Industrial Engineers Association Of Bangladesh (IEAB)

এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল, আইইএবি

ভৌত বিশ্বের যা কিছু পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য ও যাচাইযোগ্য, তার সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক গবেষণা ও সেই গবেষণালব্ধ জ্ঞানভাণ্ডারের নাম বিজ্ঞান এবং  প্রকৌশল হল সেই সুসংগঠিত শক্তি যা প্রযুক্তিগত পরিবর্তনের মাধ্যমে সমাজ ও সভ্যতার ইতিহাস বদলে দেয়। মানব সভ্যতার ইতিহাস ও প্রকৌশলের ইতিহাস তাই অঙ্গাঙ্গীভাবে জড়িত। অপরদিকে, আধুনিক প্রযুক্তি হল পুরোনো প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি নতুন প্রযুক্তির সংযোজন। মডার্ন টেকনোলজি সর্বতোভাবেই গতিময় ও সমাজে মানব সভ্যতার দক্ষতা বৃদ্ধির হাতিয়ার হিসেবে কাজ করে। মোট কথা, বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করে। আর প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ।

 

বর্তমান যুগ চতুর্থ শিল্প বিপ্লব এর যুগ। চতুর্থ শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রি ৪.০ নিয়ে পৃথিবীর সকল দেশের প্রযুক্তি প্রেমীদের আগ্রহের শেষ নেই। পৃথিবীর প্রায় সকল দেশই চতুর্থ শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রি ৪.০ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তাই চতুর্থ শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রি ৪.০ নিয়ে কিছু কথা “এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল” এর তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করতে লিখতেই হয়। আসলে চতুর্থ শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রি ৪.০ কথা না লিখলে একটা অপূর্ণতাই থেকে যাবে। 

 

চতুর্থ শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রি ৪.০ (Industry 4.0) হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া। ”চতুর্থ শিল্প বিপ্লব” শব্দগুচ্ছ দিয়ে মূলতঃ মানুষের হস্তক্ষেপ ছাড়াই বেশিরভাগ সমস্যা নিরুপণ, সম্যসা বিশ্লেষণ, সমাধান প্রদান ও প্রতিটি ক্ষেত্রে স্বয়ংক্রিয়করণ করা, উন্নত যোগাযোগ এবং স্ব-পর্যবেক্ষণ ব্যবস্থার বাস্তবায়নে সক্ষম স্মার্ট মেশিন তৈরী করার জন্য বড়ো আকারে মেশিন-টু-মেশিন যোগাযোগ (M2M) এবং ইন্টারনেট অব থিংস (IoT) কে একত্র করার ধারণাকে চিহ্নিত করা হয়। স্ব-চালিত গাড়ি হলো চতুর্থ বিপ্লবের একটু উদাহরণ। চতুর্থ শিল্প বিপ্লব ইম্যাজিনেশন এইজ এর সূচনা করে।

 

