Industrial Engineers Association Of Bangladesh (IEAB)

 

চট্টগ্রাম বিভাগ, আইইএবি

০৪ (চার) টি শিল্প বিভাগ এবং ১০ (দশ) টি সাধারণ বিভাগ মোট ১৪ (চৌদ্দ) টি সাংগঠনিক বিভাগের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ব্যাপী আইইএবি এর সাংগঠনিক কার্যক্রম পরিব্যাপ্ত / পরিচালিত হচ্ছে। আইইএবি এর ১০ (দশ) টি সাধারণ সাংগঠনিক বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগ আইইএবি এর অন্যতম ০১ (এক) টি সাধারণ সাংগঠনিক বিভাগ।

আইইএবি এর ১৪ ( চৌদ্দ) টি সাংগঠনিক বিভাগে আইইএবি এর জাতীয় প্রেসিডিয়াম কাউন্সিল থেকে ০১ ( এক ) জন করে সদস্য দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছেন। সেই মোতাবেক, চট্টগ্রাম বিভাগের জন্য জাতীয় প্রেসিডিয়াম কাউন্সিল থেকে ০১ ( এক ) জন সদস্য দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছেন। চট্টগ্রাম  বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য এবং চট্টগ্রাম বিভাগের ১০ (দশ) টি সাংগঠনিক কাঠামো থেকে নির্বাচিত কাউন্সিলরগণের সমন্বয়ে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিটি (Divisional Committee) গঠিত হয়েছে / হবে। কাউন্সিলরদের মধ্যে একজন চীফ কাউন্সিলর থাকবে। চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতির ভুমিকা পালন করবেন এবং চট্টগ্রাম বিভাগের চীফ / প্রধান কাউন্সিলর চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদকের ভুমিকা পালন করবেন। চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিটির সদস্য সংখ্যা ১১ (এগার) জন। উল্লেখ্য যে, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক কার্যক্রম বিশেষ তদারকি ও ত্বরান্বিত করতে আইইএবি এর জাতীয় স্টিয়ারিং কমিটি থেকে ০১ ( এক) জন সদস্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত হিসেবে আছেন / থাকবেন। আইইএবি এর ইতিহাসে জাতীয় স্টিয়ারিং কমিটি থেকে চট্টগ্রাম বিভাগের জন্য প্রথম বিশেষ দায়িত্বপ্রাপ্ত সদস্য হলেন প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার।

আইইএবি এর চট্টগ্রাম বিভাগ সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী একটা বিভাগ। প্রকৌঃ মোঃ সায়েদুর রহমান রিয়াদ চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত / মনোনীত প্রথম প্রেসিডিয়াম মেম্বার এবং প্রকৌঃ সজিব নন্দী চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত / মনোনীত প্রথম চীফ কাউন্সিলর। প্রকৌঃ সজিব নন্দী, প্রকৌঃ মোঃ রনি তাজ, প্রকৌঃ মোঃ নাহিদুল হাসান, প্রকৌঃ মোঃ সৈয়দ আবু জাহিন মোরসালিন, প্রকৌঃ মোঃ নাছির উদ্দিন হাজারী, প্রকৌঃ মোঃ রবিউল ইসলাম, প্রকৌঃমোঃ আরফাদুল ইসলাম, প্রকৌঃ অভিষেক বড়ুয়া, প্রকৌঃ আসাদুজ্জামান নূর এবং কৌঃ মোহাম্মদ হানিফ হলো আইইএবি এর ইতিহাসে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন কাঠামো থেকে প্রথম নির্বাচিত/মনোনীত কাউন্সিলর। উল্রেখ্য যে, আইইএবি এর ইতিহাসে দ্বিতীয় জেলা / শিল্প ইউনিট আহবায়ক কমিটি গঠিত হয়েছিলো এই চট্টগ্রাম বিভাগে।  বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর এর প্রধান অতিথির আসন অলংকারের মাধ্যমে আইইএবি এর ইতিহাসে প্রথম ঈদ পুনর্মিলনী  অনুষ্ঠিত হয়েছিলো এই চট্টগ্রাম বিভাগে। কেন্দ্রীয় আয়োজনের বাহিরে গিয়ে আইইএবি এর কোন সাংগঠনিক বিভাগ থেকে আইইএবি এর ইতিহাসে ২০২১ইং সালে আইইএবি এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী কক্সবাজারের সমূদ্র সৈকতে উৎযাপন করে এই চট্টগ্রাম বিভাগে।

