360 Auliar Punyabhoomi Sylhet is an ancient township along with the great saints Hazrat Shahjalal (RA) and Hazrat Shahparan (RA). Sylhet Division is an administrative region located in the northeastern part of Bangladesh which consists of four districts namely Sylhet, Moulvibazar, Sunamganj and Habiganj. In ancient times it was the central province of Srihatta. Sylhet Division was part of Chittagong Division before the independence of Bangladesh. Subsequently, Sylhet Division was formed with four districts in 1995 as a result of the administrative reorganization of the government. This region with its natural beauty is called the capital of spirituality. Sylhet district was formerly known as Jalalabad. Rich in industry, natural resources and economy, Sylhet is very important for the tourism industry. In culture, Hashan Raja, Radharman, Durbin Shah, Shah Abdul Karim took the Sylhet region to a higher peak. The birthplace of popular actor Salman Shah is also in Sylhet. Sylhet district is one of the holy lands of Bangladesh, because there are shrines of Hazrat Shahjalal Rahmatullah Alaihi, Hazrat Shahparan Rahmatullahi Alaihi. It is a very holy place for Muslims.

Sylhet’s historical ‘Surma’ river is part of many histories and traditions. Bithangal Akhara of Dewan Hasan Raja, Sagar Dighi of Kamlarani, Ruins of Ancient Royal Palace, Maharatna Zamindar House, Kalenga Sanctuary, Syed Nasir Uddin (R) Shrine of Sipahsala, Rashidpur Gas Field (1960), Bibiana Gas Field, Ajmiriganj, Habiganj Gas Field, Surma Tea Gardens – Teliapara, Shah Soleman Fatehghazi, Shahjibazar Thermal Power Plant – Shahjibazar, Shahjibazar Rubber Gardens – Shahjibazar, Tamabil – Goainghat; Hakaluki Howr, Keen Bridge – Sylhet Sadar; Hazrat Shahjalal’s Mazar Sharif, Hazrat Shah Paran’s Mazar Sharif, Mahaprabhu Sri Chaityano Dev’s House, Hashan Raja Museum, Osmani Museum; Osmani Children’s Park; Jaflong – Goainghat; Madhavkund Falls, Tanguar Haor, Lovachhara, Hum Hum Falls, Parikund Falls, Satchari National Park, Three mouths of Barak River, Shrine of Shah Mustafa; Dighi of historical Kamalarani, grave of Bir Shrestha Hamidur Rahman – Ambasa village bordering Kamalganj upazila; tea gardens; Hakaluki Howar; House of Hasan Raja etc. ‍are Interesting Places of Sylhet Division.

Many new and old notable educational institutions including Shahjalal University of Science and Technology, Sylhet Agricultural University, Sunamganj University of Science and Technology, Sylhet Engineering College, Leading University, Metropolitan University, North East University, Sylhet International University, Army Institute of Business Administration, M.A.G. Osmani Medical College, MC College and Sylhet Polytechnic Institute are located in this Division.

Sylhet Division is an expatriate populated township. Apart from UK, USA, Australia, Canada and European countries, people of Sylhet division live in different countries of the world including Middle East. Foreign exchange sent by expatriates is the main source of this category. Sylhet district is contributing the most to the economy of Bangladesh.

In the field of industry, Sylhet: each district is rich in tradition and diversity in terms of handicrafts. UNESCO included the traditional handicraft of Shital Pati weaving in the Sylhet region of Bangladesh in the list of Important Intangible Cultural Heritage of the World in 2017. Also, Sylhet’s cane industry currently meets the bulk of Bangladesh’s cane furniture demand. Satisfying domestic demand, Sylhet cane products are currently being exported to various countries including America, England. Sylhet region is inhabited by the Manipuri community, which further enriches Sylhet. Manipuri weaving is an art worth distinguishing.

Among the notable industrial factories of Sylhet division are Fertilizer Factory, Cement Factory, Sylhet Pulp and Paper Mills Limited etc. Sylhet division also has natural and mineral resources like -oil, gas, stone, limestone etc. Sylhet division is famous for tea industry. Sylhet is called the country of tea. Out of the four districts of Sylhet Division, three are Moulvibazar, Habiganj and Sylhet tea producing districts. The role of this department in the economy of Bangladesh is immense.

The image of Habiganj is changing radically due to improved communication, sufficient gas and electricity, readily available manpower and low-cost land. Major industries of the country are choosing Habiganj to set up their factories. As a result, the country of hills, hills, haor, forest is getting known as an industrial city. Huge industrial factories have been built by private enterprise in the 85 km area of Habiganj. Apart from this, the government has taken the initiative to build a special economic zone in Chunarughat on 511 acres of land and in Sherpur area. Also Sreehatta Economic Zone in Moulvibazar, Sylhet, Sylhet Special Economic Zone in Goainghat, Sylhet, Sunamganj Economic Zone in Chhatak, Sylhet. “East-Coast Economic Zone” has been established in Habiganj of Sylhet by private initiative.

From Olipur of Shaistaganj Upazila of Habiganj to Madhavpur Upazila Sadar, one can see big buildings on both sides of the Dhaka-Sylhet highway in an area of about 60 km. In just a few years, hundreds of industries have been built along this road. Lakhs of people have been employed in these institutions.

One of the country’s gas fields, Habiganj gas field and Shahjibazar power generation plant are located in Shahjibazar of Madhavpur upazila of the district. Multinationals and exporters are choosing this district due to its industry-friendly environment including gas, electricity and communication, these three sectors are suitable for setting up industries. Due to the availability of gas here, the number of gas-based industries is slightly higher. Most of the industries have been established in the Olipur area of this highway. This district has a large working population. Habiganj has become popular for the work of industrialists due to its industrial friendly environment.

