Industrial Engineers Association Of Bangladesh (IEAB)

 

মেঘনা বিভাগ, আইইএবি।

০৪ (চার) টি শিল্প বিভাগ এবং ১০ (দশ) টি সাধারণ বিভাগ মোট ১৪ (চৌদ্দ) টি সাংগঠনিক বিভাগের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ব্যাপী আইইএবি এর সাংগঠনিক কার্যক্রম পরিব্যাপ্ত / পরিচালিত হচ্ছে। আইইএবি এর ১০ (দশ) টি সাধারণ সাংগঠনিক বিভাগের মধ্যে মেঘনা বিভাগ আইইএবি এর অন্যতম গুরুত্বপূর্ণ ০১ (এক) টি সাধারণ সাংগঠনিক বিভাগ।

আইইএবি এর ১৪ ( চৌদ্দ) টি সাংগঠনিক বিভাগে আইইএবি এর জাতীয় প্রেসিডিয়াম কাউন্সিল থেকে ০১ ( এক ) জন করে সদস্য দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছেন। সেই মোতাবেক, মেঘনা বিভাগের জন্য জাতীয় প্রেসিডিয়াম কাউন্সিল থেকে ০১ ( এক ) জন সদস্য দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছেন। মেঘনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য এবং মেঘনা বিভাগের ০৯ (নয়) টি সাংগঠনিক কাঠামো থেকে নির্বাচিত কাউন্সিলরগণের সমন্বয়ে মেঘনা বিভাগের বিভাগীয় কমিটি (Divisional Committee) গঠিত হয়েছে / হবে। কাউন্সিলরদের মধ্যে একজন চীফ কাউন্সিলর থাকবে। মেঘনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য মেঘনা বিভাগীয় কমিটির সভাপতির ভুমিকা পালন করবেন এবং মেঘনা বিভাগের চীফ / প্রধান কাউন্সিলর মেঘনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদকের ভুমিকা পালন করবেন। মেঘনা বিভাগের বিভাগীয় কমিটির সদস্য সংখ্যা ১০ (দশ) জন। উল্লেখ্য যে, মেঘনা বিভাগের সাংগঠনিক কার্যক্রম বিশেষ তদারকি ও ত্বরান্বিত করতে আইইএবি এর জাতীয় স্টিয়ারিং কমিটি থেকে ০১ ( এক) জন সদস্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছেন / থাকবেন। আইইএবি এর ইতিহাসে জাতীয় স্টিয়ারিং কমিটি থেকে মেঘনা বিভাগের জন্য প্রথম বিশেষ দায়িত্বপ্রাপ্ত সদস্য হলেন প্রকৌঃ আলমগীর আহমেদ।

সাংগঠনিকভাবে মেঘনা বিভাগ খুবই শক্তিশালী একটি বিভাগ। প্রকৌঃ মোঃ সাব্বির হোসেন মেঘনা বিভাগ থেকে নির্বাচিত / মনোনীত প্রথম প্রেসিডিয়াম মেম্বার এবং প্রকৌঃ মোঃ কামরুল হাসান মেঘনা বিভাগ থেকে নির্বাচিত / মনোনীত প্রথম চীফ কাউন্সিলর। প্রকৌঃ মোঃ কামরুল হাসান ব্যক্তিগত কারণে অব্যহতি নিলে প্রকৌঃ মোঃ শরিফুর রহমান পরবর্তীতে চীফ কাউন্সিলর নির্বাচিত / মনোনীত হন। প্রকৌঃ মোঃ কামরুল হাসান, প্রকৌঃ মোঃ শরিফুর রহমান, প্রকৌঃ এম আই নাঈম, প্রকৌঃ মোঃ শাহিন আলম, প্রকৌঃ মোঃ আবু তৈয়ব ভূঁইয়া, প্রকৌঃ মোঃ জাহিদ হোসেন রেজা, প্রকৌঃ সজিত মজুমদার এবং প্রকৌঃ মুহাম্মদ মহসীন হলো আইইএবি এর ইতিহাসে মেঘনা বিভাগের বিভিন্ন কাঠামো থেকে নির্বাচিত / মনোনীত প্রথম কাউন্সিলর। উল্রেখ্য যে, আইইএবি এর ইতিহাসে দ্বিতীয় এবং তৃতীয় জেলা পূর্ণাঙ্গ কমিটি (চাদঁপুর জেলা এবং নোয়াখালী জেলা) , প্রথম উপজেলা পূর্ণাঙাগ কমিটি (শাহরাস্থি উপজেলা) এবং উপজেলা আহবায়ক কমিটি (সেনবাগ উপজেলা) এই মেঘনা বিভাগ থেকে গঠিত হয়।

মেঘনা বিভাগ বাংলাদেশের মধ্য-পূর্বাঞ্চলের একটি বিভাগ। মেঘনা বিভাগ এর সদরদপ্তর কুমিল্লা শহরে অবস্থিত। এই বিভাগ কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এবং লক্ষ্মীপুর নিয়ে গঠিত।

১৯৮৯ সালে বৃহত্তর কুমিল্লার কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া এবং বৃহত্তর নোয়াখালীর নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ ছয়টি জেলা নিয়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠার দাবি শুরু হয়। চট্টগ্রাম বিভাগকে ভেঙ্গে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে পৃথক বিভাগ করা যায় কিনা, এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ২০১৫ সালের ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নির্দেশনা দেন। পরবর্তীতে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে কুমিল্লা অঞ্চলের প্রাচীন ধ্বংসাবশেষ ময়নামতির নামানুসারে বিভাগের নাম “ময়নামতি”করার ঘোষণা দেওয়া হয়। তবে এই নামকরণের বিরুদ্ধে কুমিল্লা শহরে বিক্ষোভ সংঘটিত হয়। বৃহত্তর কুমিল্লাবাসী কুমিল্লা নামেই এই বিভাগের নামকরণের জন্য রাজপথে সোচ্চার দারী জানায়। অপরদিকে বৃহত্তর নোয়াখালীবাসী নোয়াখালী নামেই এই বিভাগের নামকরণের জন্য রাজপথে জোড়ালো দাবী জানায়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকের ঘোষণা দেন যে, বাংলাদেশে প্রথমবারের মতো বৃহৎ দুটি নদীর নামেই দুটি বিভাগ হতে যাচ্ছের। একটি হলো পদ্মা বিভাগ এবং অপরটি হলো মেঘনা বিভাগ। কুমিল্লা বা নোয়াখালী নামে বা কোন জেলার নামে বা ময়নামতি নামে কোন বিভাগ হবে না। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এবং লক্ষ্মীপুর নিয়ে গঠিত এই বিভাগের নাম হবে মেঘনা। মেঘনা বিভাগ বাংলাদেশের রাজধানী শহরের নিকটতম বিভাগ।

