


Notice Board…
Dear Members,
Some engineers working in industrial establishments / private sector came together to form a messenger group called “Let’s Speak for Justice” for the purpose of setting up a platform / institution / parent organization for the engineers working in these sectors to talk about all the inequalities to ensure fair demands, rights, advantages and disadvantages, welfare and elimination of inequalities of engineers working in these sectors.
Once upon a time, a strong platform is built up to protest against injustice in eliminating inequality, fair rights, demands, advantages and disadvantages of engineers working in private and industrial establishments / private sector through this “Let’s speak for justice” messenger group. Next IEAB (Industrial Engineers Association of Bangladesh) was born from the path of truth and justice through this platform.
Currently, the Industrial Engineers Association of Bangladesh (IEAB) is a large professional body of engineers working in industrial and private sector.
IEAB is working to enrich the careers of engineers by developing the skills of engineers working in this sector.
This organization is working for the elimination of inequality of all the just rights, advantages and disadvantages of the professional engineers working in the industrial establishments / private institutions / private sector of angladesh and associated with the industrial establishments of Bangladesh.
IEAB has coordinated engineers working in public and private industries at engineering fields in Bangladesh.
Diploma and graduate engineers in all technologies of engineering technology from being associated with this organization as part of the same family & In tune with the world through their talents and labor has facilitated the use and application of modern technology in the industrial factories of the country.
In short, IEAB’s engineers working in the private and industrial sectors are working to play an important role in the country’s economy by ensuring the use of modern technology in the industrial sector through their talent, labor, and technical skills.
Engr. Jahangir Alam Tushar
President
Industrial Engineer’s Association of Bangladesh
সুধী,
শিল্প প্রিতিষ্ঠান / প্রাইভেট / বেসরকারী খাতে কর্মরত প্রকৌশলীদের ন্যায্য দাবী, অধিকার, সুবিধা ও অসুবিধা, কল্যাণ এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এই সকল সেক্টরে কর্মরত প্রকৌশলীদের সমস্ত বৈষম্য নিয়ে কথা বলার জন্য একটি প্ল্যাটফর্ম / মঞ্চ / প্রতিষ্ঠান / অভিভাবক সংগঠন দাঁড় করানোর উদ্দেশ্যে এই সেক্টরের কর্মরত কিছু প্রকৌশলীরা একত্রিত হয়ে “আসুন ন্যায়ের পক্ষে কথা বলি” নামে একটি মেসেঞ্জার গ্রুপ তৈরী করেন।
এই “আসুন ন্যায়ের পক্ষে কথা বলি” মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে একটা সময় প্রাইভেট ও শিল্প প্রিতিষ্ঠান / বেসরকারী খাতে কর্মরত প্রকৌশলীদের ন্যায্য অধিকার, দাবী, সুবিধা ও অসুবিধা, বৈষম্য দূরীকরণে অন্যায়ের প্রতিবাদ করার একটি শক্ত প্ল্যাটফর্ম তৈরী হয়। পরবর্তীতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সত্য ও ন্যায়ের পথে থেকে আইইএবি এর জন্ম হয়।
বর্তমানে শিল্প প্রতিষ্ঠানে / বেসরকারী সেক্টরে এবং প্রাইভেট সেক্টরে কর্মরত প্রকৌশলীদের একটি বৃহৎ পেশাজীবি সংগঠন হলো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি)। আইইএবি এই সেক্টরে কর্মরত ইঞ্জিনিয়ারদের স্কীল ডেভেলপ করে ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের শিল্প প্রিতিষ্ঠান / প্রাইভেট প্রতিষ্ঠান / বেসরকারী খাতে কর্মরত এবং শিল্প প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট পেশাজীবি প্রকৌশলীদের সকল ন্যায্য অধিকার, সুবিধা ও অসুবিধা, কল্যাণার্থে, বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এই সংগঠন কাজ করে যাচ্ছে। আইইএবি বাংলাদেশের সরকারি-বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও প্রকৌশল অঙ্গনে কর্মরত প্রকৌশলীদের সমন্বয় করেছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজীর সকল টেকনোলজীর ডিপ্লোমা ও গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারগন এই সংগঠনের সাথে একই পরিবারের অংশ হয়ে যুক্ত থেকে; তাদের মেধা ও শ্রম দিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের শিল্প কারখানাগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ সহজতর করেছে। মোটকথা, আইইএবি এর প্রাইভেট ও শিল্প সেক্টেরে কর্মরত ইঞ্জিনিয়ারগন তাদের মেধা, শ্রম ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে শিল্প সেক্টরে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে কাজ করে যাচ্ছে।
প্রকৌঃ মোঃ জাহাঙ্গীর আলম তুষার
সভাপতি (ভারপ্রাপ্ত)
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
A skilled engineer is the wealth of a country.
An engineer will become an asset to the country only when that engineer can be adequately employed by providing a good working environment. Engineers from various engineering universities/polytechnic institutes of our country are working in various government / private industries. But it is sad but true that the engineers working in the private sector of our country are constantly being discriminated against and deprived of their fair rights at their workplace.
