Industrial Engineers Association Of Bangladesh (IEAB)

ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল, আইইএবি

ব্লাড ব্যাংকঃ রক্তদানে সংগৃহীত  রক্ত পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে যেখানে সংরক্ষণ করা হয়, তাকে ব্লাড ব্যাঙ্ক বলা হয়। আর্থিক প্রতিষ্ঠান ‘ব্যাঙ্ক’ যেমন সংগৃহীত অর্থ বা সঞ্চয় উপভোক্তাদের বিনিয়োগে প্রদান করে,  সেই রকম ব্লাড ব্যাঙ্ক রক্তপ্রদানকারী মানুষের কাছ থেকে সরাসরি সংগ্রহ  করে সঠিকভাবে প্রক্রিয়াজাত করার পর মান ও ধরন অনুযায়ী সংরক্ষণ করে ও মুমূর্ষু রোগীকে প্রদান (রক্ত সঞ্চারণ) করে। “ব্লাড ব্যাঙ্ক” নামটি অবশ্য শিকাগোর কুক কাউন্টি হাসপাতালের চিকিৎসক বার্নার্ড ফ্যান্টাসের দেওয়া। সাধারণত ব্লাড ব্যাঙ্ক কোন একটি হাসপাতালের সাথে যুক্ত থেকে রক্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ, পরীক্ষা, পৃথকীকরণ ও সঠিক তাপমাত্রায় স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে সংরক্ষণের কাজগুলি করে থাকে।

 

ব্লাড টান্সফিউশনঃ ব্লাড টান্সফিউশন বা রক্ত সঞ্চালন হল একজন ব্যক্তির রক্ত ​​সঞ্চালনে শিরাপথে রক্তের দ্রব্য স্থানান্তর করার প্রক্রিয়া। রক্তের হারানো উপাদান প্রতিস্থাপনের জন্য বিভিন্ন চিকিৎসার জন্য ট্রান্সফিউশন ব্যবহার করা হয়। প্রারম্ভিক ট্রান্সফিউশন পুরো রক্ত ​​ব্যবহার করা হয়, কিন্তু আধুনিক চিকিৎসা পদ্ধতি সাধারণত রক্তের শুধুমাত্র উপাদানগুলো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লাজমা, জমাট বাঁধার কারণ এবং প্লেটলেট।

 

রক্তদানের প্রধান উপকারিতাঃ রক্তদানের প্রধান উপকারিতা হলো একজনের দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে। রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রক্তদান করার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অবস্থিত ‘বোন ম্যারো নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় এবং রক্তদানের ২ সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকার জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়। বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়। উল্লেখ্য রক্তদান করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়। নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। যারা বছরে দুই বার রক্ত দেয়, অন্যদের তুলনায় তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। বিশেষ করে ফুসফুস, লিভার, কোলন, পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি নিয়মিত রক্তদাতাদের ক্ষেত্রে অনেক কম পরিলক্ষিত হয়। রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের বা সওয়াবের কাজ। একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ। কোরআনের বাণী “যদি কোন ব্যক্তি কোন মানুষের জীবন রক্ষা করে সে যেন পুরো মানবজাতিকেই রক্ষা করলো”।  

 