চতুর্থ শিল্প বিপ্লব এর ইংরেজি টার্ম ‘ইন্ডাস্ট্রি ৪.০’(Industry 4.0) সর্বপ্রথম প্রবর্তন করেন জার্মান সরকার কর্তৃক নিয়োজিত একদল বিজ্ঞানী। ”ইন্ডাস্ট্রি ৪.০ “ হলো ২০১১ সালে জার্মান সরকারের একটি উচ্চ প্রযুক্তিগত কৌশলের একটি প্রকল্প থেকে সৃষ্ট, যেখানে উৎপাদন শিল্পে কম্পিউটারাইজেশনের বিকাশ সাধন করা হয়। ইন্ডাস্ট্রি ৪.০ বা চতুর্থ শিল্প বিপ্লবের জনক ক্লাউস শোয়াব। ক্লাউস শোয়াব চতুর্থ শিল্প বিপ্লব প্রসঙ্গে এমন সব প্রযুক্তির কথা উল্লেখ করেছেন যেগুলো হার্ডওয়্যার, সফটওয়্যার এবং বায়োলজি একসাথে নিয়ে তথা সাইবার-ফিজিক্যাল সিস্টেমসকে একত্রিত করে এবং পারস্পরিক সংযোগ স্থাপনের অগ্রগতির ওপর জোর দেয়। চতুর্থ শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য নিয়ে বলতে হয় যে, চতুর্থ শিল্প বিপ্লবের যুগটি রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানোটেকনোলজি, ক্লাউড কম্পিউটিং, কগনিটিভ কম্পিউটিং, কোয়ান্টাম কম্পিউটিং, বায়োটেকনোলজি, ইন্টারনেট অফ থিংস, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অব থিংস, ডিসেন্ট্রালাইজড কনসেনসাস, পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি, থ্রিডি প্রিন্টিংয় এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় যানবাহন এর ক্ষেত্রে উদীয়মান প্রযুক্তির যুগান্তকারী যুগ হিসেবে চিহ্নিত হবে।

ইন্ডাস্ট্রি ৪.০ কৌশলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অত্যন্ত ফ্লেক্সিবল উৎপাদনের (বৃহৎ আকারে) শর্তে পণ্যের প্রবল স্বনির্ধারণ (কাস্টোমাইজেশন)। সেলফ-অপটিমাইজেশন, সেলফ-কনফিগারেশন, সেলফ-ডায়াগনজ, কগনিশন এর প্রবর্তন এবং ক্রমবর্ধমান জটিল কাজে কর্মীদের বুদ্বিমান সহায়তায় প্রয়োজনীয় স্বয়ংক্রিয়করণ প্রযুক্তির বিকাশ ঘটানো। পরিবর্তনের গতিই হলো ইন্ডাস্ট্রি ৪.০ এর নির্ণায়ক।

 

প্রধানত ইন্ডাস্ট্রি ৪.০ বা চতুর্থ শিল্প বিপ্লব ব্যাপক আকারে নতুন প্রযুক্তির সংযোগ করে উপযোগ তৈরী করেছে। সাইবার ফিজিক্যাল সিস্টেম ব্যবহার করে বাস্তব জগতের ভার্চুয়াল অনুলিপি তৈরী করা সম্ভব হচ্ছে। এই সিস্টেমের বৈশিষ্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো স্বাধীনভাবে ডিসেন্ট্রালাইজড ডিসিশান নেওয়ার ক্ষমতা। চতুর্থ শিল্প বিপ্লব ব্যাপকভাবে ‘স্মার্ট ফ্যাক্টরি’ (Smart Factory) ধারণাটির পৃষ্ঠপোষকতা করে। স্মার্ট ফ্যাক্টরিতে ইন্টারনেট অব থিংস-এর মাধ্যমে সিস্টেমগুলো নিজেদের মধ্যে এবং মানুষের সাথে যোগাযোগ স্থাপন করবে এবং পরস্পরের সহায়তা করবে। আইওটি সেন্সর এবং প্রযুক্তির ব্যবহার করে ইন্ডাস্ট্রি ৪.০ বা চতুর্থ শিল্প বিপ্লবে ব্যবহৃত মেশিনসমূহ রক্ষণাবেক্ষণ বিষয়ে পূর্বাভাস প্রদান করতে পারবে। পূর্বাভাস বা ভবিষ্যদ্বাণী প্রদানে সক্ষম এই বিশেষ প্রক্রিয়াটি সরাসরি সমস্যা চিহ্নিত করতে পারবে যার ফলে মেশিন অচল বা নষ্ট হওয়ার অনেক আগেই সমস্যা নির্ধারণ করে সাশ্রয়ী খরচে তা সমাধান করা সম্ভব হবে। ইন্ডাস্ট্রি ৪.০ অ্যাকাডেমিয়া এবং গবেষণা ও উন্নয়নে ডিজিটাইজেশনের পৃষ্ঠপোষকতা করে যা ইনোভেশন ৪.০ নামে পরিচিত।

