Industrial Engineers Association Of Bangladesh (IEAB)

Membership Criteria

  1. Fellow / Life Fellow

If an Engineer has completed 12 consecutive years of Membership in IEAB from being associated with the activities of IEAB and has kept proof of his work efficiency in the Engineering profession, such engineers will be considered eligible to become Fellow. or member / non-member of IEAB but having made outstanding contribution in the field of employment, having at least 12 (times) years of successful employment experience in any reputed institution or having research paper or article in any recognized journal and having Postgraduate or higher degree in any Engineering technology, such engineers will be considered eligible to become Fellow of IEAB. But should be a Bangladeshi citizen. Fellow can write “F-IEAB” as surname at the end of their surname.

However, to become a Fellow, one must have at least a Graduate Engineering Degree in any engineering technology from any recognized public / private university or equivalent institution in Bangladesh or abroad. It should be noted that the National Steering Committee and Presidium members will make the final nomination as a Fellow member after properly verifying the application information for the Fellow.

After becoming a Fellow member of IEAB, any Fellow member will be considered eligible to become a Life Fellow Member. In that case the title of membership will be Life Fellow. If you want to become a lifetime Fellow member, one time have to be paid the prescribed annual subscription of 12 (twelve) years.

  1. Member / Life Member

Have completed Diploma Engineering in any Technology of Engineering from any recognized Public / Private Polytechnic Institute or equivalent institution in Bangladesh or abroad or Graduate or Post Graduate Engineering in any Technology of Engineering from any recognized Public / Private University or equivalent institution in Bangladesh or abroad, as well as job holder / Employed (Minimum 03 (three) years working experience in Industrial / Private / Non-Government Organizations) / Engineer Aspirant; Such engineers will be considered eligible to become members of IEAB. But should be a Bangladeshi citizen. Members can write “M-IEAB” as surname at the end of their name.

Any member after becoming a member of IEAB will be considered eligible for becoming a life member. In that case, the designation of membership will be Life Member. If you want to be a lifetime member, you have to pay one time the prescribed annual subscription of 12 (twelve) years.

  1. Associate Member

Have completed Diploma Engineering in any Technology of Engineering from any recognized Public / Private Polytechnic Institute or equivalent institution in Bangladesh or abroad or Graduate Engineering in any Technology of Engineering from any recognized Public / Private University or equivalent institution in Bangladesh or abroad but not job holder / Fresher engineer Such engineers will be considered eligible to become Associate Members of IEAB. But should be a Bangladeshi citizen. Associate Member of IEAB can write “AM-IEAB” as surname at the end of the name.

  1. Donor/Patron Member

If any Engineer/Engineers donate to IEAB’s welfare fund any amount earmarked or in excess for the purpose of expediting the organizational activities of engineers working in industry / private / non-government organizations and for the purpose of creating a fund for the purpose of improving the quality of life and rehabilitation of Engineers working in industry/private organizations, then those Engineers/ Engineers will be considered and honored as Donor Members of IEAB for a period of 03 (three) years.

As for the welfare of IEAB the donor members will donate a fixed amount of money to the IEAB family in one time; so, Donor Members in the IEAB family will be honored / felicitated specially. Donor Members can write “DM-IEAB” as surname at the end of their name.

  1. Graduate Students Member

Students studying in any Technology of Graduate Engineering in any recognized Public / Private University or equivalent institution in Bangladesh or abroad shall be considered eligible to become members of IEAB as Graduate Students Members. But should be a Bangladeshi citizen. Student members cannot be voters. Cannot vote and participate in elections.  But the Graduate Students members can be in the Committee of the respective Educational Institution (University / Engineering College / Institute) under the Engineering Students Affairs Portal. The number and outline of the academic institution branch committee posts will be determined by the officials of the Engineering Students Affairs Portal.

However, it should be noted that if the students studying in Graduate Engineering are studying in Graduate Engineering after completing Diploma Engineering; If not a job holder, then directly eligible to become Associate Member. On the other hand, students studying in Graduate Engineering who have completed Diploma Engineering and are studying in Graduate Engineering, along with 03 (three) years of job holder / employment in Industry / Private / Non-Government Institutions, will be considered eligible to become Members directly.

Graduate Students Member of IEAB can write “GSM-IEAB” as surname at the end of their name.