চট্টগ্রাম (ঐতিহাসিক নাম: পোর্টো গ্র্যান্ডে এবং ইসলামাবাদ) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। বন্দরনগরী নামে পরিচিত এই শহরটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত, পাহাড়, সমুদ্র ও উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসেবে বিখ্যাত। ঢাকার পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর চট্টগ্রাম। দেশের বৃহত্তম বন্দর ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। শহরটি পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মধ্যে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের অর্থনীতিতে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চট্টগ্রাম বন্দর, বিশ্বের প্রাচীনতম বন্দরগুলির মধ্যে একটি, যার উপকূলরেখা টলেমির বিশ্ব মানচিত্রে প্রদর্শিত হয়েছে, এটি দেশের প্রধান সমুদ্র প্রবেশদ্বার। বন্দরটি বঙ্গোপসাগরের সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক সমুদ্রবন্দর এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় ব্যস্ততম বন্দর।

শিক্ষা প্রতিষ্ঠানঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সস বিশ্ববিদ্যালয়, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ মেরিন ফিশারীজ একাডেমী,  বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সাউদার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ; চট্টগ্রাম ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল,  চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, কাপ্তাই পলিটেকনিক ইনস্টিটিউট, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট সহ অনেক নতুন ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিভাগে অবস্থিত।

 

আগ্রহের জায়গাঃ পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের একটি সমুদ্র সৈকত, যা বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দক্ষিণে কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাংলাদেশ নৌ ঘাঁটি বিএনএস ঈসা খান পতেঙ্গার কাছাকাছি অবস্থিত। এছাড়া চট্টগ্রাম বন্দরের অনেক জেটি এখানে অবস্থিত। এছাড়া বাংলাদেশ নেভাল একাডেমি এখানে অবস্থিত।

ফয়েজ লেক বা ফয়েজ লেক চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। এটি 1924 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন করা হয়েছিল এবং তখন এটি পাহাড়তলী লেক নামে পরিচিত ছিল। পরে ইংরেজ রেলওয়ে প্রকৌশলী ফয়ের নামে ফয়’স লেকের নামকরণ করা হয়

বোটানিক্যাল গার্ডেন এবং ইকো-পার্ক (সীতাকুণ্ড) বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। পার্কটি জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণী অভয়ারণ্য এবং পর্যটকদের বিনোদনের জন্য বন বিভাগের একটি প্রচেষ্টা, যেখানে বিরল প্রজাতির গাছপালা, হাজার হাজার চোখ ধাঁধানো ফুল রয়েছে। গাছপালা, কৃত্রিম হ্রদ এবং জীববৈচিত্র্যের বিভিন্ন প্রজাতি। ঝিরিপথে সুপ্তধারা এবং সহস্রাধারা ঝর্ণা, পিকনিক স্পট, বিশ্রাম শিবির সহ বেশ কয়েকটি ছোট এবং বড় ঝরনা রয়েছে। হিমালয়ের পূর্ব অংশ চন্দ্রনাথ পাহাড় হিমালয় থেকে বিচ্ছিন্ন। এই পর্বত হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ফেনী নদী পেরিয়ে চট্টগ্রামে মিলিত হয়েছে। এই পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে সীতাকুণ্ড ইকো পার্ক

বাঁশখালী ইকোপার্ক বাঁশখালী ইকোপার্ক 2003 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি জলদী অভয়ারণ্য রেঞ্জের জলদি ব্লকে অবস্থিত। বাংলাদেশ সরকার জীববৈচিত্র্য, বন্যপ্রাণীর আবাসস্থল উন্নয়ন, শিক্ষা, গবেষণা, ইকো-ট্যুরিজম এবং বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাঁশখালী ইকোপার্কটি নির্মাণ করেছে। বন এলাকায়।

মহামায়া হ্রদ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ। এর আয়তন প্রায় ১১ বর্গ কিলোমিটার। খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত। মিরসরাই উপজেলায় অবস্থিত অন্যান্য জলপ্রপাত যেমন কমলদহ ঝর্ণা, নাপিত্তাছড়া ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা, ঝাড়ঝাড়ী ঝর্ণা ইত্যাদির তুলনায় এটি মনোমুগ্ধকর।

কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মাছ ধরার বন্দর এবং বাংলাদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র। নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত কক্সবাজার। এটি বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুকাময় সৈকত রয়েছে, যার দৈর্ঘ্য ১২২ কিমি। সারা বছর বিশ্বের বিভিন্ন দেশ শেকে হাজার হাজার পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমনের আসে।

চট্টগ্রাম বিভাগ পর্যটন শিল্পের সুবর্ণভূমি। চট্টগ্রাম জেলা ও কক্সবাজার জেলা ছাড়াও চট্টগ্রামের তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পর্যটনের জন্য দেশ ও বিদেশে বিখ্যাত। সাজেক, রাঙ্গামাটির ঝুলন্ত সেতু এর মধ্যে উল্লৈখ্যযোগ্য।

শিল্প ক্ষেত্রে চট্টগ্রামঃ চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। ভারী শিল্পের জন্য চট্টগ্রাম বিভাগ বিখ্যাত। বিভিন্ন গ্রুপ অব কোম্পানীর / মাল্টি-ন্যাশন্যাল কোম্পানীর ভারী শিল্প প্রতিষ্ঠান চট্টগ্রামে অবস্থিত। চট্টগ্রামে তিনটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রয়েছে এবং তিনটি EPZ-এর মধ্যে একটি হল চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (CEPZ) এবং কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (KEPZ) যাহা পতেঙ্গা থানায় অবস্থিত এবং কোরিয়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (KEPZ) যাহা দক্ষিণ চট্টগ্রামে অবস্থিত। এই তিনটি ইপিজেড বাংলাদেশের রপ্তানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

চট্টগ্রামের মিরসরাই উপজেলাকে ইতিমধ্যেই বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে যেখানে ইতিমধ্যেই গড়ে উঠেছে ২০০টির বেশি দেশি-বিদেশি কোম্পানির কারখানা / শিল্প -প্রতিষ্ঠান এবং চট্টগ্রামের মিরসরাইয়ে নবম ইপিজেড স্থাপনের কাজ শুরু হয়েছে। এছাড়াও মীরসরাই, ফেনী ও সীতাকুন্ডের একটি কমন এরিয়াতে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান শিল্পনগর গড়ার জন্য সরকার মহাপরিকল্পনা গ্রহন করেছে। বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান শিল্পনগর হবে বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল / শিল্প অঞ্চল। একই সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে বাংলাদেশ সরকার অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছে এবং সেখানে অনেক দেশি-বিদেশি কোম্পানি গড়ে উঠেছে। আনোয়ারার অর্থনৈতিক অঞ্চলগুলো হলোঃ আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল ( চাইনীজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন) এবং আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল-২। কক্সবাজার জেলাকে পর্যটনের পাশাপাশি শিল্প ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কয়েকটি অর্থনৈতিক অঞ্চন গঠন করা হয়েছে। যেমনঃ  সাবরাং পর্যটন পার্ক, নাফ পর্যটন পার্ক, জালিয়ার দ্বীপ ইকোনমিক জোন, টেকনাফ;  কক্সবাজার স্পেশাল ইকোনমিক জোন, মশেষখালী, কক্সবাজার; মশেষখালী ইকোনমিক জোন-১, কক্সবাজার সদর; মহেষখালী ইকোনমিক জোন -২, কালারমারছড়া, কক্সবাজার; মহেষখালী ইকোনমিক জোন -৩, ধলঘাটা, কক্সবাজার; মহেষখালী স্পেশাল ইকোনমিক জোন; মহেষখালী, কক্সবাজার; মহেষখালী স্পেশাল ইকোনমিক জোন; ঘটিভাঙ্গা-সোনাদিয়া, কক্সবাজার এবং মহেষখালী ইকোনমিক জোন, কালারমারছড়া, কক্সবাজার ।  এছাড়াও চট্টগ্রামের পটিয়ায় প্রতিষ্ঠিত হচ্ছে পটিয়া ইকোনমিক জোন, চট্টগ্রামের সন্দ্বীপে প্রতিষ্ঠিত হচ্ছে সন্দ্বীপ ইকোনমিক জোন, চট্টগ্রামের সীতাকুন্ডে প্রতিষ্ঠিত হচ্ছে সীতাকুন্ড ইকোনমিক জোন এবং পার্বত্য চট্টগ্রামের খাগরাছড়িতে প্রতিষ্ঠিত হয়েছে “ আলুটিলা স্পেশাল ট্যুরিজম জোন”। বেসরকারী উদ্যোগে চট্টগ্রামের চন্দনাইশ প্রতিষ্ঠিত হয়েছে “ কাজী ফার্মস ইকোনমিক জোন লিমিটেড” এবং চট্টগ্রামের আনোয়ারায়  প্রতিষ্ঠিত হয়েছে “ কর্ণফুলী ড্রাই ডাক স্পেশাল ইকোনমিক জোন”। সর্বোপরি, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে।

