Industrial Engineers Association Of Bangladesh (IEAB)

IEAB’s Future Plans

The primary future plans of the Industrial Engineers Association of Bangladesh (IEAB) are as follows: –

 

  1. Setting up of IEAB’s own central office / central office on a large scale.

 

  1. Establishing its own Divisional Office / Divisional Secretariat in each organizational division of IEAB.

 

  1. Setting up training institutes on priority basis in each Division of IEAB.

 

  1. Establishing own polytechnic institute of IEAB.

 

  1. Setting up of IEAB’s own science, engineering and technology universities.

 

  1. Setting up of IEAB’s own Research, Innovation Lab / Institute.

 

  1. Setting up of IEAB’s own live TV channel and F. M. Betar / F. M. Radio station. This channel / radio will work / broadcast programs on science, engineering and technology education, research, innovation and entrepreneurship creation.

 

  1. Setting up of IEAB’s own national portal / online portal / own portal and job portal.

 

  1. Launching separate Websites for each portal in future.

 

  1. Setting up small and cottage industries and IT industries / IT institutes.

 

আইইএবি এর ভবিষৎ পরিকল্পনা

ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি) এর প্রাথমিক ভবিষৎ পরিকল্পনাগুলো নিন্মে বর্ণিত হলোঃ-

১। বড় পরিসরে আইইএবি এর নিজস্ব কেন্দ্রীয় কার্যালয় / কেন্দ্রীয় দপ্তর স্থাপন করা।

২। আইইএবি এর প্রতিটি সাংগঠনিক বিভাগে নিজস্ব বিভাগীয় কার্যালয় / বিভাগীয় দপ্তর স্থাপন করা।

 

৩। প্রতিটি বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে ট্রেনিং ইন্টিটিউট স্থাপন করা।

৪। আইইএবি এর নিজস্ব পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা।

৫। আইইএবি এর নিজস্ব বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয় স্থাপন করা।

 

৬। আইইএবি এর নিজস্ব রিসার্চ, ইনোভেশন ল্যাব / ইনস্টিটিউট স্থাপন করা।

৭। আইইএবি এর নিজস্ব লাইভ টিভি চ্যানেল এবং এফ. এম বেতার / এফ. এম রেডিও ষ্টেশন স্থাপন করা । বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা, রিসার্চ, ইনোভেশন নিয়ে এবং এন্ট্রেপ্রেনিউর ক্রিয়েশন করতে এই চ্যানেল / রেডিও কাজ করবে / অনুষ্ঠান প্রচার করবে।

৮। আইইএবি এর নিজস্ব জাতীয় প্রত্রিকা / অনলাইন প্রত্রিকা / নিজস্ব পোর্টাল এবং জব পোর্টাল স্থাপন করা।

৯। ভবিষতে প্রতিটি পোর্টালের জন্য আলাদা আলাদা ওয়েভ সাইট চালু করা ।

১০। ক্ষূদ্র ও কুটির শিল্প এবং আইটি ইন্ডাস্ট্রি / আইটি প্রতিষ্ঠান স্থাপন করা।