খাদি কাপড় ও রসমালাইয়ের জন্যে বিখ্যাত কুমিল্লা জেলা মেঘনা বিভাগের অন্তর্গত একটি জেলা। কুমিল্লার খাদি শিল্প, তাঁত শিল্প, কুটির শিল্প, মৃৎ ও কারু শিল্প, রসমালাই, মিষ্টি, ময়নামতির শীতল পাটি ইত্যাদি স্ব-স্ব ঐতিহ্যে স্বকীয়তা আজও বজায় রেখেছে। শিক্ষা, শিল্প ও সংস্কৃতির পাদপীঠ কুমিল্লা প্রাচীন ঐতিহ্যসমৃদ্ধ। এই জেলা প্রাচীনকালে সমতট জনপদের অন্তর্গত ছিল এবং পরবর্তীতে এটি ত্রিপুরা রাজ্যের অংশ ছিল।

মেঘলা বিভাগের চাঁদপুর জেলা ইলিশের বাড়ি হিসেবে পরিচিত। বাংলাদেশের বিভিন্ন জেলার আলাদা ইতিহাস ও ঐতিহ্য এবং স্বীকৃত পণ্য আছে। সে হিসাবে চাঁদপুর জেলা ব্যাপকভাবে সমাদৃত ইলিশ উৎপাদনের জন্য। এজন্য এই জেলাকে “ইলিশের বাড়ি” বলা হয়ে থাকে। প্রজননের সময় মা ইলিশগুলো এই চাঁদপুরের আশেপাশের নদীতেই আসে। এ কারণেই চাঁদপুর জেলাকে ইলিশের বাড়ি বলা হয়। ইলিশ বিচরণ করে লোনা পানিতে, কিন্তু ডিম পাড়ার সময় তারা মিঠা পানির মোহনায় আসে। চাঁদপুরের পদ্মা নদীতে প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন আছে, যেটা মা ইলিশের প্রধান খাবার। এই প্ল্যাঙ্কটন আর অন্য কোন জেলায় নেই। পানির মান আর খাবার থাকায় মা ইলিশ এখানে ডিম ছাড়তে আসে। তার মানে এই জেলা ইলিশ মাছের বাড়ি। এই কারণেই চাঁদপুর জেলাকে ইলিশের বাড়ি বলে আখ্যায়িত করা হয়।

চাঁদপুরে জেলা ইলিশের বাড়ী হলেও এই জেলায় ইলিশের আহরণ কম হয় কারণ ডিম ছাড়ার সময় মা ইলিশগুলো চাদঁপুরে আসে। কিন্তু মা ইলিশ ডিম ছাড়ার সময় ইলিশ ধরা নিষিদ্ধ থাকে। অন্যদিকে ডিম ছাড়ার মৌসুম শেষে যখন আবার ইলিশ ধরা শুরু হয় ততদিনে এই ইলিশগুলো উপকূলীয় জেলাগুলোর দিকে চলে যায়, এই কারণে উপকূলীয় অন্যান্য জেলাগুলোতে স্বাভাবিকভাবে চাঁদপুর জেলার তুলনায় বেশি ইলিশ ধরা পড়ে এবং চাঁদপুরে ইলিশ কম ধরা পড়ে। চাঁদপুরে ইলিশ আহরণ তুলনামূলক কম হলেও বাংলাদেশে ইলিশের সবচেয়ে বড় বাজার এই জেলাতেই অবস্থিত। ভোলা, বরিশাল, নোয়াখালি সহ অন্যান্য কয়েকটি জেলায় আহরিত সব ইলিশ আগে চাঁদপুরের বাজারে আনা হয় । চাঁদপুরের বাজার থেকেই সমগ্র দেশে ইলিশ মাছ সরবরাহ করা হয়। দেশের মোট উৎপাদিত ইলিশের প্রায় অর্ধেক এই বাজারগুলো থেকেই সারাদেশে পাঠানো হয়।

আকর্যণীয় স্থানঃ শালবন বৌদ্ধ বিহার কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত, যা বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম ঐতিহাসিক নিদর্শন হিসাবে সুপরিচিত। ময়নামতি জাদুঘর (Mainamati Museum) প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহশালা হিসাবে বাংলাদেশের একটি গুরত্বপূর্ণ স্থান। যাহা কুমিল্লা থেকে ১৪ কিলোমিটার দূরে সালমানপুরে অবস্থিত। ময়নামতি জাদুঘরটি একটি অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিতি । ময়নামতি একটি বিখ্যাত বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক এলাকা। কুমিল্লার লালমাই ময়নামতি পাহাড়ে একটি সমৃদ্ধ প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে। এখানে রয়েছে শালবন বিহার, কুটিলা মুড়া, চন্দ্রমুড়া, রূপবন মুড়া, ইটাখোলা মুড়া, সতের রত্নমুড়া, রাণীর বাংলার পাহাড়, আনন্দ বাজার প্রাসাদ, ভোজ রাজদের প্রাসাদ, চন্ডীমুড়া প্রভৃতি। কমনওয়েলথ সমাধিক্ষেত্র বা ময়নামতি ওয়ার সিমেট্রি (Moynamoti War Cemetery) মেঘনা বিভাগে অবস্থিত। যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৩৭ জন সৈন্য চিরনিদ্রায় শায়িত আছেন। কুমিল্লা জেলার মুরাদনগরে অবস্থিত জাহাপুর জমিদার বাড়ি (Jahapur Zamidar Bari) ইতিহাসের সাক্ষী হয়ে আজো ঠিকে আছে। কুমিল্লা সদর উপজেলার থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে কোটবাড়িতে অবস্থিত ইটাখোলা মুড়া (Itakhola Mura) সপ্তম বা অষ্টম শতকে নির্মিত একটি প্রাচীন নিদর্শন। এখানে রয়েছে শালবন বিহার, কুটিলা মুড়া, চন্দ্রমুড়া, রূপবন মুড়া, ইটাখোলা মুড়া, সতের রত্নমুড়া, রাণীর বাংলার পাহাড়, আনন্দ বাজার প্রাসাদ, ভোজ রাজদের প্রাসাদ, চন্ডীমুড়া প্রভৃতি।

