Industrial Engineers Association Of Bangladesh (IEAB)

Message From President

Jahangir Alam Tushar
Engr. Jahangir Alam Tushar
President (Acting)

Dear Members,

Some engineers working in industrial establishments / private sector came together to form a messenger group called “Let’s Speak for Justice” for the purpose of setting up a platform / institution / parent organization for the engineers working in these sectors to talk about all the inequalities to ensure fair demands, rights, advantages and disadvantages, welfare and elimination of inequalities of engineers working in these sectors.

Once upon a time, a strong platform is built up to protest against injustice in eliminating inequality, fair rights, demands, advantages and disadvantages of engineers working in private and industrial establishments / private sector through this “Let’s speak for justice” messenger group. Next IEAB (Industrial Engineers Association of Bangladesh) was born from the path of truth and justice through this platform.

Currently, the Industrial Engineers Association of Bangladesh (IEAB) is a large professional body of engineers working in industrial and private sector.

IEAB is working to enrich the careers of engineers by developing the skills of engineers working in this sector.

This organization is working for the elimination of inequality of all the just rights, advantages and disadvantages of the professional engineers working in the industrial establishments / private institutions / private sector of angladesh and associated with the industrial establishments of Bangladesh.

IEAB has coordinated engineers working in public and private industries at engineering fields in Bangladesh.

Diploma and graduate engineers in all technologies of engineering technology from being associated with this organization as part of the same family & In tune with the world through their talents and labor has facilitated the use and application of modern technology in the industrial factories of the country.

In short, IEAB’s engineers working in the private and industrial sectors are working to play an important role in the country’s economy by ensuring the use of modern technology in the industrial sector through their talent, labor, and technical skills.

Engr. Jahangir Alam Tushar

President 

Industrial Engineer’s Association of Bangladesh

সভাপতির বাণী

Jahangir Alam Tushar
প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার
সভাপতি (ভারপ্রাপ্ত)

সুধী,

শিল্প প্রিতিষ্ঠান / প্রাইভেট / বেসরকারী খাতে কর্মরত প্রকৌশলীদের ন্যায্য দাবী, অধিকার, সুবিধা ও অসুবিধা, কল্যাণ এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এই সকল সেক্টরে কর্মরত প্রকৌশলীদের সমস্ত বৈষম্য নিয়ে কথা বলার জন্য একটি প্ল্যাটফর্ম / মঞ্চ / প্রতিষ্ঠান / অভিভাবক সংগঠন দাঁড় করানোর উদ্দেশ্যে এই সেক্টরের কর্মরত কিছু প্রকৌশলীরা একত্রিত হয়ে “আসুন ন্যায়ের পক্ষে কথা বলি” নামে একটি মেসেঞ্জার গ্রুপ তৈরী করেন।

এই “আসুন ন্যায়ের পক্ষে কথা বলি” মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে একটা সময় প্রাইভেট ও শিল্প প্রিতিষ্ঠান / বেসরকারী খাতে কর্মরত প্রকৌশলীদের ন্যায্য অধিকার, দাবী, সুবিধা ও অসুবিধা, বৈষম্য দূরীকরণে অন্যায়ের প্রতিবাদ করার একটি শক্ত প্ল্যাটফর্ম তৈরী হয়। পরবর্তীতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সত্য ও ন্যায়ের পথে থেকে আইইএবি এর জন্ম হয়।

বর্তমানে শিল্প প্রতিষ্ঠানে / বেসরকারী সেক্টরে এবং প্রাইভেট সেক্টরে কর্মরত প্রকৌশলীদের একটি বৃহৎ পেশাজীবি সংগঠন হলো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি)। আইইএবি এই সেক্টরে কর্মরত ইঞ্জিনিয়ারদের স্কীল ডেভেলপ করে ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের শিল্প প্রিতিষ্ঠান / প্রাইভেট প্রতিষ্ঠান / বেসরকারী খাতে কর্মরত এবং শিল্প প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট পেশাজীবি প্রকৌশলীদের সকল ন্যায্য অধিকার, সুবিধা ও অসুবিধা, কল্যাণার্থে, বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এই সংগঠন কাজ করে যাচ্ছে। আইইএবি বাংলাদেশের সরকারি-বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও প্রকৌশল অঙ্গনে কর্মরত প্রকৌশলীদের সমন্বয় করেছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজীর সকল টেকনোলজীর ডিপ্লোমা ও গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারগন এই সংগঠনের সাথে একই পরিবারের অংশ হয়ে যুক্ত থেকে; তাদের মেধা ও শ্রম দিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের শিল্প কারখানাগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ সহজতর করেছে। মোটকথা, আইইএবি এর প্রাইভেট ও শিল্প সেক্টেরে কর্মরত ইঞ্জিনিয়ারগন তাদের মেধা, শ্রম ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে শিল্প সেক্টরে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে কাজ করে যাচ্ছে।

প্রকৌঃ মোঃ জাহাঙ্গীর আলম তুষার

সভাপতি (ভারপ্রাপ্ত)

ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