শিল্প বানিজ্য / শিল্প ঐতিহ্য/ শিল্প ঘনত্ব কে প্রাধান্য দিয়ে চট্টগ্রাম বিভাগের অধীনে কয়েকটি শিল্প ইউনিট গঠন করা হয়েছে। বিভিন্ন শিল্প ইউনিটের অধীনে বিভিন্ন উপ-শিল্প ইউনিট গঠন করা হয়েছে। শিল্প ইউনিট গুলো জেলা কাঠামোর সমমান এবং উপ-শিল্প ইউনিটগুলো উপজেলা কাঠামোর সমমান।

আইইএবি এর চট্টগ্রাম বিভাগের অধীনস্ত সাংগঠনিক কাঠামোগুলো নিন্মে বর্ণিত হলো যেমনঃ ১। চট্টগ্রাম জেলা ২। চট্টগ্রাম মহানগর ৩। মীরসরাই-সীতাকুণ্ড শিল্প ইউনিট ৪। কালুরঘাট-বায়েজিদ শিল্প ইউনিট ৫। সিইপিজেড-পতেঙ্গা শিল্প ইউনিট ৬। কেইপিজেড – আনোয়ারা শিল্প ইউনিট ৭। কক্সবাজার জেলা ৮। রাঙ্গামাটি জেলা ৯। বান্দরবান জেলা এবং ১০। খাগড়াছড়ি জেলা।

আইইএবি এর চট্টগ্রাম বিভাগের জেলা / মহানগর / শিল্প ইউনিটগুলোর এর অধীনস্ত সাংগঠনিক কাঠামোগুলো নিন্মে বর্ণিত হলো। যেমনঃ-

চট্টগ্রাম জেলা এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ

১। রাঙ্গুনিয়া উপজেলা ২। রাঙ্গুনিয়া পৌরসভা ৩। পটিয়া উপজেলা ৪। পটিয়া পৌরসভা ৫। রাউজান উপজেলা ৬। রাউজান পৌরসভা ৭। সন্দ্বীপ উপজেলা ৮। সন্দ্বীপ পৌরসভা ৯। সাতকানিয়া উপজেলা ১০। সাতকানিয়া পৌরসভা ১১। বাঁশখালী উপজেলা ১২। বাঁশখালী পৌরসভা ১৩। বোয়ালখালী উপজেলা ১৪। বোয়ালখালী পৌরসভা ১৫। চন্দনাইশ উপজেলা ১৬। চন্দনাইশ পৌরসভা ১৭। দোহাজারী পৌরসভা ১৮। ফটিকছড়ি উপজেলা ১৯। ফটিকছড়ি পৌরসভা ২০। নাজিরহাট পৌরসভা ২১। হাটহাজারী উপজেলা ২২। হাটহাজারী পৌরসভা ২৩। লোহাগাড়া উপজেলা এবং ২৪।বারইয়ারহাট পৌরসভা।

চট্টগ্রাম মহানগর এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ

১। জোন-১ (কোতোয়ালি থানা + পাঁচলাইশ থানা + কর্ণফুলি থানা), ২। জোন-২ (চান্দগাঁও থানা + বাকলিয়া থানা) ৩। জোন-৩ (বন্দর থানা + ডবলমুরিং থানা + হালিশহর থানা) এবং ৪। জোন-৪ ( খুলশী থানা + পাহাড়তলী থানা)।

মীরসরাই-সীতাকুণ্ড শিল্প ইউনিট এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ-

১। মিসরাই উপজেলা ২। মিরসরাই পৌরসভা ৩। বড়ইয়ারহাট পৌরসভা ৪। সীতাকুন্ড উপজেলা এবং ৫। সীতাকুন্ড পৌরসভা।।