 

চতুর্থ শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রি ৪.০ এর পূর্বে আরো তিনটি শিল্প বিপ্লব ছিলো । সংক্ষেপে সেই শিল্প বিপ্লবগুলো তুলে ধরা হলো।

 

তৃতীয় শিল্প বিপ্লবঃ বিংশ শতাব্দীর শেষদিকে দুটি বিশ্ব যুদ্ধের শেষে যখন শিল্পায়ন এবং প্রযুক্তিগত অগ্রগতি পূর্বের তুলনায় অনেকটা শিথিল, তখন তৃতীয় শিল্প বিপ্লব ওরফে ডিজিটাল বিপ্লব ঘটে। এক দশক পরে আসে জেড ১ কম্পিউটার, যা ফ্লোটিং-পয়েন্ট নাম্বার এবং বুলিয়ান লজিক ব্যবহার করে হিসাব নিকাশ করত। এটা ছিল আরও ডিজিটাল অগ্রগতির সূচনা। যোগাযোগ প্রযুক্তিতে পরবর্তী উল্লেখযোগ্য পদক্ষেপ সুপার কম্পিউটার । এই সময়ে উৎপাদন প্রক্রিয়াতে কম্পিউটার এবং যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কারণে যন্ত্রপাতি মানব শক্তির জায়গা দখল করতে শুরু করে।

 

দ্বিতীয় শিল্প বিপ্লবঃ দ্বিতীয় শিল্প বিপ্লব বা প্রযুক্তিগত বিপ্লব এর সূচনা ঘটেছিল ১৮৭১ থেকে ১৯১৪ সালের মধ্যে। এর মূলে ছিল রেলপথ এবং টেলিগ্রাফ নেটওয়ার্কের ব্যাপক বিস্তার যা মানুষ এবং চিন্তা-ভাবনার দ্রুততর স্থানান্তরের সুযোগ তৈরী করেছিল। ক্রমবর্ধমান বৈদ্যুতীকরণ কারখানাগুলোকে আধুনিক প্রোডাকশন লাইন বিকাশের সুযোগ করে দিয়েছিল। এটি ছিল উৎপাদন বৃদ্ধির সাথে সাথে একটি দুর্দান্ত অর্থনৈতিক প্রবৃদ্ধির সময়।

 

প্রথম শিল্প বিপ্লবঃ বাষ্প এবং জল শক্তি ব্যবহার করে হস্তসাধিত শিল্পোৎপাদন প্রক্রিয়াকে মেশিন চালিত পদ্বতিতে রুপান্তের মাধ্যমে প্রথম শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল । নতুন প্রযুক্তির প্রয়োগে দীর্ঘ সময় লেগে গিয়েছিল। সুতরাং, যে সময়কালকে এটি নির্দেশ করে তা ইউরোপ এবং আমেরিকার ক্ষেত্রে ১৭৬০ থেকে ১৮২০ বা ১৮৪০ এর মধ্যে।

 

বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। যেখানে তথ্যই শক্তি। বর্তমানে প্রযুক্তি সকল মানুষের হাতে পৌছে গেছে। সর্বসাধারণ মানুষ প্রযুক্তি ব্রবহার করে নানাভাবে উপকৃত হচ্ছে। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশে তথ্য প্রযুক্তির ব্যবহার ক্রমেই বেড়ে চলছে। ডিজিটাল প্রযুক্তি দিন দিন যোগাযোগ ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তথ্য -প্রযুক্তির অবদানে সারা পৃথিবী মানুষের হাতের মুঠোয় চলে আসছে। বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান দিন দিন সমৃদ্ধ ও সম্প্রসারিত হচ্ছে। একের পর এক নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে। প্রকৌশল ও প্রযুক্তির সাথে সম্পর্কিতদের শুধু পাঠ্যগত জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। অবশ্যই প্রতিনিয়ত নতুন নতুন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির উদ্ভাবিত জ্ঞানের সাথে প্রকৌশল ও প্রযুক্তির পেশাজীবীরা নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে। প্রকৌশল ও প্রযুক্তির পেশাজীবীদের জানার ও জ্ঞানের পরিধি বাড়াতে হবে। তাহলেই শুধু আধুনিক বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির যুগে নিজেকে  সাচ্ছন্দে প্রকৌশলী ও প্রযুক্তিবিদ হিসেবে পরিচয় দেওয়া সম্ভব হবে।

