Industrial Engineers Association Of Bangladesh (IEAB)

Membership Benefits:

  1. After becoming a member, each member will be assigned a unique identification number.
  2. After becoming a member, every member will be issued an ID card and membership certificate.
  3. All the education, training, and employment facilities provided by various institutions through IEAB can only be accessed by ID card holder members of IEAB.
  4. ID card holder members of IEAB will have the opportunity to receive job training organized physically or online by IEAB at a discounted rate or even for free in some cases.
  5. Only ID card holder members of IEAB will be able to enjoy the facilities provided to the IEAB family members by various government and private institutions.
  6. In essence, ID card holder members of IEAB will have access to and be beneficiaries of all the facilities adopted or implemented by IEAB authorities.

সদস্যতার সুবিধাঃ-

১। সদস্য হওয়ার পর প্রত্যেক সদস্যকে একটি ইউনিট আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া হবে।

২। সদস্য হওয়ার পর প্রত্যেক সদস্যকে আইডি কার্ড এবং সদস্যতার সনদ প্রদান করা হবে।

৩। আইইএবি মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেসমস্ত শিক্ষা / ট্রেনিং / চাকুরীর সুবিধা নিয়ে আসা হবে, সেই শিক্ষা / ট্রেনিং / চাকুরীর সুবিধাগুলোতে শুধুমাত্র আইইএবি এর আইডি কার্ডধারী সদস্যরা আবেদন করতে পারবেন।

৪। আইইএবি কর্তৃক ফিজিক্যালী বা অনলাইনে যে জব ট্রেনিংগুলো আয়োজন হবে, সেগুলোতে আইইএবি এর আইডি কার্ডধারী সদস্যরা নির্দিষ্ট ডিসকাউন্টে বা কিছু কিছু ক্ষেত্রে ফ্রিতে ট্রেনিং করার সুবিধা থাকবে।

৫। বিভিন্ন সরকারী / বেসরকারী প্রতিষ্ঠান থেকে আইইএবি পরিবারের সদস্যদের জন্য যে সুযোগ-সুবিধা আনা হবে, শুধুমাত্র আইইএবি এর আইডি কার্ডধারী সদস্যরা সেকল সুবিধা-সুবিধা ভোগ করতে পারবে।

৬। মোটকথা, আইইএবি এর আইডি কার্ডধারী সদস্যরা আইইএবি কর্তৃত গৃহীত বা বাস্তবায়নকৃত সমস্ত সুযোগ-সুবিধার অংশীদার হবে। 


BECOME A MEMBER
Sign Up