আইইএবি এর ১৪টি পোর্টালের মধ্যে ব্লাড ট্রান্সমিশন পোটাল উল্লেখ্য যোগ্য। ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর মাধ্যমে আইইএবি এর প্রকৌশলী ও প্রকৌশলীদের পরিবারের সদস্যদের জন্য রক্তদান ও রক্ত ব্যবস্থাপনার মতো মানবিক কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে । আইইএবি এর কোন সদস্য যদি তাঁর বা তাঁর পরিবারের সদস্যদের জন্য জরুরী রক্তের প্রয়োজনীয়তা প্রকাশ করে আইইএবি এর অফিসিয়াল সোসাল মিডিয়ার কোন মাধ্যমে বা আইইএবি এর ওয়েবসাইটে পোষ্ট করেন, তাহলে জরুরী রক্তের সেই প্রয়োজনীতাকে বিশেষ গুরুত্বের সাথে নিয়ে মানবতার সেবায় আইইইএবি এর ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর সদস্যগণ জরুরী সাপোর্ট দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। রক্তদান হল কোন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্ত দেবার প্রক্রিয়া। এই দান করা রক্ত পরিসঞ্চালন করা হয় অথবা অংশীকরণের মাধ্যমে ঔষধে পরিণত করা হয়। রোগীদের প্রয়োজনীয় মুহুর্তে রক্ত সেবা প্রদানে ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। আইইএবি পেশাজীবী, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংঘঠন। তাই আইইএবি এর ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল স্বেচ্ছায় রক্ত দাতাদের থেকে রক্ত সংগ্রহ করে পরবর্তীতে আইইএবি এর অসুস্থ সদস্য বা সদস্যদের পরিবারের অসুস্থ রোগীদের এই রক্ত সরবরাহ করে থাকে। আইইএবি এর সম্মানিত প্রকৌশলীগণ নিয়মিত রক্তদান করে অন্যের বিপদে এগিয়ে আসে। কারণ আইইএবি পরিবারের প্রকৌশলীগণ জানে অন্যের বিপদে এগিয়ে গেলে একদিন আমার বিপদেও সবাই এগিয়ে আসবে।আইইএবি এর যেসকল প্রকৌশলীগণ রক্তদান করে থাকে, সকল রক্তদাতাগণই হলো স্বেচ্ছায় রক্তদাতা, যারা মানবিক দায়বদ্ধতা ও ভালবাসা থেকে রক্তদান করে থাকেন। আমাদের দেশে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বেশ কম, বেশিরভাগ রক্তদাতাই কেবল তাদের পরিচিতজনদের প্রয়োজনে রক্তদান করে থাকেন। কিন্তু আইইএবি এর রক্তদাতাগণ সমাজসেবামূলক কাজ হিসেবে স্বেচ্ছায় বিনা অর্থে রক্তদান করে থাকেন।

 

পৃথিবীতে খুবই কম সংখ্যক লোক রক্ত দান করে থাকে। আর এর মূল কারণ হল- রক্ত দানের উপকারিতা সম্পর্কে সচেতন না হওয়া। অনেকে মনে করেন, রক্ত দান করা শরীরের পক্ষে ক্ষতিকারক। কিন্তু বাস্তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। রক্ত দান লিভার, অগ্ন্যাশয় এবং কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি হ্রাস করে। তাই এসব ভুল দুর করতে, রক্তদানের উপকারিতা সম্পর্কে সচেতন করতে ও রক্তদানের গুরুত্ব বুঝাতে / শেখাতে,আইইএবি এর ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল আনুষ্ঠানিকভাবে বিভিন্ন রক্তদান কর্মসূচী আয়োজন করে থাকে। এসব রক্তদান কর্মসূচীতে রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করে থাকে। বর্তমানে ৮০ ভাগ ক্ষেত্রে এখন স্বেচ্ছায় রক্তদাতারা রক্ত দিচ্ছেন। এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে যদি রক্তদানে সবাইকে উদ্বুদ্ধ করা যায়। রক্ত সংগ্রহ, রক্ত ব্যবস্থাপনা ও রক্তদানের কাজ সুন্দরভাবে পরিচালনা করার জন্য আইইএবি এর কেন্দ্রীয় ওয়েবসাইটের পাশাপাশি আইইএবি এর ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর আলাদা একটি ওয়েবসাইট রয়েছে এবং একটি ফেইজবুক আইডি এবং ফেইজবুক পেইজ রয়েছে।

 