  1. Students Member

Students studying Diploma Engineering in any Technology in any recognized Public / Private Polytechnic Institute or equivalent institution in Bangladesh or abroad will be considered eligible to become members of IEAB as students’ members. But should be a Bangladeshi citizen.

Student members cannot be voters. Cannot vote and participate in elections. But the student members can be in the committee of the respective educational institution (Technical College / Engineering College / Polytechnic Institute) under the Engineering Students Affairs Portal. The number and outline of the academic institution branch committee posts will be determined by the officials of the Engineering Students Affairs Portal. Students Member of IEAB can write “SM-IEAB” as surname at the end of name.

  1. Virtual Member

 

Have completed Diploma Engineering in any Technology of Engineering from any recognized Public / Private Polytechnic Institute or equivalent institution in Bangladesh or abroad or Graduate or above in any Technology of Engineering from any recognized Public / Private University or equivalent institution in Bangladesh or abroad or Diploma Engineering / Graduate or higher studying engineering, If such engineers are connected to IEAB’s Facebook page / Facebook group / YouTube channel on other information technology social platforms of IEAB, these engineers will be considered as virtual members of IEAB. Note that, if a person who is not an engineer or not studying engineering joins IEAB through information technology / social media, then they will not be considered as virtual members. However, virtual members can become Associate Members, Member and Fellow of IEAB by applying in the prescribed application form /online by fulfilling the criteria.


সদস্যতার মানদন্ড

১। ফেলো (Fellow) / আজীবন ফেলো (Life Fellow)

যদি কোন প্রকৌশলী আইইএবি এর কার্যক্রমের সাথে যুক্ত থেকে আইইএবি-তে সদস্যতার ১২ বছর ধারাবাহিকভাবে পূর্ণ করে এবং প্রকৌশল পেশায় তার কাজের দক্ষতার প্রমান রেখে থাকে, এমন প্রকৌশলীগণ ফেলো (Fellow) হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। অথবা আইইএবি এর সদস্য / সদস্য নন কিন্তু চাকুরীক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে, কমপক্ষে ১২ (বার) বৎসরের সাফল্যের সাথে স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে চাকুরীর অভিজ্ঞতা আছে বা স্বীকৃত কোন জার্নালে গবেষণা পেপার বা প্রবন্ধ আছে এবং প্রকৌশল এর যেকোন টেকনোলজীতে স্নাতকোত্তর (Postgraduate) বা তদুর্ধ ডিগ্রি আছে, এমন প্রকৌশলীগণ আইইএবি এর ফেলো (Fellow) হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। তবে বাংলাদেশী নাগরিক হতে হবে। ফেলো (Fellow) গণ নামের শেষে উপাধি হিসেবে “F-IEAB” লিখতে পারবে।

তবে ফেলো (Fellow) হতে হলে বাংলাদেশ বা বহির্বিশ্বের যেকোন স্বীকৃত পাবলিক / প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এর যেকোন টেকনোলজীতে কমপক্ষে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। উল্লেখ্য যে, জাতীয় স্টিয়ারিং কমিটি এবং প্রেসিডিয়াম সদস্যগণ ফেলো (Fellow) এর জন্য আবেদনের তথ্যগুলো সঠিকভাবে যাচাই পূর্বক ফেলো (Fellow) সদস্য হিসাবে চুড়ান্তভাবে মনোনয়ন দিবেন ।

আইইএবি এর ফেলো (Fellow) সদস্য হওয়ার পর যেকোন ফেলো (Fellow) সদস্য আজীবন ফেলো সদস্য (Life Fellow Member) হওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে মেম্বারশীপের পদবী / উপাধি হবে আজীবন ফেলো (Life Fellow) । আজীবন ফেলো সদস্য হতে চাইলে এককালীন ১২ (বার) বৎসরের নির্ধারিত বাৎসরিক চাঁদা প্ররিশোধ করতে হবে।

২। সদস্য (Member) / আজীবন সদস্য (Life Member)