কুমিল্লা জেলার কোটবাড়ির জামমূড়ায় লালমাই পাহাড়ের ১২ একর জায়গা নিয়ে ডাইনোসর পার্ক নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী মেঘনা বিভাগে অবস্থিত। কুমিল্লা জেলা শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী বা বার্ড (Bangladesh Academy for Rural Development)। কুমিল্লা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে কোটবাড়িতে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনার নাম রূপবান মুড়া (Rupban Mura)। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে সৌন্দর্যমন্ডিত রানী ময়নামতির প্রাসাদ অবস্থিত। কুমিল্লা জেলা সদরের কোটবাড়ির ময়নামতিতে অবস্থিত বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপত্য আনন্দ বিহার (Ananda Bihara)। ময়নামতির অন্যান্য স্থাপনাগুলোর মধ্যে বৃহত্তম এই প্রত্নতাত্ত্বিক স্থাপত্যটি। বিনোদনের নতুন আয়োজন নিয়ে কুমিল্লা জেলার ঢুলিপাড়াতে ২০১৬ সালে বেসরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে ভার্চুয়াল থীম পার্ক ফান ।

নোয়াখালী জেলার প্রত্নতাত্ত্বিক ও দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে; কল্যান্দি জমিদার বাড়ি, গান্ধি আশ্রম, নিঝুম দ্বীপ, বজরা শাহী মসজিদ, বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, মহাত্মা গান্ধী জাদুঘর, মাইজদী কোর্ট বিল্ডিং দীঘি, ম্যানগ্রোভ বনাঞ্চল, স্বর্ণ দ্বীপ উল্লেখযোগ্য। নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে বঙ্গোপসাগর ও ফেনী নদীর মোহনায় নির্মিত মুছাপুর ক্লোজার (Muchapura/Musapur Closure) মিনি কক্সবাজার নামে পরিচিত। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে অন্যতম বীরশ্রেষ্ঠ শহীদ মোঃ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মেঘনা বিভাগের নোয়াখালী জেলায় অবস্থিত। গান্ধী আশ্রম (Gandhi Ashram) পদ্মা বিভাগের নোয়াখালী জেলার মাইজদী কোর্ট থেকে ২৫ কিলোমিটার দূরে সোনামুড়ী উপজেলার জয়াগ বাজারের কাছে অবস্থিত। নোয়াখালী জেলার ধর্মপুর গ্রামে প্রায় ২৫ একর জায়গাজুড়ে নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক (Noakhali Dream World Park) গড়ে তোলা করা হয়েছে। নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে নির্মিত ঐতিহাসিক মসজিদের নাম বজরা শাহী মসজিদ। দিল্লির শাহী জামে মসজিদের নকশার অনুকরণে বজরা শাহী মসজিদটির নকশা। নিঝুম দ্বীপ (Nijhum Dwip) নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবস্থিত বঙ্গপসাগরের ছোট্ট একটি দ্বীপ। প্রায় ১৪,০৫০ একর আয়তনের এই দ্বীপটি নোয়াখালী জেলার এবং বাংলাদেশের একটি দর্শনীয় স্থান।

কুমিল্লা ও নোয়াখালী জেলা বাদে মেঘনা বিভাগের অধীনস্ত অন্যান্য জেলার দর্শনীয় স্থান ও প্রত্নসম্পদ সমুহঃ মেহের কালীবাড়ি, হযরত শাহ রাস্তি ও তাঁর দরগা, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ, পদ্মা-মেঘনার মিলনস্থল, শ্রীশ্রী জগন্নাথ মন্দির, মনসামুড়া, সাহার পাড়ের দিঘি, উজানী বখতিয়ার খাঁ মসজিদ, নাটেশ্বর রায়ের দিঘি, কড়ইতলী জমিদার বাড়ি, সাহাপুর রাজবাড়ি, কাশিমপুর রাজবাড়ি চাঁদপুর জেলার জনপ্রিয় দর্শনীয় স্থান, দালাল বাজার জমিদার বাড়ী, আলেকজান্ডার সীবিচ , তিতা খাঁ জামে মসজিদ, কামানখোলা জমিদার বাড়ী, জ্বীনের মসজিদ, খোয়া সাগর দিঘী, ভোম রাজার দিঘী, আসসালাম জামে মসজিদ, আলতাম মাস্টার ঘাট, কাজিরবাগ ইকো পার্ক, কালীদহ বরদা বাবু জমিদার বাড়ি, কৈয়ারা দীঘি, চাঁদ গাজী ভুঞার মসজিদ, চৌধুরী বাগান বাড়ী, জগন্নাথ কালী মন্দির, দাগনভূঁইয়া জমিদার বাড়ি, প্রতাপপুর জমিদার বাড়ি, বাঁশপাড়া জমিদার বাড়ি, বিজয় সিংহ দীঘি, ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, মুহুরী প্রজেক্ট, রাজাঝির দীঘি, শমসের গাজীর কেল্লা, শর্শাদী শাহী মসজিদ, শিলুয়া মন্দির, সেনেরখিল জমিদার বাড়ি, কেল্লা শহীদ মাজার, আরিফাইল মসজিদ, হরিপুর জমিদার বাড়ি, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের কবর, ধরন্তি হাওর, আবি ফিউচার পার্ক, মেদিনী হাওড় অঞ্চল, তিতাস নদীর ব্রীজ, শ্রীঘর মঠ, জয়কুমার জমিদার বাড়ী ইত্যাদি।