 

আধুনিক বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করতে এবং  আধুনিক বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি চর্চা সম্প্রসারণ করতে এবং আধুনিক বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি জ্ঞানের সাথে আইইএবি পরিবার এর প্রকৌশলীদের সম্পৃক্ত করার লক্ষ্যেই “এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল” গঠন করা হয়েছে। আইইএবি এর প্রকৌশলীদের আধুনিক প্রযুক্তি জ্ঞানে আপডেটেড রাখতে এবং আইিএবি পরিবারে আধুনিক প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা চর্চা চলমান / অব্যহৃত রাখতে এবং সংগঠনের বিভিন্ন যুগোপযোগী উন্নয়ন-পরিকল্পনা গ্রহণ করতে ”এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইইএবি পরিবার এর প্রকৌশলীদেরকে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ করতে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এর বিভিন্ন বিষয়ে এবং আধুনিক বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির উদ্ভাবিত নতুন নতুন বিষয়ের উপরে ”এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল” কর্তৃপক্ষ আইইএবি এর সোসাল মিডিয়ার সকল প্ল্যাটফর্মে বিভিন্ন শিক্ষামূলক কর্মকান্ড, শিক্ষামূলক প্রচার-প্রাচারণা, আলোচনা সভা, সেমিনার, অনলাইন প্রশিক্ষণ, লাইভ প্রোগাম এবং শিক্ষামূলক বিভিন্ন অনলাইন প্রোগাম নিয়মিতভাবে করে যাচ্ছে। এছাড়াও, আইইএবি এর ইঞ্জিনিয়াদের কল্যাণে শিক্ষা, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিগত বিষয়ে বিভিন্ন কার্যকম, পরিকল্পনা ও উদ্যোগ ”এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল” গ্রহণ করে থাকে। ”এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল”এর উদ্যোগে একক এবং যৌথ্যভাবে বিভিন্ন গবেষণামূলক কাজও হয়ে থাকে। স্নাতক, স্নাতকোত্তর, এম,ফিল এবং পিএইচডি কোর্সে অধ্যয়রত শিক্ষার্থীরা তাদের গবেষণা কাজে  ”এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল”এর সদস্যগণের সহযোগীতা পেয়ে থাকেন। 

 

এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে ০৩ (তিন) বৎসর। এই কমিটি মর্যাদা হবে (ধারা ৪.১০ অনুযায়ী) কেন্দ্রীয় উপ-কমিটির সমমান। এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর কেন্দ্রীয় কমিটির বাহিরে বিভাগীয় কমিটিও গঠন করা যাবে। এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর বিভাগীয় কমিটির মেয়াদ, পদ-পদবী রূপরেখা এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর কেন্দ্রীয় কমিটির অনুরূপ হবে। এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে (কেন্দ্রীয় কমিটির বাহিরে) এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর কেন্দ্রীয় / বিভাগীয় পোর্টালে সর্বোচ্চ দুইশত আইইএবি এর সদস্য কাজ করতে পারবে । এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টালে যেসকল সদস্যগণ কাজ করবে, তারা এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর কেন্দ্রীয় সদস্য / বিভাগীয় সদস্য হিসেবে পরিচয় দিতে পারবে।