বাংলাদেশ বা বহির্বিশ্বের যেকোন স্বীকৃত পাবলিক / প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট বা সমমানের প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এর যেকোন টেকনোলজীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে অথবা বাংলাদেশ বা বহির্বিশ্বের যেকোন স্বীকৃত পাবলিক / প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এর যেকোন টেকনোলজীতে গ্রাজুয়েট বা তদুর্ধ ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে, পাশাপাশি জব হোল্ডার / চাকুরীরত ( কমপক্ষে শিল্প / প্রাইভেট / বেসরকারী প্রতিষ্ঠানে ০৩ (তিন) বৎসরের চাকুরীর অভিজ্ঞতা আছে ) / প্রকৌশলী উদ্যাক্তা; এমন প্রকৌশলীগন আইইএবি এর সদস্য (Member) হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। তবে বাংলাদেশী নাগরিক হতে হবে। সদস্য (Member)’গণ নামের শেষে উপাধি হিসেবে “M-IEAB” লিখতে পারবে।

আইইএবি এর সদস্য (Member) হওয়ার পর যেকোন সদস্য (Member) আজীবন সদস্য (Life Member) হওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে মেম্বারশীপের পদবী / উপাধি হবে আজীবন সদস্য (Life Member) । আজীবন সদস্য হতে চাইলে এককালীন ১২ (বার) বৎসরের নির্ধারিত বাৎসরিক চাঁদা প্ররিশোধ করতে হবে।

৩। সহযোগী সদস্য (Associate Member)

বাংলাদেশ বা বহির্বিশ্বের যেকোন স্বীকৃত পাবলিক / প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট বা সমমানের প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এর যেকোন টেকনোলজীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে অথবা বাংলাদেশ বা বহির্বিশ্বের যেকোন স্বীকৃত পাবলিক / প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এর যেকোন টেকনোলজীতে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে কিন্তু জব হোল্ডার নন / ফ্রেশ ইঞ্জিনিয়ার। এমন প্রকৌশলীগন আইইএবি এর সহযোগী সদস্য (Associate Member) হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। তবে বাংলাদেশী নাগরিক হতে হবে। আইইএবি এর সহযোগী সদস্য (Associate Member) গণ নামের শেষে উপাধি হিসেবে “AM-IEAB” লিখতে পারবে।

৪। দাতা / পৃষ্টপোষক সদস্য (Donar Member)

শিল্প / প্রাইভেট / বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের সাংগঠনিক কার্যক্রম ত্বরানিত্ব করতে এবং শিল্প / প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের জীবনমান উন্নয়ন ও পূনর্বাসনের লক্ষ্যে তহবিল গঠনের জন্য নির্ধারিত বা তার অতিরিক্ত যেকোন পরিমাণ অর্থ আইইএবি এর কণ্যাণ ফান্ডে যদি কোন প্রকৌশলী / প্রকৌশলীগণ দান করে, তাহলে সেসকল প্রকৌশলী / প্রকৌশলীগণ ০৩ (তিন) বৎসরের মেয়াদে আইইএবির এর দাতা / পৃষ্টপোষক সদস্য (Donar Member) হিসেবে বিবেচিত হবে এবং সম্মানীত হবে। যেহেতু আইইএবি এর কল্যাণার্থে দাতা সদস্যগণ এককালীন নির্ধারিত পরিমাণ টাকা আইইএবি পরিবারে দান করবেন, তাই আইইএবি পরিবারে দাতা সদস্যগণ বিশেষ সম্মানে ভূষিত হবেন / সম্মানপ্রাপ্ত হবেন। দাতা / পৃষ্টপোষক সদস্য (Donar Member)’গণ নামের শেষে উপাধি হিসেবে “DM-IEAB” লিখতে পারবে।

৫। গ্রাজুয়েট স্টুডেন্টস সদস্য (Graduate Students Member)

বাংলাদেশ বা বহির্বিশ্বের যেকোন স্বীকৃত পাবলিক / প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠানে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং এর যেকোন টেকনোলজীতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা গ্রাজুয়েট স্টুডেন্টস সদস্য হিসেবে আইইএবি এর সদস্য হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। তবে বাংলাদেশী নাগরিক হতে হবে। গ্রাজুয়েট স্টুডেন্টস সদস্যরা ভোটার হতে পারবে না। নির্বাচনে ভোট দিতে পারবে না এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু  গ্রাজুয়েট স্টুডেন্টস সদস্যরা স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ( বিশ্ববিদ্যালয় / ইঞ্জিনিয়ারিং কলেজ / ইনস্টিটিউট ) শাখায় ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাফের্য়াস পোর্টাল – এর অধীনে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে থাকতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান শাখার কমিটির পদ-পদবীর সংখ্যা ও রূপরেখা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাফের্য়াস পোর্টাল – এর দায়িত্বশীলরা নির্ধারণ করবেন।