শিক্ষা প্রতিষ্ঠানঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়, সিসিএন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফেনী বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ, ময়নামতি মেডিকেল কলেজ, চাঁদপুর মেডিকেল কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট সহ মোট ৬ টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং ৬টি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং অনেক নতুন ও প্রাচীন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মেঘনা বিভাগে রয়েছে।

শিল্প ক্ষেত্রে মেঘনা বিভাগঃ মেঘনা বিভাগ শিল্প সমৃদ্ধ একটি বিভাগ। ময়নামতি বিভাগের প্রত্যেকটি জেলায় রয়েছে একটি করে বিসিক শিল্প নগরী। এসব শিল্প নগরীতে রয়েছে সার্বক্ষনিক গ্যাস, পানি, বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ একটি ইন্ডাস্ট্রিয়াল জোন । আশুগঞ্জ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী, নদীবন্দর ও বাণিজ্য শহর। জাতীয় অর্থনীতিতে আশুগঞ্জ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখানে দেশের বেশ কয়েকটি উল্লে­খযোগ্য স্থাপনা তথা শিল্প প্রতিষ্ঠান রয়েছে। ভারী শিল্প ছাড়াও আশুগঞ্জ বাংলাদেশের অন্যতম বাণিজ্য শহর হিসেবে দেশে-বিদেশে ব্যাপক পরিচিত। ব্রিটিশ শাসনামলে পাটের বড় বাজার হিসেবে আশুগঞ্জের পরিচিতি ছিল। তখন ইংরেজদের পাট ক্রয় কেন্দ্র আশুগঞ্জ ছিল বিধায় তাদের পদচারণায় মুখরিত ছিল আশুগঞ্জ। আশুগঞ্জের পাট সেসময় ইংল্যান্ডের শিল্পনগরী ডান্ডিতে রপ্তানি হতো। বর্তমানে ধান ও চাউলের ব্যবসার জন্য আশুগঞ্জ ব্যাপক পরিচিতি লাভ করেছে। পাশাপাশি লালপুরের শুটকি শিল্প দেশের ব্যবসা- বাণিজ্যে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে। আশুগঞ্জে ছোট-বড় চার শতাধিক চাতাল ও অটো রাইস মিল রয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকার সোহাগপুর, তালশহর ও বাসুতারা মৌজার প্রায় ৩শ ২৮একর জমি নিয়ে আশুগঞ্জে একটি শিল্পাঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক অঞ্চল কতৃপর্ক্ষ এই প্রকল্প বাস্তবায়ন করছে। আশুগঞ্জ শিল্পাঞ্চলে থাকবে বিদেশী বিভিন্ন শিল্প কারখানা। এর মধ্যে বিদেশী গার্মেন্টস শিল্প, স্পিনিং মিল, ফার্মাসিটিক্যাল, টেক্সটাইল মিলসহ বিভিন্ন শিল্প কারখানা।

মেঘনা বিভাগে রয়েছে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল।  সংক্ষেপে যেটি ‘কুমিল্লা ইপিজেড’ নামেও পরিচিত। কুমিল্লা ইপিজেড বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যা বাংলাদেশের পূর্বাঞ্চলীয় শহর কুমিল্লার পুরাতন বিমান বন্দর এলাকায় অবস্থিত। এই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলটি ২০০০ খ্রিষ্টাব্দে স্থাপিত হয়। ২৬৭.৪৬ একর এলাকার উপর প্রতিষ্ঠিত এই ইপিজেডটি বাংলাদেশের ৪র্থ বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। কুমিল্লা ইপিজেড উৎপাদিত পণ্য সমুহঃ-  তৈরি পোশাক, জুতা, ইয়ার্ণ, ফেব্রিক্স, টেক্সটাইল ডাইজ ও অক্সিলিয়ারিস,গার্মেন্ট সামগ্রী, সোফা কাভার, ইলেকট্রনিক্স সামগ্রী, প্লাস্টিক পণ্য, মেডিসিন বক্স, আই প্যাচ, ক্যামেরা ব্যাগ, কম্পিউটার ব্যাগ এবং চুলের সামগ্রী ইত্যাদি।

সরকারী ও বেসরকারী উদ্যোগে মেঘনা বিভাগে গড়ে উঠেছে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চন / শিল্প অঞ্চল। যেমনঃ আশুগঞ্জ ইকোমিক জোন (ব্রাহ্মণবাড়িয়া), ফেনী ইকোনমিক জোন (সোনাগাজী), চাদঁপুর ইকোনমিক জোন-১(মতলব উত্তর), চাদঁপুর ইকোনমিক জোন-২ (হাইমচর), নোয়াখালী ইকোনমিক জোন ( কোম্পানীগঞ্জ), কুমিল্লা ইকোনমিক জোন (মেঘনা উপজেলা) এবং এলিয়েন্স ইকোনমিক জোন (দাউদকান্দি)।

মেঘনা বিভাগে লঞ্চ শিল্পের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে, এই শিল্পের জন্য এই এলাকায় প্রচুর উপযোগী ভুমি সহ পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে। বর্তমানে মেঘনা বিভাগের দিকে শিল্প উদ্যোক্তাদের আগ্রহ বাড়ছে।

আইইএবি এর সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে শিল্প ঐতিহ্য / ক্রমাগতভাবে শিল্প সম্প্রসারণকে প্রাধান্য দিয়ে মেঘনা বিভাগের অধীনে বেশ কয়েকটি শিল্প ইউনিট গঠন করা হয়েছে। বিভিন্ন শিল্প ইউনিটের অধীনে বিভিন্ন উপ-শিল্প ইউনিট গঠিত হয়। শিল্প ইউনিটগুলি জেলা কাঠামোর সমতুল্য এবং উপ-শিল্প ইউনিটগুলি উপজেলা কাঠামোর সমতুল্য।

আইইএবি এর মেঘনা/ময়নামতি বিভাগের অধীনস্ত সাংগঠনিক কাঠামোগুলো নিন্মে বর্ণিত হলো। যেমনঃ ১। কুমিল্লা জেলা ২। কুমিল্লা মহানগর ৩। কুমিল্লা ইপিজেড – চৌদ্দগ্রাম শিল্প ইউনিট ৪। ফেনী জেলা ৫। নোয়াখালী জেলা ৬। লক্ষ্মীপুর জেলা ৭। চাদঁপুর জেলা ৮ । ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং ৯। আশুগঞ্জ শিল্প ইউনিট।