কালুরঘাট-বায়েজিদ শিল্প ইউনিট এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ-

১। কালুরঘাট উপ-শিল্প ইউনিট, এবং ২। বায়েজিদ বোস্তামী থানা।।

সিইপিজেড-পতেঙ্গা শিল্প ইউনিট এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ-

১। CEPZ উপ-শিল্প ইউনিট, এবং ২। পতেঙ্গা থানা উপ-শিল্প ইউনিট।

কেইপিজেড-আনোয়ারা শিল্প ইউনিট এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ-

১। কেইপিজেড উপ-শিল্প ইউনিট এবং ২। আনোয়ারা উপজেলা।

কক্সবাজার জেলা এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ

১। কক্সবাজার সদর উপজেলা, ২। কক্সবাজার পৌরসভা ৩। টেকনাফ উপজেলা ৪। টেকনাফ পৌরসভা ৫। চকরিয়া উপজেলা ৬। চকরিয়া পৌরসভা ৭। মহেশখালী উপজেলা ৮। মহেশখালী পৌরসভা ৯। পেকুয়া উপজেলা ১০। কুতুবদিয়া উপজেলা ১১। কুতুবদিয়া উপজেলা ১২। উখিয়া পৌরসভা এবং ১৩। রামু উপজেলা।

 

রাঙ্গামাটি জেলা এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ

১। রাঙ্গামাটি সদর উপজেলা ২। রাঙ্গামাটি পৌরসভা ৩। কাপ্তাই উপজেলা ৪। কাউখালী উপজেলা ৫। নানেরচর উপজেলা ৬। বাঘাইছড়ি উপজেলা ৭। বাঘাইছড়ি পৌরসভা ৮। জুরাইছড়ি উপজেলা ৯। রাজস্থলী উপজেলা ১০। বেলাইছড়ি উপজেলা ১১। বরকল উপজেলা এবং ১২। লংগাদু উপজেলা।

 

বান্দরবান জেলা এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ

১। বান্দরবান সদর উপজেলা ২। বান্দরবান পৌরসভা ৩। লামা উপজেলা ৪। লামা পৌরসভা ৫। থানচি উপজেলা ৬। আলীকদম উপজেলা ৭। রুমা উপজেলা ৮। নাইক্ষংছড়ি উপজেলা এবং ৯। রোয়াংছড়ি উপজেলা।

 

খাগড়াছড়ি জেলা এর অধীনস্ত আইএবি এর সাংগঠনিক কাঠামো সমুহঃ

১। খাগড়াছড়ি সদর উপজেলা, ২। খাগড়াছড়ি পৌরসভা ৩। পানছড়ি উপজেলা ৪। পানছড়ি পৌরসভা ৫। দীঘিনালা উপজেলা ৬। দীঘিনালা পৌরসভা ৭। মানিকছড়ি উপজেলা ৮। লক্ষ্মীছড়ি উপজেলা ০৯। রামগড় উপজেলা ১০। রামগড় পৌরসভা ১১। মাহালছড়ি উপজেলা ১২। মাটিরাঙ্গা উপজেলা ১৩। মাটিরাঙ্গা পৌরসভা ১৪। গুইমারা উপজেলা এবং ১৬। গুইমারা পৌরসভা।

 

Chattogram Division

The organizational activities of IEAB are being carried out all over Bangladesh through 04 (four) industrial divisions and 10 (ten) general divisions totaling 14 (fourteen) organizational divisions. Among the 10 (ten) General Organizational Divisions of IEAB, Chattogram Division is one of the important General Organizational Divisions of IEAB.

14 (fourteen) organizational divisions of IEAB have 01 (one) members as incumbents from the National Presidium Council of IEAB. Accordingly, 01 (one) member from National Presidium Council for Chattogram division is in charge. The Divisional Committee of Chattogram Division has been/will be formed by the presidium members in charge of Chattogram Division and councilors selected from 10 (ten) organizational structures of Chattogram Division. Among the Councilors there will be a Chief Councilor. The presidium member in charge of Chattogram Division will play the role of President of Chattogram Divisional Committee and Chief/Principal Councilor of Chattogram Division will play the role of General Secretary of Chattogram Divisional Committee. The number of members of the Divisional committee of Chattogram division is 11 (Eleven). It is noted that 01 (one) member from the National Steering Committee of IEAB is specially assigned to supervise and accelerate the organizational activities of Chattogram Division. In the history of IEAB, Engr. Jahangir Alam Tushar is the first special responsible member for Chittagong Division from the National Steering Committee, IEAB.