There is no job security for them. No one gets a job as an engineer even after passing engineering. Numerous such disparities currently exist in the private sector. So there was the need to create an institution/guardian organization to speak out against these discriminations. Keeping this objective in mind, some skilled engineers of this country came together and formed an organization called the Industrial Engineers Association of Bangladesh (IEAB).
At present this organization is a large professional body of engineers working in the private and public sectors. Besides taking various steps to develop the skills of engineers, IEAB has created a portal called Skill Development Portal. We know that technology is constantly changing so the portal plays a significant role in introducing new technologies used in industries. IEAB also created a portal called Entrepreneurship Portal to encourage self-employment of engineers.
Finally, I can say that IEAB is continuously working to improve the skills of engineers working in the private industries of the country, eliminate discrimination and achieve their fair rights.
Engr. Alamgir Ahmed
General Secretary (Acting)
Industrial Engineer’s Association of Bangladesh
সুধী,
একজন দক্ষ প্রকৌশলী একটি দেশের সম্পদ। একজন প্রকৌশলী তখনই দেশের সম্পদে পরিণত হবে, যখন সেই প্রকৌশলীকে সুন্দর কর্ম পরিবেশ প্রদান করে সঠিকভাবে কাজে লাগানো যাবে। আমাদের দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় / পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা প্রকৌশলী গন বিভিন্ন সরকারি /বেসরকারি/ প্রাইভেট শিল্প প্রতিষ্ঠানে কর্মরত আছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, আমাদের দেশের প্রাইভেট সেক্টরে কর্মরত প্রকৌশলী গন তাদের কর্মস্থলে প্রতিনিয়ত বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছেন এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের চাকরির কোন নিশ্চয়তা নাই। কেউ আবার ইঞ্জিনিয়ারিং পাশ করেও ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পাচ্ছেন না। এরকম অসংখ্য বৈষম্য বর্তমানে প্রাইভেট সেক্টরে বিরাজমান।
তাই এসব বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য একটি প্রতিষ্ঠান / অভিভাবক সংগঠন তৈরি করার প্রয়োজন ছিল। এই উদ্দেশ্যকে সামনে রেখে এদেশের কিছু সংখ্যক দক্ষ প্রকৌশলী একত্রিত হয়ে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইইএবি) নামে একটি সংগঠন গঠন করে। বর্তমানে এই সংগঠন বেসরকারি এবং প্রাইভেট সেক্টরে কর্মরত প্রকৌশলীদের একটি বৃহৎ পেশাজীবী সংগঠন। আইইএবি প্রকৌশলীদের স্কিল ডেভেলপ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট পোর্টাল নামে একটি পোটাল গঠন করেছে । আমরা জানি টেকনোলজি প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই শিল্প প্রতিষ্ঠানগুলোতে ব্যবহৃত নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য উক্ত পোর্টাল উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। প্রকৌশলীদের কে আত্মকর্ম সংস্থানে উদ্বুদ্ধ করার জন্য এন্টারপ্রেনিয়রশিপ পোর্টাল নামে একটি পোর্টাল গঠন করেছে।
পরিশেষে আমি বলতে পারি আইইএবি এদেশের বেসরকারি / প্রাইভেট শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের দক্ষতার উন্নয়ন, মেধার বিকাশ, বৈষম্য দূরীকরণ এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছে।
প্রকৌঃ আলমগীর আহমেদ
সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
Our Journey...
The Industrial Engineers Association of Bangladesh (IEAB) is an organization dedicated to advocating for the rights, welfare, and elimination of discrimination faced by professional engineers working in industrial institutions, private organizations, and the private sector in Bangladesh.
The IEAB was established by a group of engineers who came together to address the inequalities and injustices experienced by engineers in these sectors. They formed a messenger group called “Let’s Speak for Justice” and eventually established the IEAB as a platform for engineers to voice their concerns and work towards fair demands and equal rights.
The organization operates as an engineering professional association, providing voluntary services and welfare support to its members. It is a non-political and secular organization, independent of any other group or organization.
The main slogan of the IEAB is “Engineer family is a tool to build the country, IEAB’s pledge will achieve rights,” highlighting the organization’s commitment to empower engineers and contribute to national development.
The IEAB logo incorporates symbols representing the country, freedom, growth, progress, unity, and the practical role of engineers. The organization’s official inauguration took place on December 16, 2020, coinciding with the Great Victory Day in Bangladesh.
The IEAB was founded by a group of dedicated engineers, and their names are commemorated as the founder members of the organization. The IEAB operates across Bangladesh, with divisions in different regions and industrial areas.
The organization has a central office in Dhaka Division and divisional offices in various regions. The IEAB is committed to upholding the principles and values outlined in its constitution, which was created by a committee responsible for its verification, analysis, and finalization.
The IEAB aims to create a platform for engineers to address inequalities, promote their rights, and contribute to the development of the engineering profession and the country as a whole.