আইইএবি এর মেঘনা/ময়নামতি বিভাগের জেলা / মহানগর / শিল্প ইউনিটগুলোর এর অধীনস্ত সাংগঠনিক কাঠামোগুলো নিন্মে বর্ণিত হলো। যেমনঃ-

কুমিল্লা জেলা এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ-

১। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, ২। কুমিল্লা আদর্শ সদর উপজেলা ৩। বরুড়া উপজেলা ৪। চান্দিনা উপজেলা ৫। দাউদকান্দি উপজেলা ৬। ব্রাহ্মণপাড়া উপজেলা ৭। হোমনা উপজেলা ৮। মনোহরগঞ্জ উপজেলা ৯। লাকসাম উপজেলা ১০। দেবিদ্বার উপজেলা ১১। মেঘনা উপজেলা ১২। মুরাদনগর উপজেলা ১৩। নাঙ্গলকোট উপজেলা ১৪। বুড়িচং উপজেলা ১৫। তিতাস উপজেলা ১৬। লাকসাম পৌরসভা ১৭। দাউদকান্দি পৌরসভা ১৮। চান্দিনা পৌরসভা। ১৯। দেবিদার পৌরসভা ২০। নাঙ্গলকোর্ট পৌরসভা ২১। হোমনা পৌরসভা এবং ২২। বরুড়া পৌরসভা। । 

কুমিল্লা মহানগর এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ-

১। জোন-১, ২। জোন-২, ৩। জোন-৩, ৪। জোন-৪ এবং ৫। জোন-৫।

কুমিল্লা ইপিজেড-চৌদ্দগ্রাম শিল্প ইউনিট এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ-

১। কুমিল্লা ইপিজেড উপ-শিল্প ইউনিট, ২। চৌদ্দগ্রাম উপজেলা, এবং ৩। চৌদ্দগ্রাম পৌরসভা।

ফেনী জেলা এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ-

১। ফেনী সদর ২। ফেনী ৩। দাগনভূঁইয়া উপজেলা ৪। দাগনভূঁইয়া পৌরসভা ৫। ছাগলনাইয়া উপজেলা ৬। ছাগলনাইয়া পৌরসভা ৭। পোরশুরাম ৮। পোরশুরাম পৌরসভা ৯। ফুলগাজী উপজেলা ১০। ফুলগাজী পৌরসভা ১১। সোনাগাজী উপজেলা এবং ১২। সোনাগাজী পৌরসভা।

নোয়াখালী জেলা এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ-

১। নোয়াখালী সদর উপজেলা ২। বেগমগঞ্জ উপজেলা ৩। সেনবাগ উপজেলা ৪। কোম্পানীগঞ্জ উপজেলা ৫। চাটখিল উপজেলা ৬। সোনাইমুড়ী উপজেলা ৭। হাতিয়া উপজেলা ৮। সুবর্ণচর উপজেলা ৯। কবিরহাট উপজেলা ১০। নোয়াখালী পৌরসভা ১১। চৌমোহনী পৌরসভা ১২। বসুরহাট পৌরসভা ১৩। কবিরহাট পৌরসভা ১৪। চাটখিল পৌরসভা ১৫। সোনাইমুড়ী পৌরসভা ১৬। হাতিয়া পৌরসভা এবং ১৭। সেনবাগ পৌরসভা।

লক্ষ্মীপুর জেলা এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ-

১। লক্ষ্মীপুর (লক্ষ্মীপুর) সদর উপজেলা ২। রামগতি উপজেলা,৩। কমলনগর উপজেলা ৪। রায়পুর উপজেলা, ৫। রামগঞ্জ উপজেলা, ৬। লক্ষ্মীপুর পৌরসভা, ৭। রায়পুর পৌরসভা ৮। রামগঞ্জ পৌরসভা এবং ৯। রামগতি পৌরসভা।

চাদঁপুর জেলা এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ-

১। চাঁদপুর সদর উপজেলা, ২। হাজীগঞ্জ উপজেলা ৩। শাহরাস্তি উপজেলা ৪। হাইমচর উপজেলা ৫। ফরিদগঞ্জ উপজেলা ৬। কচুয়া উপজেলা ৭। মতলব উত্তর উপজেলা ৮। মতলব দক্ষিণ উপজেলা ৯। চাঁদপুর পৌরসভা এবং ১০। হাজীগঞ্জ পৌরসভা ১১। শাহরাস্তি পৌরসভা ১২। ফরিদগঞ্জ পৌরসভা ১৩। কচুয়া পৌরসভা ১৪। মতলব পৌরসভা ১৫। চেঙ্গারচর পৌরসভা এবং ১৬। নারায়ণপুর পৌরসভা।

ব্রাহ্মণবাড়িয়া জেলা এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ-

১। ব্রাহ্মণবাড়িয়া (বি.বাড়িয়া) সদর উপজেলা, ২। বিজয়নগর উপজেলা, ৩। আখাউড়া উপজেলা ৪। বাঞ্ছারামপুর উপজেলা, ৫। কসবা উপজেলা, ৬। নবীনগর উপজেলা, ৭। নাসিরনগর উপজেলা ৮। সরাইল উপজেলা ৯। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ১০। কসবা পৌরসভা ১১। নবীনগর পৌরসভা ১২। আখাওড়া পৌরসভা এবং ১৩। বাঞ্ছারামপুর পৌরসভা।

 

আশুগঞ্জ শিল্প ইউনিট এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ-

১। আশুগঞ্জ পৌরসভা, ২। আশুগঞ্জ উপ-শিল্প ইউনিট-১, ৩। আশুগঞ্জ উপ-শিল্প ইউনিট-২, ৪। আশুগঞ্জ উপ-শিল্প ইউনিট-৩ এবং ৫। আশুগঞ্জ উপ-শিল্প ইউনিট-৪।

 

Meghna Division, IEAB

The organizational activities of IEAB are being carried out all over Bangladesh through 04 (four) industrial divisions and 10 (ten) general divisions totaling 14 (fourteen) organizational divisions. Among the 10 (ten) General Organizational Divisions of IEAB, Meghna Division is one of the important General Organizational Divisions of IEAB.