Chittagong division of IEAB is a very strong division organizationally. Engr. Md. Shahadur Rahman Riyad is the first elected/nominated Presidium Member from Chittagong Division and Engr. Sajib Nandi is the first elected/nominated Chief Councilor from Chittagong Division. Engr. Sajib Nandy, Engr. Md. Rony Taj, Engr. Md. Nahidul Hasan, Engr. Md. Syed Abu Jahin Morsalin, Engr. Md. Nasir Uddin Hajari, Engr. Md. Rabiul Hasan, Engr. Md. Arfadul Islam, Engr. Abhishek Barua, Engr. Asaduzzaman Noor and Engr. Mohammad Hanif are the first elected / nominated Councilors from various structures of Chittagong Division in the history of IEAB. Note that, In the history of IEAB, the second District / Industrial Unit Convener Committee was formed in this Chittagong division. The first Eid Reunion in the history of IEAB was held in this Chittagong division through decorating the seat of the chief guest of a vice chancellor of the university. Going outside the central arrangement from any organizational division of IEAB in the history of IEAB in the year 2021, the first founding anniversary of IEAB was celebrated on the sea beach of Cox’s Bazar in this Chittagong division.

Chittagong (historical names: Porto Grande and Islamabad) is the second largest city in Bangladesh. Known as Bandarnagari, this city is located in the Chittagong district of the southeastern part of Bangladesh. Known as the commercial capital of Bangladesh, Chittagong city surrounded by mountains, sea and valleys is famous as the queen of the east for its natural beauty. Chittagong is the most important city of Bangladesh after Dhaka. Apart from the largest port of the country, there are various business establishments here. The city is located on the banks of the Karnaphuli River between the Chittagong Hill Tracts and the Bay of Bengal. Chittagong plays an important role in the economy of Bangladesh. Chittagong Port, one of the oldest ports in the world, whose coastline appears on Ptolemy’s world map, is the country’s main sea gateway. The port is the busiest international seaport in the Bay of Bengal and the third busiest port in South Asia.

Educational institutions: Rangamati University of Science and Technology, International Islamic University, Chittagong, University of Science and Technology Chittagong, East Delta University, Asian University for Women, Chittagong Independent University, Chittagong University of Engineering and Technology (CHUTE), Chittagong University of Veterinary and Animal Sciences, Port City International University, Bangladesh Marine Fisheries Academy, BGC Trust University Bangladesh, Southern University, Bangladesh; Chittagong Institute of Medical Technology, Chittagong Mother and Child Hospital Medical College, Chittagong Medical College Hospital, Chittagong College, Chittagong Government Women’s College, Chittagong Polytechnic Institute, Kaptai Polytechnic Institute, Cox’s Bazar Polytechnic Institute are located in Chittagong division.

 

Places of interest: Patenga is a beach in the city of Chittagong, Bangladesh, located at the mouth of the Karnaphuli River, about 14 km south of the port city of Chittagong. Patenga is a popular tourist center of Chittagong city. Patenga Beach is a popular beach in Bangladesh. Shah Amanat International Airport and Bangladesh Naval Base BNS Isa Khan Patenga are located nearby. Besides, many jetties of Chittagong port are located here. Besides, Bangladesh Naval Academy is located here.

 

Faiz Lake or Faiz Lake is an artificial lake located in the hilly area of Chittagong. It was excavated in 1924 under the supervision of the Assam Bengal Railway Authority and was then known as Pahartali Lake. Later, Foy’s Lake was named after the English railway engineer Foy

Botanical Garden and Eco-Park (Sitakunda) is located in Sitakunda Upazila of Chittagong in Bangladesh.The Park is an effort of the forest department to conserve biodiversity and wildlife sanctuary and tourist entertainment, with rare species of plants, thousands of eye-catching flowering plants, artificial lakes and various species of biodiversity. There are several small and big springs in Jhiripath including Suptadhara and Sahasradhara springs, picnic spots, rest camps.The eastern part of the Himalayas separated from the Chandranath Pahar Himalayas. This mountain runs south and southeast of the Himalayas through the Indian states of Assam and Tripura, crossing the Feni River and joining Chittagong. Sitakunda Eco Park has been built at the foot of this hill

Banskhali Ecopark Banskhali Ecopark was established in 2003. It is located in Jaldi Block of Jaldi Sanctuary Range.The government of Bangladesh built the Banshkhali Ecopark with the aim of creating opportunities for biodiversity, wildlife habitat development, education, research, eco-tourism and entertainment in the forest area.