 

এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর বিভাগীয় কমিটিগুলো এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর কেন্দ্রীয় কমিটির সরাসরি তত্ত্বাবধানে গঠিত হবে। এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর বিভাগীয় কার্যক্রম / বিভাগীয় কমিটির কার্যক্রম সংশিষ্ট বিভাগের বিভাগীয় কমিটি এবং এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর কেন্দ্রীয় কমিটির সরাসরি / সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে।

 

উল্লেখ্য যে, জাতীয় স্টিয়ারিং কমিটির একজন সদস্য এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর পরিচালক (Director) হিসেবে দায়িত্বপ্রাপ্ত থাকবেন এবং জাতীয় প্রেসিডিয়াম কাউন্সিল এর একজন সদস্য এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর কো-অর্ডিনেটর (Co-ordinator) হিসেবে দায়িত্বপ্রাপ্ত থাকবেন। পাশাপাশি চীফ কাউন্সিলরদের মধ্য থেকে একজন সদস্য এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর সহ-কোঅর্ডিনেটর (Co-coordinator) হিসেবে দায়িত্বপ্রাপ্ত থাকবেন।  জাতীয় স্টিয়ারিং কমিটির / কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক এর সম্মিতিতে জাতীয় স্টিয়ারিং কমিটি এবং জাতীয় প্রেসিডিয়াম কাউন্সিল এবং চীফ কাউন্সিলরদের মধ্য থেকে দায়িত্বপ্রাপ্ত এই তিন জন সদস্য এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর কমিটি গঠন সহ সার্বিক তত্ত্বাবধানে থাকবেন।

 

আইইএবি এর ইতিহাসে এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর প্রথম মনোনীত পরিচালক প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার; আইইএবি এর ইতিহাসে এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর প্রথম মনোনীত কো-অর্ডিনেটর প্রকৌঃ মোঃ সাব্বির হোসেন এবং আইইএবি এর ইতিহাসে এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর প্রথম মনোনীত সহ-কোঅর্ডিনেটর প্রকৌঃ মোঃ —————-।

 

এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর কমিটির রূপরেখাঃ

কেন্দ্রীয় নির্বাহী কমিটির অধীনে ১৫ (পনের) সদস্য বিশিষ্ট এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর কেন্দ্রীয় / বিভাগীয় কমিটির রূপরেখা নিন্মরূপঃ-

 

সভাপতি                                                                             – ০১ জন

সহ-সভাপতি                                                                       – ০৪ জন

সদস্য সচিব                                                                         – ০১ জন

নির্বাহী সদস্য                                                                       – ০৯ জন

 

এডুকেশন, প্ল্যানিং, সাইন্স, ইঞ্জিনিয়ারিং & টেকনোলজি অ্যাফেয়ার্স পোর্টাল এর ওয়েবসাইট, ফেইজবুক আইডি ও ফেইজবুক পেইজ লিংকঃ-

Website Link: https://ieabbd.org/epseta-portal/

Facebook ID Link: https://www.facebook.com/engineering.science.technology.portal.ieab

Facebook Page: https://www.facebook.com/Education.Science.Engineering.and.Tech.Portal.IEAB

 

 

Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal, IEAB

 

The orderly, systematic study of all that is observable, testable and verifiable in the physical world and the body of knowledge obtained from that study is called science and engineering is the organized force that changes the history of society and civilization through technological change. The history of human civilization and the history of engineering are therefore inextricably linked. On the other hand, modern technology is the advancement of old technology as well as the incorporation of new technology. Modern technology acts as a tool for increasing the efficiency of human civilization in every dynamic and society. Broadly speaking, science is the knowledge of nature that explains and describes natural phenomena based on data obtained through observation and experimentation and technology is the practical application of science to solve the real problems of our lives.