14 (fourteen) organizational divisions of IEAB have 01 (one) members as incumbents from the National Presidium Council of IEAB. Accordingly, 01 (one) member from National Presidium Council for Meghna division is in charge. The Divisional Committee of Meghna Division has been/will be formed by the presidium members in charge of Meghna Division and councilors selected from 09 (Nine) organizational structures of Meghna Division. Among the Councilors there will be a Chief Councilor. The presidium member in charge of Meghna Division will play the role of President of Meghna Divisional Committee and Chief/Principal Councilor of Meghna Division will play the role of General Secretary of Meghna Divisional Committee. The number of members of the Divisional committee of Meghna division is 10 (ten). It is noted that 01 (one) member from the National Steering Committee of IEAB is/will be specially assigned to supervise and accelerate the organizational activities of Meghna Division. In the history of IEAB, Engr. Alamgir Ahmed is the first special responsible member for Megna Division from the National Steering Committee, IEAB.

Organizationally, Meghna Division is a very strong division. Engr. Md. Sabber Hossain is the first elected / nominated Presidium Member from Meghna Division and Engr. Md. Kamrul Hasan is the first elected / nominated Chief Councilor from Meghna Division. After Engr. Md. Kamrul Hasan retired due to personal reasons, Engr. Md. Sharifur Rahman was subsequently elected / nominated as the Chief Councilor. Engr. Md. Kamrul Hasan, Engr. Md. Sharifur Rahman, Engr. M I Nayem, Engr. Md. Shahin Alam, Engr. Md. Abu Toyaib Bhuiyan, Engr. Md. Zahid Hossain Reza, Engr. Sajit Mazumder and Engr. Muhammad Mohsin are the first elected / nominated Councilors from various structures of Megna Division in the history of IEAB. Note that, In the history of IEAB, the second and third district plenary / organized committees (Chadanpur district and Noakhali district), the first upazila plenary / organized committee (Shahrasthi upazila) and the upazila convener committee (Senbag upazila) were formed from this Meghna division.

Meghna Division is a division in the central-eastern region of Bangladesh. The headquarters of the Meghna Division is located in the city of Comilla. This division consists of Comilla, Noakhali, Feni, Brahmanbaria, Chandpur and Lakshmipur.

In 1989, there was a demand for the establishment of Comilla Division with six districts including Comilla, Chandpur and Brahmanbaria of Greater Comilla and Noakhali, Feni and Laxmipur of Greater Noakhali. On January 26, 2015, Prime Minister Sheikh Hasina directed the regular meeting of the cabinet to examine whether the Chittagong division can be divided into separate divisions with Comilla and Noakhali regions. Later in February 2017, it was announced to name the department “Mainamati” after the ancient ruins of Comilla region, Mainamati. However, protests were held in Comilla city against this naming. People of greater Comilla protested on the streets to name this division as Comilla. On the other hand, the people of Noakhali made a strong demand on the street to name this division as Noakhali. Later, Prime Minister Sheikh Hasina led the meeting of the National Implementation Committee on Administrative Reorganization (NICAR) announced that for the first time in Bangladesh, there are going to be two divisions named after two big rivers. One is Padma Division and the other is Meghna Division. There will be no division in the name of Comilla or Noakhali or in the name of any district or in the name of Mainamati. The division comprising Comilla, Noakhali, Feni, Brahmanbaria, Chandpur and Lakshmipur will be named Meghna. Meghna Division is the nearest division to the capital city of Bangladesh.

Comilla district is a district of Meghna division famous for Khadi cloth and Rasmalai. Comilla’s khadi industry, weaving industry, cottage industry, pottery and karu industry, rasmalai, sweetmeat, Shital patti of Mainamati etc. have maintained their individuality even today. Comilla, the cradle of education, art and culture, is rich in ancient traditions. The district belonged to the Samata township in ancient times and was later part of the Tripura state.

Chandpur district of Meghla division is known as the home of hilsa. Different districts of Bangladesh have different history and traditions and recognized products. As such Chandpur district is widely appreciated for the production of hilsa. That is why this district is called “Home of Hilsa”. Mother hilsa comes to the river around Chandpur during the breeding season. That is why Chandpur district is called the home of hilsa. Hilsa roam in brackish water, but come to freshwater estuaries to spawn. The Padma River in Chandpur has a large amount of plankton, which is the main food of mother hilsa. This plankton is not found in any other district. Because of the quality of water and food, the mother hilsa comes here to lay her eggs. That means this district is the home of hilsa fish. This is why Chandpur district is called the home of Hilsa.

Although Chandpur district is home to hilsa, hilsa production is low in this district because the mother hilsa comes to Chandpur when the eggs are hatched. But it is forbidden to catch hilsa when the mother hilsa lays eggs. On the other hand, at the end of the spawning season, when the hilsa catches start again, these hilsa move towards the coastal districts, due to which other coastal districts normally catch more hilsa than Chandpur district and less hilsa is caught in Chandpur. Although hilsa extraction in Chandpur is relatively less, the biggest market of hilsa in Bangladesh is located in this district. All hilsa harvested in Bhola, Barisal, Noakhali and other districts were first brought to Chandpur market. Hilsa fish is supplied to the entire country from Chandpur market. Almost half of the total hilsa produced in the country is sent from these markets across the country.

Place of interest: Shalban Buddhist Vihara is located in Kotbari of Comilla district, which is well known as one of the historical monuments of ancient civilization of Bangladesh. Mainamati Museum is an important place in Bangladesh as a museum of archaeological artifacts. Which is located at Salmanpur, 14 km away from Comilla. Mainamati Museum is known as one of the tourist attractions. Mainamati is a famous Buddhist archaeological site. Comilla’s Lalmai Mainamati Hill has traces of a rich ancient civilization. Here are Shalban Vihar, Kutila Mura, Chandramura, Rupban Mura, Itakhola Mura, Sater Ratnamura, Rani Bengalar Pahar, Anand Bazar Palace, Bhoj Rajder Palace, Chandimura etc. Commonwealth Cemetery or Moynamoti War Cemetery is located in Meghna Division. Where 737 soldiers of the Second World War are sleeping forever. Jahapur Zamidar Bari located in Muradnagar of Comilla district is still standing as a witness of history. Located in Kotbari, about 9 km from Comilla Sadar Upazila, Itakhola Mura is an ancient monument built in the seventh or eighth century. Here are Shalban Vihar, Kutila Mura, Chandramura, Rupban Mura, Itakhola Mura, Sater Ratnamura, Rani Bengalar Pahar, Anand Bazar Palace, Bhoj Rajder Palace, Chandimura etc.