Mahamaya Lake is the second largest artificial lake in Bangladesh. Its area is about 11 square kilometers. Khayachra Jharna is a waterfall located in the hills of Mirsarai, Chittagong, Bangladesh. It is charmingable compared to other waterfalls located in Mirsarai Upazila such as Kamaldah Jharna, Napittachhara Jharna, Sahasradhara Jharna, Jharjhari Jharna etc.

Cox’s Bazar is a city, fishing port and famous tourist center in Bangladesh located in the southeastern region of Bangladesh. Cox’s Bazar is famous for its scenic beauty. It has the longest continuous natural sandy beach in the world, which length is 122 km. Thousands of tourists from different countries of the world visit Cox’s Bazar beach every year.

Chittagong division is the golden land of tourism industry. Apart from Chittagong district and Cox’s Bazar district, the three hill districts of Chittagong Rangamati, Bandarban and Khagrachari are famous for tourism at home and abroad. Sajek, Rangamati suspension bridge is notable among them.

Chittagong in the field of industry: Chittagong is the commercial capital of Bangladesh. Chittagong division is famous for heavy industries. Heavy industrial establishments of various groups of companies / multi-national companies are located in Chittagong. There are three export processing zones and one of the three EPZs is Chittagong Export Processing Zone (CEPZ) and Karnaphuli Export Processing Zone (KEPZ) located in Patenga Thana and Korea Export Processing Zone (KEPZ) located in South Chittagong. These three EPZs have been playing a very important role in Bangladesh’s exports.

Mirsarai Upazila of Chittagong has already has been declared the largest economic zone of Bangladesh where more than 200 Local and foreign company factories have already has been established and Construction of 9th EPZ has started at Mirsrai, Chittagong. Also, the government has adopted a master plan to build Bangabandhu Sheikh Mujibur Rahman Industrial City in a common area of Mirsarai, Feni and Sitakunda. Bangabandhu Sheikh Mujibur Rahman Shilpanagar will be the largest economic zone / industrial zone in Bangladesh. At the same time, Anwara Upazila in South Chittagong has been declared as an economic zone by the Bangladesh government and many local and foreign companies have been established there. The Economic Zones of Anwara are: Anwara Economic Zone (Chinese Economic and Industrial Zone) and Anwara Economic Zone-2. Several economic zones have been formed to enrich Cox’s Bazar district industrially and economically in addition to tourism. Such as: Sabrang Tourism Park, Naf Tourism Park, Jaliar Island Economic Zone, Teknaf; Cox’s Bazar Special Economic Zone, Mashekhali, Cox’s Bazar; Mashekhali Economic Zone-1, Cox’s Bazar Sadar; Maheshkhali Economic Zone-2, Kalamarchara, Cox’s Bazar; Maheshkhali Economic Zone-3, Dhalghata, Cox’s Bazar; Maheshkhali Special Economic Zone; Maheshkhali, Cox’s Bazar; Maheshkhali Special Economic Zone; Ghativhanga-Sonadia, Cox’s Bazar and Maheshkhali Economic Zone, Kalamarchhara, Cox’s Bazar. Also, Patia Economic Zone is being established in Patia, Chittagong, Sandwip Economic Zone is being established in Sandwip, Chittagong, Sitakund Economic Zone is being established in Sitakunda, Chittagong and “Alutila Special Tourism Zone” is being established in Khagrachhari, Chittagong Hill Tracts. “Kazi Farms Economic Zone Limited” has been established in Chandanish, Chittagong and “Karnaphuli Dry Duck Special Economic Zone” has been established in Anwara, Chittagong. After all, as the commercial capital of Bangladesh, Chittagong is playing a major role in the economy of Bangladesh.

Several industrial units have been formed under Chattogram Division with emphasis on industrial trade / industrial heritage / industrial concentration. Various sub-industrial units are formed under various industrial units. Industrial units are equivalent to district structure and sub-industrial units are equivalent to upazila structure.

