সূত্র: আইইএবি/২০২৩/৫১ তারিখঃ ০৭/০৬/২০২৩ইং
শোক বাণী
আইইএবি এর সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য, আইইএবি এর ওয়েবসাইট ডেভেলপমেন্ট কমিটির সম্মানিত প্রেসিডেন্ট এবং আইইএবি এর রাজশাহী বিভাগের কাউন্সিলর (দায়িত্বপ্রাপ্ত: চাঁপাইনবাবগঞ্জ জেলা) প্রকৌঃ মোঃ মাসুদ হাসান আল কারামি গতকাল (০৬/০৬/২০২৩ইং) তাহার নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ঢাকা মহানগর ডেমরাস্থ এলাকায় মারাত্মক সড়ক দুর্ঘটনায় নিহত হন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আইইএবি এর প্রতিষ্ঠাকালীন সময়ে আইইএবি প্রতিষ্ঠা করতে যাদের গুরুত্বপূর্ণ অবদান ছিলো তাদের মধ্যে অন্যতম এই প্রকৌঃ মাসুদ হাসান আল কারামি।
তাহার মৃত্যুতে আইইএবি পরিবার গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাহাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তাহার পরিবারের সদস্যরা যেন ধৈর্যের সাথে এই কঠিন শোক অতিক্রম করে পারেন, আইইএবি পরিবার এটাই প্রত্যাশা করে।
প্রকৌঃ মোঃ মাসুদ হাসান আল কারামি কে ও তাহার অবদানকে আইইএবি পরিবার কখনো ভুলবে না। তাহার স্মৃতিকে ও স্বপ্নকে শক্তিতে পরিণত করে আইইএবি পরিবার সামনে এগিয়ে যাবে।
গভীর শোকের সাথে
প্রকৌঃ জাহাঙ্গীর আলম তুষার
সভাপতি (ভারপ্রাপ্ত)
আইইএবি।
প্রকৌঃ আলমগীর আহমেদ
সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)
আইইএবি