A dinosaur park has been constructed on 12 acres of Lalmai hills at Jammura, Kotbari, Comilla district. Bangladesh Rural Development Academy is located in Meghna Division. Bangladesh Academy for Rural Development (BARD) is located in Kotbari, 10 kilometers west of Comilla district city. An archaeological site located in Kotbari, about 9 km from Comilla city, is called Rupban Mura. The beautiful Rani Mainamati Palace is located just 3 km from the Mainamati War Cemetery on the eastern side of the Comilla-Sylhet highway in Burichong Upazila of Comilla District. Ananda Bihara is the ancient archeological architecture of Bangladesh located in Mainamati, Kotbari, Comilla district headquarters. This archeological structure is the largest among the other structures of Mainamati. Virtual Theme Park Fun has been developed by private initiative in Dhulipara of Comilla district in 2016 with a new arrangement of entertainment.

Archaeological and sightseeing places in Noakhali district include; Kalyandi Zamindar House, Gandhi Ashram, Nijhum Island, Bajra Shahi Mosque, Bir Shrestha Shaheed Mohammad Ruhul Amin Library and Memorial Museum, Mahatma Gandhi Museum, Maizdi Court Building Dighi, Mangrove Forest, Swarna Dwip are notable. Muchapur Closure (Muchapura/Musapur Closure) built at the estuary of Bay of Bengal and Feni River in Muchapur Union of Companiganj Upazila of Noakhali District is known as Mini Cox’s Bazar. Md. Ruhul Amin, one of the seven martyrs who died in the Great War of Liberation in 1971, is located in Noakhali District of Meghna Division. Gandhi Ashram is located near Jayag Bazar of Sonamuri Upazila, 25 km from Maijdi Court of Noakhali District of Padma Division. Noakhali Dream World Park has been built in Dharmapur village of Noakhali district covering an area of about 25 acres. The historical mosque built in Bajra Union of Sonaimuri Upazila of Noakhali District is named Bajra Shahi Mosque. The design of the Bajra Shahi Masjid is modeled on the design of the Shahi Jama Masjid in Delhi. Nijhum Dwip is a small island in the Bay of Bengal located in Hatia Upazila of Noakhali. This island with an area of about 14,050 acres is a tourist spot in Noakhali district and Bangladesh.

Apart from Comilla and Noakhali districts, other districts under Meghna division include sightseeing places and antiquities: Meher Kalibari, Hazrat Shah Rasti and His Dargah, Hajiganj Historical Big Mosque, Meeting Place of Padma-Meghna, Sri Sri Jagannath Temple, Mansamura, Sahar Parer Dighi, Ujani Bakhtiar Khan Mosque, Nateshwar Roy’s Dighi, Karaitli Zamindar Bari, Sahapur Rajbari, Kashimpur Rajbari Chandpur District Popular places to visit, Dalal Bazar Zamindar Bari, Alexander Sea Beach, Tita Khan Jame Masjid, Kamankhola Zamindar Bari, Jinner Mosque, Khoa Sagar Dighi, Bhom Rajar Dighi, Assalam Jame Masjid, Altam Master Ghat, Kazirbagh Eco Park, Kalidah Barda Babu Zamindar Bari, Kaiara Dighi, Chand Ghazi Bhunar Mosque, Chowdhury Bagan Bari, Jagannath Kali Temple, Daganbhuiya Zamindar House, Pratappur Zamindar House, Banshpara Zamindar House, Vijay Singh Dighi, Bhasha Shaheed Salam Library and Memorial Museum, Muhuri Project, Rajajhir Dighi, Shamser Gazi Fort, Sharshadi Shahi Mosque, Shilua Mandir, Senerkhil Zamindar House, Kella Shahid Mazar, Arifile Mosque, Haripur Zamindar House, Grave of Bir Shresh Mustafa Kamal, Dharanti Haor, Abi Future Park, Medini Haor Area, Titus River Bridge, Srighar Math, Jayakumar Zamindar Bari etc.

Educational institutions: Noakhali University of Science and Technology, Comilla University, Britannia University, CCN University of Science and Technology, Bangladesh Army International University of Science and Technology, Feni University, Chandpur University of Science and Technology, Comilla Medical College, Mainamati Medical College, Chandpur Medical College, A total of 6 Government Polytechnic Institutes and 6 Technical Training Institutes including Comilla Victoria College, Noakhali Government College, Comilla Polytechnic Institute and many new and old reputed educational institutions are located in Meghna Division.

Meghna Division in Industry: Meghna Division is an industrially rich division. Each district of Mainamati division has one BSCIC industrial city. These industrial cities have round-the-clock gas, water, electricity supply system.

Ashuganj is an industrial zone in Brahmanbaria district. Ashuganj is an important industrial city, river port and commercial city of Bangladesh. Ashuganj has been playing one of the most important roles in the national economy. There are several notable establishments and industrial establishments of the country here. Apart from heavy industry, Ashuganj is widely known as one of the commercial cities of Bangladesh at home and abroad. Ashuganj was known as a big jute market during the British rule. At that time, Ashuganj was the jute buying center of the British, so Ashuganj was bustling with their footsteps. At that time Ashuganj jute was exported to the industrial city of Dundee in England. At present, Ashuganj is widely known for the business of paddy and rice. Besides, Lalpur’s shutki industry has taken a significant place in the business and commerce of the country. Ashuganj has more than 400 large and small chatal and auto rice mills.

The government has taken the initiative to set up an industrial zone in Ashuganj with about 328 acres of land in Sohagpur, Talshahr and Basutara Mauza of Sonarampur area of Ashuganj upazila on Dhaka-Sylhet highway. The Economic Zone Division of the Prime Minister’s Office is implementing this project. Ashuganj industrial area will have various foreign factories. Among them are various industrial factories including foreign garment industry, spinning mill, pharmaceutical, textile mill.