Various industrial groups came to Habiganj and set up factories in just seven to eight years. These include Pran-RFL Group, Square Denims Limited, Square Textiles, Yamuna Group, Rupayan Group, Star Ceramics, Star Porcelain, RK Paint, Charu Ceramics, Pioneer Badsha Textiles, Badsha Textiles, Saiham Textiles, Jamuna Tafrid Cotton Mills, CP Bangladesh. Ltd. is noteworthy.

PRAN-RFL Group, the country’s top local industrial organization, has developed the Habiganj Industrial Park covering an area of 217 acres at Olipur in Habiganj. The factory is currently manufacturing various products including candy, liquid glucose, biscuits, fruit drinks, beverages, confectionery, electric cables, fans, melamine, bicycles, PVC, molded plastics, MS and GI pipes, textiles, toiletries and medical equipment. In the same area, Square Group has built a factory for the production of denim fabrics. The Square Denim factory and Square Textiles built here are currently in full swing. Due to employment opportunities in these industries, local uneducated and unskilled men and women are also working here and leading a better life. Seven years after the establishment of industrial park in Habiganj, the socio-economic condition of the region has improved greatly. Being an industrial park in Habiganj, thousands of people have been employed in Habiganj Industrial Park. About 80 percent of the workforce working in the factory are local.

A 100% export-oriented and automatic SM spinning mill has been set up in Karra village of Madhavpur upazila. 32 to 35 metric tons of yarn is produced daily in this mill. About 2 thousand people have been employed in this. Apart from this, companies like Jamuna Industrial Park and Rupayan Group are producing various products in this area.

The main reason for Habiganj’s industrial revolution is that 55 percent of gas is being supplied to the national transmission line from Habiganj gas field, Bibiana and Rashidpur gas fields and similarly 1,300 megawatts of electricity is being supplied to industrial establishments from 4 power generating stations in Habiganj. Therefore, the industrial revolution of Habiganj has happened in a short period of time. Industrial factories are being built by private initiative across a vast area on both sides of the Sylhet-Dhaka highway in Habiganj Sadar and Madhavpur upazilas.

Apart from Sylhet’s Habiganj, the industry is also expanding in Sylhet’s Sunamganj district. Already several industrial groups have been established in Sunamganj. Such as: Chatak Cement Factory, Tekerghat Limestone Mine Project, Lafarge Surma Cement Factory, Chatak Pulp and Paper Mills and Akiz Food and Beverage Ltd. etc.

A number of industrial units have been constituted under Sylhet Division to smoothly run the organizational activities of IEAB with continuous emphasis on industrial expansion. Various sub-industrial units are formed under various industrial units. Industrial units are equivalent to district structure and sub-industrial units are equivalent to upazila structure.

The organizational structures under Sylhet Division of IEAB are described below. For example: – 1. Sylhet District 2. Sylhet Metropolitan 3. Habiganj Industrial Unit 4. Habiganj District 5. Moulvibazar District and 6. Sunamganj District.

The subordinate organizational structures of District / Metropolitan / Industrial Units of Sylhet Division of IEAB are described below. For example: –

 

The organizational structure of IEAB under Sylhet District includes: –

  1. Sylhet Sadar Upazila 2. Beanibazar Upazila 3. Beanibazar Municipality 4. Golapganj Upazila 5. Golapganj Municipality 6. Companiganj Upazila 7. Fenchuganj Upazila 8. Bishwanath Upazila 9. Gowainghat Upazila 10. Jaintiapur Upazila 11. Kanaighat Upazila 12. Kanaighat Municipality 13. Balaganj Upazila 14. South Shurma Upazila 15. Zakiganj Upazila and 16. Zakiganj Municipality.

The organizational structure of IEAB under Sylhet Metropolitan includes: –

  1. Zone-1 (Katuwali Thana, Bimanbondar Thana), 2. Zone -2 (Osmani Nagar Thana, Jalalabad Thana), 3. Zone -3 (Maglabazar Thana, South Surma Thana), 4. Zone -4 (Shahporan Thana).

 

The organizational structure of IEAB under Habiganj Industrial Unit includes: –

  1. Habiganj Sub-Industrial Unit-1, and 2. Habiganj Sub-Industrial Unit-2.

The organizational structure of IEAB under Habiganj District includes: –

  1. Habiganj Sadar Upazila, 2. Lakhai Upazila 3. Madhabpur Upazila 4. Nabiganj Upazila 5. Chunarughat Upazila 6. Baniachang Upazila 7. Bahubal Upazila 8. Ajmiriganj Upazila 9. Habiganj Municipality 10. Madhabpur Municipality 11. Chunarughat Municipality 12. Nabiganj Municipality 13. Sayestaganj Municipality and 14. Ajmiriganj Municipality.

The organizational structure of IEAB under Moulvibazar District includes: –

  1. Moulvibazar Sadar Upazila 2. SreeMangal Upazila 3. Kulaura Upazila 4. Kamalganj Upazila 5. Juri Upazila 6. Barlekha Upazila 7. Rajnagar Upazila 8. Moulvibazar Municipality 9. Sreemangal Municipality 10. Kulaura Municipality 11. Barlekha Municipality and 12. Kamalganj Municipality.

 

The organizational structure of IEAB under Sunamganj District includes: –

  1. Sunamganj Sadar Upazila 2. Sunamganj Municipality 3. Sunamganj Municipality 4. Sunamganj South Upazila 5. Chhatak Upazila 6. Chhatak Municipality 7. Jagannathpur Upazila 8. Jagannathpur Municipality 9. Bishwamvarpur Upazila 10. Tahirpur Upazila 11. Derai Upazila 12. Derai Municipality 13. Dharampasha Upazila 14. Sulla Upazila 15. Dowarabazar Upazila and16. Jamalganj Upazila.