রক্ত দানের উপকারিতা সম্পর্কে অবগত করতে এবং রক্তদানে উৎসাহীত করতে আইইএবি এর ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল বিভিন্ন স্লোগান ব্যবহার করে থাকে। যেমনঃ- “জীবন আমাদের রক্তে গড়া, রক্তে গড়া প্রাণ। রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ” । “আমার রক্তে যদি বেচেঁ যায় মুমূর্ষ রোগীর প্রাণ, তাহলে আমি কেন করবোনা স্বেচ্ছায় রক্তদান?” । নেই হারাবার কোনও ভয়, নতুন প্রানের সঞ্চয়……………, নিজের রক্ত বইছে অন্যের শিরায়, মানবতার এইতো পরিচয়। এগিয়ে আসুন রক্তদানে, ফুটুক হাসি রোগীর প্রাণে। তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রান। যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা। রক্ত দান মানে জীবন দান।

 

ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর পক্ষ থেকে আইইএবি এর প্রকৌশলীদের প্রতি আহবান থাকবে আসুন রক্তদান করি। রক্ত দানের মতো এমন মহৎ কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আপনার দেওয়া রক্ত একজন মৃত্যু পথযাত্রী মানুষকে নতুন জীবন দান করতে পারে। রক্ত দান করা একটি গর্ব করার বিষয়। কারণ আপনি এমন কিছু করেছেন যা অন্যের জীবন বাঁচাতে পারে। রক্ত দিয়ে স্থাপিত বন্ধন এবং সম্পর্কগুলি অর্থ দিয়ে প্রতিষ্ঠিত বন্ধন এবং সম্পর্কের চেয়ে অনেক বেশী শক্তিশালী। রোগীর জন্য না হলেও, অন্তত সেই মায়ের জন্য রক্তদান করুন; যে তার ছেলে হারানোর বেদনা সহ্য করতে পারে না। আপনি টাকা দিয়ে কারও জীবন কিনতে পারবেন না কিন্তু আপনি রক্তদান করে বাঁচাতে পারেন একটি জীবন। অর্থ দান করা মহান, কিন্তু রক্ত দান করা আরও ভালো কাজ। টাকা বন্ধু বানায়; রক্ত ভাই বানায়। আপনি যদি একজন রক্তদাতা হন, তাহলে আপনি প্রশংসা পাওয়া এবং ভালোবাসা পাওয়ার যোগ্য। আপনি জাতির একজন সত্যিকারের নায়ক। রক্ত দানের মাধ্যমে মানুষের প্রতি মানুষের ভালোবাসা স্থাপিত হয় এবং মানবতার জয় হয়।  কারো জীবন বাঁচানোর সর্বোত্তম উপায় হল রক্তদান করা। যারা প্রতিদানে কিছু আশা না করে অন্যদের সাহায্য করে তারাই সবচেয়ে ভালো মানুষ।  এক ব্যাগ রক্ত শুধু এক ব্যাগ রক্ত নয়, এটি একটি জীবন বেঁচে থাকার অবলম্বন। রক্তের কোন ধর্ম নেই। একজন খ্রিস্টান রক্ত দিতে পারেন, একজন মুসলিম রক্ত দিতে পারেন, একজন হিন্দু রক্ত দিতে পারেন।

 

ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে ০৩ (তিন) বৎসর। এই কমিটি মর্যাদা হবে (ধারা ৪.১০ অনুযায়ী) কেন্দ্রীয় উপ-কমিটির সমমান। ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর কেন্দ্রীয় কমিটির বাহিরে বিভাগীয় কমিটিও গঠন করা যাবে। ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর বিভাগীয় কমিটির মেয়াদ, পদ-পদবী রূপরেখা ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর কেন্দ্রীয় কমিটির অনুরূপ হবে। ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে (কেন্দ্রীয় কমিটির বাহিরে) ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর কেন্দ্রীয় / বিভাগীয় পোর্টালে সর্বোচ্চ দুইশত আইইএবি এর সদস্য কাজ করতে পারবে । ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টালে যে সকল সদস্যগণ কাজ করবে, তারা ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর কেন্দ্রীয় সদস্য / বিভাগীয় সদস্য হিসেবে পরিচয় দিতে পারবে।