 

The present era is the era of the fourth industrial revolution. There is no end to the interest of technology lovers in all countries of the world about the fourth industrial revolution or Industry 4.0. Almost all the countries of the world are working on the implementation of the fourth industrial revolution or Industry 4.0. So, something about fourth industrial revolution or Industry 4.0 has to be written to enrich the information repository of “Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal”. In fact, if we do not talk about the fourth industrial revolution or Industry 4.0, it will remain an incompleteness.

 

The fourth industrial revolution or Industry 4.0 is an ongoing process of automation of conventional production and industrial systems using modern smart technologies. The phrase “Fourth Industrial Revolution” basically refers to large-scale machine-to-machine (M2M) communication to create smart machines capable of diagnosing, analyzing problems, providing solutions and automating every aspect, implementing advanced communication and self-monitoring systems without human intervention. ) and the concept of combining the Internet of Things (IoT) is identified. Self-driving cars are just one example of the fourth revolution. The Fourth Industrial Revolution ushered in the Imagination Age.

 

The fourth industrial revolution’s English term ‘Industry 4.0’ (Industry 4.0) was first introduced by a group of scientists employed by the German government. “Industry 4.0” is a 2011 high-tech strategy project of the German government to develop computerization in the manufacturing industry. Klaus Schwab is the father of Industry 4.0 or the fourth industrial revolution. Klaus Schwab refers to the Fourth Industrial Revolution as all technologies that combine hardware, software, and biology, as well as cyber-physical systems, emphasizing advances in interconnectivity. The fourth industrial revolution is characterized by robotics, artificial intelligence, nanotechnology, cloud computing, cognitive computing, quantum computing, biotechnology, internet of things, industrial internet of things, decentralized consensus, fifth generation wireless technology, 3D printing. And fully automated vehicles will mark a breakthrough era in emerging technology. A significant feature of the industry 4.0 strategy is the strong customization of products in terms of highly flexible (large-scale) production. Developing the necessary automation technologies for self-optimization, self-configuration, self-diagnosis, introduction of cognition and intelligent support of workers in increasingly complex tasks. The pace of change is what defines Industry 4.0.

 

Mainly Industry 4.0 or the fourth industrial revolution has made use of new technologies on a large scale. It is becoming possible to create virtual copies of the real world using cyber-physical systems. Prominent among the features of this system is the ability to take decentralized decisions independently. The fourth industrial revolution largely supports the concept of ‘Smart Factory’. In a smart factory, systems will communicate with each other and with people through the Internet of Things and help each other. Machines used in Industry 4.0 or Fourth Industrial Revolution can provide predictive maintenance using IoT sensors and technology. This special predictive process can identify problems directly, allowing for cost-effective solutions long before machine downtime or failure. Industry 4.0 supports digitization in academia and research and development known as Innovation 4.0.

 

There were three more industrial revolutions before the fourth industrial revolution or Industry 4.0. Briefly, those industrial revolutions are highlighted.

 

Third Industrial Revolution: At the end of the 20th century, after two world wars, when industrialization and technological progress were much slower than before, the Third Industrial Revolution, also known as the Digital Revolution, took place. A decade later came the Z1 computer, which performed calculations using floating-point numbers and Boolean logic. It was the beginning of further digital advances. The next significant step in communication technology was the supercomputer. During this time machinery began to take the place of human labor due to the widespread use of computers and communication technology in the production process.

 

Second Industrial Revolution: The second industrial revolution or technological revolution took place between 1871 and 1914. At its root was the widespread expansion of the railway and telegraph networks that allowed for the rapid movement of people and ideas. Increasing electrification allowed factories to develop modern production lines. It was a period of great economic growth as manufacturing increased.

 

First Industrial Revolution: The first industrial revolution began with the conversion of manual manufacturing processes to machine-driven methods using steam and water power. It took a long time to implement the new technology. So, the period it refers to is between 1760 and 1820 or 1840 for Europe and America.