The organizational structures under Chittagong Division of IEAB are described below. For example: – 1. Chattogram District 2. Chattogram Metropolitan 3. Mirsarai-Sitakunda Industrial Unit 4. Kalurghat-Bayezid Industrial Unit 5. CEPZ-Patenga Industrial Unit 6. KEPZ – Anowara Industrial Unit 7. Cox’s Bazar District 8. Rangamati District 9. Bandarban District and 10. Khagrachhari District.

The subordinate organizational structures of District / Metropolitan / Industrial Units of Chittagong Division of IEAB are described below. For example: –

 

The organizational structure of IEAB under Chattogram District includes: –

  1. Rangunia Upazila 2. Rangunia Municipality 3. Patiya Upazila 4. Patiya Municipality 5. Raozan Upazila 6. Raozan Municipality 7. Sandwip Upazila 8. Sandwip Municipality 9. Satkania Upazila 10. Satkania Municipality 11. Banshkhali Upazila 12. Banshkhali Municipality 13. Boalkhali Upazila 14. Boalkhali Municipality 15. Chandanaish Upazila 16. Chandanaish Municipality 17. Dohazari Municipality 18. Fatikchhari Upazila 19. Fatikchhari Municipality 20. Nazirhat Municipality 21. Hathazari Upazila 22. Hathazari Municipality 23. Lohagara Upazila and 24. Bariarhat Municipality.

The organizational structure of IEAB under Chattogram Metropolitan includes: –

  1. Zone -1 (Kotwali thana + Panchlaish Thana+ Karnafuly Thana), 2. Zone-2 (Chandgaon Thana + Bakoliya Thana) 3. Zone -3 (Bandar Thana + Double Mooring Thana + Halishaher Thana) and 4. Zone -4 (Khulshi Thana +Pahartali Thana).

 

The organizational structure of IEAB under Mirsarai-Sitakunda Industrial Unit includes: –

  1. Misarai Upazila 2. Mirsarai Municipality 3. Baraiyarhat Municipality 4. Sitakunda Upazila and 5. Sitakunda Municipality.

The organizational structure of IEAB under Kalurghat-Bayezid Industrial Unit includes: –

  1. Kalurghat Sub-Industrial Unit, and 2. Bayezid Bostami Thana.

The organizational structure of IEAB under CEPZ-Patenga Industrial Unit includes: –

  1. CEPZ Sub-Industrial Unit, and 2. Patenga Thana Sub-industrial Unit.

 

The organizational structure of IEAB under KEPZ-Anowara Industrial Unit includes: –

  1. KEPZ Sub-Industrial Unit and 2. Anowara Upazila.

The organizational structure of IEAB under Cox’s Bazar District includes: –

  1. Cox’s Bazar Sadar Upazila, 2. Cox’s Bazar Municipality 3. Teknaf Upazila 4. Teknaf Municipality 5. Chakaria Upazila 6. Chakaria Municipality 7. Maheshkhali Upazila 8. Maheshkhali Municipality 9. Pekua Upazila 10. Kutubdia Upazila 11. Ukhia Upazila 12. Ukhia Municipality and 13. Ramu Upazila.

 

The organizational structure of IEAB under Rangamati District includes: –

  1. Rangamati Sadar Upazila 2. Rangamati Municipality 3. Kaptai Upazila 4. Kaukhali Upazila 5. Nannerchar Upazila 6. Bagaichhari Upazila 7. Bagaichhari Municipality 8. Juraichhari Upazila 9. Rajasthali Upazila 10. Belaichhari Upazila 11. Barkal Upazila and 12. Langadu Upazila.

 

The organizational structure of IEAB under Bandarban District includes: –

  1. Bandarban Sadar Upazila 2. Bandarban Municipality 3. Lama Upazila 4. Lama Municipality 5. Thanchi Upazila 6. Alikadam Upazila 7. Ruma Upazila 8. Naikhongchhari Upazila and 9. Rowangcchari Upazila.

 

The organizational structure of IEAB under Khagrachhari District includes: –

  1. Khagrachhari Sadar Upazila, 2. Khagrachhari Municipality 3. Panchhari Upazila 4. Panchhari Municipality 5. Dighinala Upazila 6. Dighinala Municipality 7. Manikchhari Upazila 8. Lakshmichhari Upazila 9. Ramgarh Upazila 10. Ramgarh Municipality 11. Mahalchhari Upazila 12. Matiranga Upazila 13. Matiranga Municipality 14. Guimara Upazila and 15. Guimara Municipality.