 

ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর বিভাগীয় কমিটিগুলো ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর কেন্দ্রীয় কমিটির সরাসরি তত্ত্বাবধানে গঠিত হবে। ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল  এর বিভাগীয় কার্যক্রম / বিভাগীয় কমিটির কার্যক্রম সংশিষ্ট বিভাগের বিভাগীয় কমিটি এবং ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর কেন্দ্রীয় কমিটির সরাসরি / সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে।

 

উল্লেখ্য যে, জাতীয় স্টিয়ারিং কমিটির একজন সদস্য ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর পরিচালক (Director) হিসেবে দায়িত্বপ্রাপ্ত থাকবেন এবং জাতীয় প্রেসিডিয়াম কাউন্সিল এর একজন সদস্য ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর কোঅর্ডিনেটর (Coordinator) হিসেবে দায়িত্বপ্রাপ্ত থাকবেন। পাশাপাশি চীফ কাউন্সিলরদের মধ্য থেকে একজন সদস্য ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর সহ-কোঅর্ডিনেটর (Co-coordinator) হিসেবে দায়িত্বপ্রাপ্ত থাকবেন। জাতীয় স্টিয়ারিং কমিটির / কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক এর সম্মিতিতে জাতীয় স্টিয়ারিং কমিটি এবং জাতীয় প্রেসিডিয়াম কাউন্সিল এবং চীফ কাউন্সিলরদের মধ্য থেকে দায়িত্বপ্রাপ্ত এই তিন জন সদস্য ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর কমিটি গঠন সহ সার্বিক তত্ত্বাবধানে থাকবেন।

 

আইইএবি এর ইতিহাসে ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর প্রথম মনোনীত পরিচালক প্রকৌঃ মেহেদী হাসান; আইইএবি এর ইতিহাসে ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর প্রথম মনোনীত কোঅর্ডিনেটর প্রকৌঃ মোঃ আসিবুল বাশার এবং আইইএবি এর ইতিহাসে ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর প্রথম মনোনীত সহ-কোঅর্ডিনেটর প্রকৌঃ মোঃ আব্দুর রহমান।

 

ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর কমিটির রূপরেখাঃ

কেন্দ্রীয় নির্বাহী কমিটির অধীনে ১৫ (পনের) সদস্য বিশিষ্ট ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর কেন্দ্রীয় / বিভাগীয় কমিটির রূপরেখা নিন্মরূপঃ-

 

সভাপতি                                                                             – ০১ জন

সহ-সভাপতি                                                                       – ০৪ জন

সদস্য সচিব                                                                         – ০১ জন

নির্বাহী সদস্য                                                                       – ০৯ জন

 

ব্লাড টান্সফিউশন এন্ড ব্লাড ব্যাংক পোর্টাল এর ওয়েবসাইট, ফেইজবুক আইডি ও ফেইজবুক পেইজ লিংকঃ-

Website Link: https://ieabbd.org/btbb-portal/

Facebook ID Link: https://www.facebook.com/blood.transfusion.bank.portal.ieab

Facebook Page Link:  https://www.facebook.com/Blood.Transfusion.and.Blood.Bank.potal.IEAB.BD

 

Blood Transfusion and Blood Bank Portal, IEAB

 

Blood Bank: Where blood collected for donation is stored for later use, it is called blood bank. Just like financial institutions ‘banks’ provide the collected money or savings to consumers for investment, blood banks collect blood directly from donors, process it properly, store it according to quality and type, and give (transfuse) blood to an amnesiac patient. The name “Blood Bank” was coined by Bernard Fantas, a physician at Cook County Hospital in Chicago. Generally, blood banks associated with a hospital carry out the functions of blood collection, processing, testing, separation and hygienic storage at proper temperature.