Comilla Export Processing Zone is located in Meghna Division. Also known as ‘Comilla EPZ’ in short. Comilla EPZ is a Special Economic Zone of Bangladesh, located in the old airport area of the eastern city of Comilla, Bangladesh. This Export Processing Zone was established in 2000 AD. Spread over an area of 267.46 acres, this EPZ is the 4th largest export processing zone in Bangladesh. Comilla EPZ Manufactures include: – Readymade Garments, Shoes, Yarns, Fabrics, Textile Dyes & Auxiliaries, Garments, Sofa Covers, Electronics, Plastic Products, Medicine Boxes, Eye patch, camera bag, computer bag and hair accessories etc.

Various economic zones / industrial zones have been developed in the Meghna division through government and private initiatives. For example: Ashuganj Economic Zone (Brahmanbaria), Feni Economic Zone(Shonagazi), Chadampur Economic Zone-1 (Matlab North), Chadampur Economic Zone-2 (Haimchar), Noakhali Economic Zone (Companiganj), Comilla Economic Zone (Meghna Upazila) and Aliens Economic Zone ( Daudkandi).

The Meghna Division has a suitable environment for the launch industry, with adequate facilities for this industry with plenty of suitable land in the area. At present, the interest of industrial entrepreneurs towards Meghna division is increasing.

A number of industrial units have been formed under Meghna Division with emphasis on industrial heritage / continuously industrial expansion to conduct the organizational activities of IEAB smoothly. Various sub-industrial units are formed under different industrial units. Industrial units are equivalent to district structure and sub-industrial units are equivalent to upazila structure.

The organizational structures under Meghna Division of IEAB are described below. For example: – 1. Cumilla District 2. Cumilla Metropolitan 3. Cumilla EPZ – Chauddagram Industrial Unit 4. Feni District 5. Noakhali District 6. Lakshmipur District 7. Chadpur District 8. Brahmanbaria District and 9. Ashuganj Industrial Unit.

The subordinate organizational structures of District / Metropolitan / Industrial Units of Meghna Division of IEAB are described below. For example: –

 

The organizational structure of IEAB under Cumilla District includes: –

  1. Cumilla Sadar South Upazila, 2. Comilla Adarsa Sadar Upazila 3. Barura Upazila 4. Chandina Upazila 5. Daudkandi Upazila 6. Brahmanpara Upazila 7. Homna Upazila 8. Monohorgonj Upazila 9. Laksam Upazila 10. Debidwar Upazila 11. Meghna Upazila 12. Muradnagar Upazila 13. Nangalkot Upazila 14. Burichong Upazila 15. Titas Upazila 16. Laksham Municipality 17. Daudkandi Municipality 18. Chandina Municipality 19. Debidar Municipality 20. Nangalcort Municipality 21. Homna Municipality and 22. Barora Municipality.

The organizational structure of IEAB under Cumilla Metropolitan includes: –

  1. Zone-1, 2. Zone-2, 3. Zone-3, 4. Zone-4 and 5. Zone-5.

 

The organizational structure of IEAB under Cumilla EPZ-Chauddagram Industrial Unit includes: –

  1. Cumilla EPZ Sub-industrial Unit, 2. Chauddagram Upazila, and 3. Chauddagram Municipality

The organizational structure of IEAB under Feni District includes: –

  1. Feni Sadar 2. Feni Municipality 3. Daganbhuiyan Upazila 4. Daganbhuiyan Municipality 5. Chhagalnaiya Upazila 6. Chhagalnaiya Municipality 7. Porshuram Upazila 8. Porshuram Municipality 9. Fulgazi Upazila 10.       Fulgazi Municipality 11. Sonagazi Upazila and 12. Sonagazi Municipality.

The organizational structure of IEAB under Noakhali District includes: –

  1. Noakhali Sadar Upazila 2. Begumganj Upazila 3. Senbag Upazila 4. Companiganj Upazila 5. Chatkhil Upazila 6. Sonaimuri Upazila 7. Hatiya Upazila 8. Subarnachar Upazila 9. Kabirhat Upazila 10. Noakhali Municipality 11. Chowmohani Municipality 12. Bashurhat Municipality 13. Kabirhat Municipality 14.         Chatkhil Municipality 15. Sonaimuri Municipality 16. Hatia municipality and 17. Senbagh Municipality.

 

The organizational structure of IEAB under Lakshmipur District includes: –

  1. Lakshmipur (Laxmipur) Sadar Upazila 2. Ramgati Upazila ,3. Komolnagar Upazila 4. Raipur Upazila, 5. Ramganj Upazila, 6. Lakshmipur Municipality, 7. Raipur Municipality 8. Ramganj Municipality and 9. Ramgati Municipality.

The organizational structure of IEAB under Chadpur District includes: –

  1. Chandpur Sadar Upazila, 2. Haziganj Upazila 3. Shahrasti Upazila 4. Haimchar Upazila 5. Faridganj Upazila 6. Kachua Upazila 7. Matlab Uttar Upazila 8. Matlab Dakkhin Upazila 9. Chandpur Municipality 10. Haziganj Municipality 11. Shahrasti Municipalit 12. Faridganj Municipality 13. Kachua Municipality 14. Matlab Municipality 15. Chengarchar Municipality and 16. Narayanpur Municipality.

The organizational structure of IEAB under Brahmanbaria District includes: –

  1. Brahmanbaria(B.Baria) Sadar Upazila, 2. Bijoynagar Upazila, 3. Akhaura Upazila 4. Bancharampur Upazila, 5. Kasba Upazila, 6. Nabinagar Upazila, 7. Nasirnagar Upazila 8. Sarail Upazila 9. Brahmanbaria Municipality, 10. Kasba Municipality 11. Nabinagar Municipality 12. Akhaora Municipality and 13. Bancharampur Municipality.

The organizational structure of IEAB under Ashuganj Industrial Unit includes: –

  1. Ashuganj Municipality, 2. Ashuganj Sub-Industrial Unit-1, 3. Ashuganj Sub-Industrial Unit-2, 4. Ashuganj Sub-Industrial Unit-3 and 5. Ashuganj Sub-Industrial Unit-4.