তবে উল্লেখ্য যে, গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত থাকে; যদি জব হোল্ডার না হয়, সেক্ষেত্রে সরাসরি সহযোগী সদস্য (Associate Member) হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। অপরদিকে, গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত থাকে, পাশাপাশি শিল্প / প্রাইভেট / বেসরকারী প্রতিষ্ঠানে ০৩ (তিন) বৎসরের জব হোল্ডার / চাকুরিরত হয়, সেক্ষেত্রে সরাসরি সদস্য (Member) হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। আইইএবি এর গ্রাজুয়েট স্টুডেন্টস সদস্য (Graduate Students Member)‘গণ নামের শেষে উপাধি হিসেবে “GSM-IEAB” লিখতে পারবে।

৬। স্টুডেন্টস সদস্য (Students Member)

বাংলাদেশ বা বহির্বিশ্বের যেকোন স্বীকৃত পাবলিক / প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট বা সমমানের প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর যেকোন টেকনোলজীতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা স্টুডেন্টস সদস্য হিসেবে আইইএবি এর সদস্য হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। তবে বাংলাদেশী নাগরিক হতে হবে।

স্টুডেন্টস সদস্যরা ভোটার হতে পারবে না। নির্বাচনে ভোট দিতে পারবে না এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু স্টুডেন্টস সদস্যরা স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ( টেকনিক্যাল কলেজ / ইঞ্জিনিয়ারিং কলেজ / পলিটেকনিক ইনস্টিটিউট ) শাখায় ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাফের্য়াস পোর্টাল – এর অধীনে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে থাকতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান শাখার কমিটির পদ-পদবীর সংখ্যা ও রূপরেখা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাফের্য়াস পোর্টাল – এর দায়িত্বশীলরা নির্ধারণ করবেন। আইইএবি এর স্টুডেন্ট সদস্য (Students Member)‘গণ নামের শেষে উপাধি হিসেবে “SM-IEAB” লিখতে পারবে।

৭। ভার্চ্যুয়াল সদস্য (Virtual Member)

বাংলাদেশ বা বহির্বিশ্বের যেকোন স্বীকৃত পাবলিক / প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট বা সমমানের প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এর যেকোন টেকনোলজীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে অথবা বাংলাদেশ বা বহির্বিশ্বের যেকোন স্বীকৃত পাবলিক / প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এর যেকোন টেকনোলজীতে গ্রাজুয়েট বা তদুর্ধ ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং /  গ্রাজুয়েট বা তদুর্ধ ইঞ্জিনিয়ারিং অধ্যয়ণরত আছে, এমন প্রকৌশলীগণ যদি আইইএবি-এর ফেইকবুক পেইজ / ফেইজবুক গ্রুপ / ইউটিউব চ্যানেল সহ আইইএবি এর অন্যান্য তথ্য প্রযুক্তির সোস্যালে প্ল্যাটফর্মে যুক্ত থাকে, এসকল প্রকৌশলীগণ আইইএবি-এর ভার্চ্যুয়াল সদস্য (Virtual Member ) হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য যে, আইইএবি-এর তথ্য প্রযুক্তি মাধ্যমে / সোস্যাল মাধ্যমে যদি এমন কেউ যুক্ত থাকে, যে প্রকৌশলী নন বা ইঞ্জিনিয়ারিং-এ অধ্যয়নরত নন, তাহলে তারা ভার্চ্যুয়াল সদস্য (Virtual Member) হিসেবে গণ্য হবে না।  তবে ভার্চ্যুয়াল সদস্য (Virtual Member )গণ  ক্রাইটেরিয়া ফুলফিল (Criteria Fulfill) করার মাধ্যমে নির্ধারিত আবেদন ফরমে আবেদন করে আইইএবি-এর সহযোগী সদস্য (Associate Member), সদস্য (Member) এবং ফেলো (Fellow) হতে পারবেন।

BECOME A MEMBER
Sign Up