 

Blood Transfusion: Blood transfusion is the process of transferring blood products into a person’s bloodstream through a vein. Transfusions are used for a variety of treatments to replace lost blood components. Early transfusions used whole blood, but modern medical procedures typically use only components of blood as needed, such as red blood cells, white blood cells, plasma, clotting factors, and platelets.

 

Main Benefits of Blood Donation: The main benefit of blood donation is that one person’s donated blood will save another person’s life. Blood donation is very beneficial for health. As soon as the blood is donated, the bone marrow in the body is stimulated to produce new blood cells and within 2 weeks of the blood donation, new blood cells are produced to compensate for the deficiency. Donating blood 3 times a year increases the vitality of red blood cells in your body as well as increases the rate of new blood cell production. Note that within 48 hours of donating blood, the amount of blood in the body returns to normal. Regular blood donation reduces the risk of heart disease and heart attack. People who donate blood twice a year have a lower risk of developing cancer than others. In particular, the risk of lung, liver, colon, stomach and throat cancer is significantly lower in regular blood donors. Donating blood is a religious act of great merit or reward. Saving the life of one person is as great as saving the life of the entire human race. The Qur’an says, “If a person saves the life of a person, it is as if he saved the whole of mankind.”

 

Among the 14 portals of IEAB, Blood Transmission Portal is worth mentioning. IEAB is implementing humanitarian activities like blood donation and blood management for engineers and family members of engineers through Blood Transfusion and Blood Bank Portal. If any member of IEAB posts on any official social media of IEAB or website of IEAB disclosing the urgent need of blood for him or his family members, then the members of Blood Transfusion and Blood Bank Portal of IEEAB are trying their best to provide urgent support in the service of humanity with special importance to the need of urgent blood. Blood donation is the process of voluntary donation of blood by a healthy adult. This donated blood is transfused or fractionated into medicine. Blood Transfusion and Blood Bank Portal plays an important role in providing blood services to patients at the time of need. IEAB is a professional, voluntary and philanthropic organization. Therefore, Blood Transfusion and Blood Bank Portal of IEAB collects blood from voluntary blood donors and later supplies this blood to sick patients of IEAB members or members’ family. Respected engineers of IEAB come forward at the risk of others by donating blood regularly. Because IEAB family engineers know If I advance in the danger of others, one day everyone will come forward in my danger too. All the engineers of IEAB who donate blood are voluntary blood donors. Those who donate blood out of humanitarian responsibility and love. The number of voluntary blood donors in our country is quite low, most of the blood donors donate blood only to their acquaintances. But the blood donors of IEAB donate blood voluntarily without money as a social service.

 

Very few people in the world donate blood. And the main reason for this is not being aware of the benefits of blood donation. Many people think, donating blood is harmful to the body. But in reality, this is a complete misconception. Blood donation reduces the risk of liver, pancreatic and cardiovascular diseases.  So, to remove these mistakes, to make aware about the benefits of blood donation and to understand/teach the importance of blood donation, IEAB’s Blood Transfusion and Blood Bank portal officially organizes various blood donation programs. In these blood donation programs; blood donors donate blood voluntarily. At present, 80 percent of cases are now voluntary blood donors giving blood. This number will increase if everyone can be encouraged to donate blood. Apart from the central website of IEAB, Blood Transfusion and Blood Bank Portal of IEAB has a separate website and has a Facebook ID and Facebook page for smooth management of blood collection, blood management and blood donation.

 

IEAB’s Blood Transfusion and Blood Bank portal uses various slogans to inform about the benefits of blood donation and encourage blood donation. For example: “Life is made in our blood, life is made in blood. I will save hundreds of lives with my blood.” “If my blood can save the life of a comatose patient, then why should I not donate blood voluntarily?”. There is no fear of loss, saving of new life…., one’s own blood flows in the veins of others, this is the identity of humanity. Come forward to donate blood, bring a smile to the patient’s soul. Donating blood is not trivial, it can save a life. If I become a blood donor, I will win humanity. Donating blood means donating life.