 

The present age is the age of science and technology. The present age is the age of information technology. Where information is power. Nowadays technology has reached the hands of all people. Common people are benefiting in many ways by using technology. At present, the use of information technology in various fields is gradually increasing in our country. Digital technology is advancing the communication system day by day. With the contribution of information technology, the whole world is coming into the hands of people. Science and technology knowledge is enriching and expanding day by day. New technologies are being invented one after another. Those related to engineering and technology should not be limited to textual knowledge. Of course, engineering and technology professionals must constantly acquaint themselves with the emerging knowledge of science, engineering and technology. Engineering and technology professionals need to broaden their knowledge and understanding. Only then will it be possible to identify oneself as an engineer and technologist comfortably in the era of modern science, engineering and technology.

 

“Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal” has been established aims to engage engineers of IEAB family with modern science, engineering and technology knowledge and to expand the practice of modern science, engineering and technology and to ensure proper use of modern science, engineering and technology. “Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal” is working tirelessly to adopt various contemporary development plans of the organization and to continue the modern engineering and technology education practice in the IAB family and to keep updated the Engineers of IEAB with modern technology knowledge. “Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal” authorities are regularly conducting various educational activities, educational campaigns, discussion meetings, seminars, online training, live programs and various online educational programs on all social media platforms of IEAB on various subjects of science, engineering and technology and on the latest developments in modern science, engineering and technology to enrich the engineers of the IEAB family with science, engineering and technology knowledge. Also, “Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal” undertakes various activities, plans and initiatives in education, science, engineering and technology for the benefit of IEAB Engineers. The “Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal” also conducts various research activities individually and jointly. Students pursuing Undergraduate, Postgraduate, M, Phil and Ph.D. courses are supported in their research work by the members of “Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal”.

 

The term of the Central Committee of Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal will be 03 (three) years. This Committee shall have status (as per Section 4.10) equivalent to the Central Sub-Committee. Apart from the central committee of the Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal; Divisional committees can also be formed. The tenure of the Divisional Committee of Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal, the position & outline will be similar to that of the Central Committee of Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal. In order to run the activities of Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal smoothly (outside the Central Committee), maximum two hundred members of IEAB can work in the central / divisional portal of Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal. All the members who will work in Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal, they can introduce themselves as central member / divisional member of Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal.

 

The Divisional Committees of Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal will be formed under the direct supervision of the Central Committee of Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal. The divisional activities of the Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal will be conducted under the direct / overall supervision of the Divisional Committee of the concerned Division and the Central Committee of the Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal.

 

Note that a member of the National Steering Committee will be responsible as the Director of Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal and a member of the National Presidium Council will be responsible as the Coordinator of Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal. As well as, one member from among the Chief Councilors will be responsible as the Co-coordinator of Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal. In consent of the President and General Secretary of the National Steering Committee / Central Executive Committee, these three responsible members from the National Steering Committee and the National Presidium Council and the chief Councilors will be in overall supervision of Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal including committee formation.

 

Engr. Mehdi Hasan is the first nominated Director of Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal in the history of IEAB, Engr. Md. Asibul Bashar is the first Nominated Coordinator of Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal in the history of IEAB and Engr. Md. Abdur Rahman is the first nominated Co-Coordinator of Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal in the history of IEAB.

 

Outline of Committee on Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal: –

Under the Central Executive Committee, Outline of Central / Divisional Committee of Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal having 15 (fifteen) members is as follows: –

President                                                                           – 01 person

Vice President                                                                    – 04 persons

Member Secretary                                                             – 01 person

Executive members                                                            – 09 persons

 

Website, Facebook ID and Facebook Page Link of Education, Planning, Science, Engineering & Technology Affairs Portal: –

Website Link: https://ieabbd.org/epseta-portal/

Facebook ID Link: https://www.facebook.com/engineering.science.technology.portal.ieab

Facebook Page: https://www.facebook.com/Education.Science.Engineering.and.Tech.Portal.IEAB