 

On behalf of the Blood Transfusion and Blood Bank Portal, there will be an invitation to the engineers of IEAB to donate blood. There is no other noble act in the world like donating blood. Your donated blood can give new life to a dying person. Donating blood is a matter of pride. Because you did something that could save someone else’s life. Bonds and relationships established by blood are much stronger than bonds and relationships established by money. If not for the patient, at least donate blood for that mother; Who cannot bear the pain of losing his son. You can’t buy someone’s life with money but you can save a life by donating blood. Donating money is great, but donating blood is even better. Money makes friends; Blood makes brother. If you are a blood donor, then you deserve to be appreciated and loved. You are a true hero of the nation. Love of man to man is established through blood donation and humanity wins. Donating blood is the best way to save someone’s life. The best people are those who help others without expecting anything in return. A bag of blood is not just a bag of blood, it is a means of survival. Blood has no religion. A Christian can donate blood, a Muslim can donate blood, a Hindu can donate blood.

 

The term of the Central Committee of Blood Transfusion and Blood Bank Portal will be 03 (three) years. This Committee shall have status (as per Section 4.10) equivalent to the Central Sub-Committee. Apart from the central committee of the Blood Transfusion and Blood Bank Portal; Divisional committees can also be formed. The tenure of the Divisional Committee of Blood Transfusion and Blood Bank Portal, the position & outline will be similar to that of the Central Committee of Blood Transfusion and Blood Bank Portal. In order to run the activities of Blood Transfusion and Blood Bank Portal smoothly (outside the Central Committee), maximum two hundred members of IEAB can work in the central / divisional portal of Blood Transfusion and Blood Bank Portal. All the members who will work in Blood Transfusion and Blood Bank Portal, they can introduce themselves as central member / divisional member of Blood Transfusion and Blood Bank Portal.

 

The Divisional Committees of Blood Transfusion and Blood Bank Portal will be formed under the direct supervision of the Central Committee of Blood Transfusion and Blood Bank Portal. The divisional activities of the Blood Transfusion and Blood Bank Portal will be conducted under the direct / overall supervision of the Divisional Committee of the concerned Division and the Central Committee of the Blood Transfusion and Blood Bank Portal.

 

Note that a member of the National Steering Committee will be responsible as the Director of Blood Transfusion and Blood Bank Portal and a member of the National Presidium Council will be responsible as the Coordinator of Blood Transfusion and Blood Bank Portal. As well as, one member from among the Chief Councilors will be responsible as the Co-coordinator of Blood Transfusion and Blood Bank Portal. In consent of the President and General Secretary of the National Steering Committee / Central Executive Committee, these three responsible members from the National Steering Committee and the National Presidium Council and the chief Councilors will be in overall supervision of blood transfusion and blood bank portal including committee formation.

 

Engr. Mehdi Hasan is the first nominated Director of Blood Transfusion and Blood Bank Portal in the history of IEAB, Engr. Md. Asibul Bashar is the first Nominated Coordinator of Blood Transfusion and Blood Bank Portal in the history of IEAB and Engr. Md. Abdur Rahman is the first nominated Co-Coordinator of Blood Transfusion and Blood Bank Portal in the history of IEAB.

 

Outline of Committee on Blood Transfusion and Blood Bank Portal: –

Under the Central Executive Committee, Outline of Central / Divisional Committee of Blood Transfusion and Blood Bank Portal having 15 (fifteen) members is as follows: –

President                                                                           – 01 person

Vice President                                                                    – 04 persons

Member Secretary                                                             – 01 person

Executive members                                                            – 09 persons

 

Website, Facebook ID and Facebook Page Link of Blood Transfusion and Blood Bank Portal: –

Website Link: https://ieabbd.org/btbb-portal/

Facebook ID Link: https://www.facebook.com/blood.transfusion.bank.portal.ieab

Facebook Page Link: https://www.facebook.com/Blood.Transfusion.and.Blood.Bank.potal.IEAB.BD